পবন নেগি

পবন নেগি (হিন্দি: पवन नेगी; জন্ম: ৬ জানুয়ারি, ১৯৯৩) দিল্লিতে জন্মগ্রহণকারী ভারতের উদীয়মান ক্রিকেটার। ভারত ক্রিকেট দলের অন্যতম সদস্য তিনি। দলে তিনি মূলতঃ স্লো লেফট-আর্ম অর্থোডক্স বোলার।

পবন নেগি
ব্যক্তিগত তথ্য
জন্ম (1993-01-06) ৬ জানুয়ারি ১৯৯৩
দিল্লি, ভারত
ব্যাটিংয়ের ধরনবামহাতি
বোলিংয়ের ধরনস্লো লেফট-আর্ম
ভূমিকাবোলার
ঘরোয়া দলের তথ্য
বছরদল
২০১২ ২০১৩দিল্লি ডেয়ারডেভিলস (দল নং ১৫)
২০১১ বর্তমানদিল্লি ক্রিকেট দল
২০১৪ বর্তমানদিল্লি ডেয়ারডেভিলস
এফসি অভিষেক৩ নভেম্বর ২০১১ দিল্লি ক্রিকেট দল বনাম হরিয়ানা ক্রিকেট দল
এলএ অভিষেক৫ মার্চ ২০১২ দিল্লি ক্রিকেট দল বনাম আসাম ক্রিকেট দল
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা এফসি এলএ টি২০
ম্যাচ সংখ্যা ২৫
রানের সংখ্যা ৫৪ ৭৪
ব্যাটিং গড় ২৭ &#৮২১০; ১৪.৮
১০০/৫০ ০/০ ০/০ ০/০
সর্বোচ্চ রান ৩০* ২১
বল করেছে ১২৬ ৩৬ ১৯২
উইকেট ৩০
বোলিং গড় ৪২ ৯.৫ ১৪.৭৭
ইনিংসে ৫ উইকেট
ম্যাচে ১০ উইকেট
সেরা বোলিং ১/৫ ২/১২ ৫/২২
ক্যাচ/স্ট্যাম্পিং ১/০ ০/০ ৩/০
উৎস: ক্রিকইনফো, ১৬ মে, ২০১২  

খেলোয়াড়ী জীবন

প্রথম-শ্রেণীর রঞ্জি ট্রফি প্রতিযোগিতাসহ লিস্ট এ ও টুয়েন্টি২০ খেলায় দিল্লির পক্ষে খেলছেন। ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের ২০১২ ও ২০১৩ আসরে দিল্লি ডেয়ারডেভিলস এবং ২০১৪ ও ২০১৫ আসরে চেন্নাই সুপার কিংসের পক্ষে খেলেন।

২০১৬ সালের আইপিএল নিলামে দিল্লি ডেয়ারডেভিলস তার বিনিময় মূল্য ৮.৫০ কোটি রূপি ধার্য্য করে যা যুবরাজ সিংয়ের চেয়েও বেশী। এরফলে তাকে নিলামের সবচেয়ে দামী বিক্রিত তারকায় পরিণত করে।[1]

ব্যক্তিগত জীবন

উত্তরাখণ্ডের আলমোরা এলাকায় তার জন্ম। বর্তমানে তার পরিবার নয়াদিল্লীর সাদিকনগরে বসবাস করছে। দিল্লি পাবলিক স্কুলে পড়াশোনা করেছেন তিনি।[2]

তথ্যসূত্র

  1. http://www.thehindu.com/sport/live-ipl-auctions/article8201714.ece?homepage=true
  2. "Player Profile: Pawan Negi"Cricinfo। সংগ্রহের তারিখ ২৭ জানুয়ারি ২০১০

আরও দেখুন

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.