কেন রিচার্ডসন

কেন উইলিয়াম রিচার্ডসন (ইংরেজি: Kane Richardson; জন্ম: ১২ ফেব্রুয়ারি, ১৯৯১) দক্ষিণ অস্ট্রেলিয়ার ইউডুন্ডা এলাকায় জন্মগ্রহণকারী অস্ট্রেলীয় আন্তর্জাতিক ক্রিকেট তারকা। সাউথ অস্ট্রেলিয়ার পক্ষে প্রথম-শ্রেণীর ক্রিকেট ও অ্যাডিলেড স্ট্রাইকার্সের পক্ষে বিগ ব্যাশ লীগে খেলছেন। এছাড়াও অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব-১৯ দলে প্রতিনিধিত্ব করেছেন।[1] ২০১৩ মৌসুমে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে পুনে ওয়ারিয়র্স কর্তৃপক্ষ তাকে ৭০০,০০০ মার্কিন ডলারের বিনিময়ে নিজেদের দলে চুক্তিবদ্ধ করে।

কেন রিচার্ডসন
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নামকেন উইলিয়াম রিচার্ডসন
জন্ম (1991-02-12) ১২ ফেব্রুয়ারি ১৯৯১
ইউডুন্ডা, দক্ষিণ অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়া
ব্যাটিংয়ের ধরনডানহাতি
বোলিংয়ের ধরনডানহাতি ফাস্ট-মিডিয়াম
ভূমিকাবোলার
আন্তর্জাতিক তথ্য
জাতীয় পার্শ্ব
একমাত্র ওডিআই
(ক্যাপ ২০১)
১৩ জানুয়ারি ২০১৩ বনাম শ্রীলঙ্কা
ওডিআই শার্ট নং৪৭
ঘরোয়া দলের তথ্য
বছরদল
২০০৯–সাউথ অস্ট্রেলিয়া (দল নং ৪৭)
২০১১–অ্যাডিলেড স্ট্রাইকার্স
২০১৩পুনে ওয়ারিয়র্স ইন্ডিয়া
২০১৪-বর্তমানরাজস্থান রয়্যালস
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা ওডিআই এফসি এলএ টি২০
ম্যাচ সংখ্যা ২১ ২০
রানের সংখ্যা ১৩৭ ১০৪ ৩৫
ব্যাটিং গড় ০.০০ ১৩.৭০ ৮.৬৬ ৫.৮৩
১০০/৫০ ০/০ ০/০ ০/০ ০/০
সর্বোচ্চ রান ৪১ ২৬ ২০
বল করেছে ৩৬ ৯৭৫ ১,১৩১ ৪০৭
উইকেট ১৪ ৩৭ ২২
বোলিং গড় ৩৩.৫০ ২৩.৯৭ ২৩.৪৫
ইনিংসে ৫ উইকেট
ম্যাচে ১০ উইকেট - - - -
সেরা বোলিং ৪/৩৪ ৬/৪৮ ৩/৯
ক্যাচ/স্ট্যাম্পিং ০/– ১/– ৩/– ৬/–
উৎস: ক্রিকেটআর্কাইভ, ২৩ মার্চ ২০১৩

ঘরোয়া ক্রিকেটে চমৎকার অবদান রাখায় তিনি মিচেল স্টার্কের স্থলাভিষিক্ত হন। ১৩ জানুয়ারি, ২০১৩ তারিখে শ্রীলঙ্কার বিপক্ষে ২য় একদিনের আন্তর্জাতিকে তার অভিষেক ঘটে। কিন্তু ব্যাটিংয়ে নেমে লাসিথ মালিঙ্গার বলে গোল্ডেন ডাক পান। পরে বোলিং করে ৬ ওভারে ৩ মেইডেনসহ উইকেটবিহীন অবস্থায় মাত্র ১৫ রান দেন। পুণঃপুণঃ পিচের মাঝে দৌঁড়ানোর প্রেক্ষিতে আম্পায়ার মারাইজ ইরাসমাস তাকে বোলিং থেকে প্রত্যাহার করে নেন।[2]

২০১৪ সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে রাজস্থান রয়্যালসের পক্ষে চুক্তিবদ্ধ হন ও বেশ কয়েকটি খেলায় অংশগ্রহণ করেন। বেশকিছু খেলায় চমৎকার খেলা উপস্থাপন করলেও কয়েকটি খেলায় ব্যয়বহুল বোলিং করেন।

তথ্যসূত্র

  1. "Australia announce U-19 squad to play India"। Cricnfo। ২ মার্চ ২০০৯।
  2. Daniel Brettig (জানুয়ারি ১৩, ২০১৩)। "Australia v Sri Lanka, 2nd ODI, Adelaide: Thirimanne guides Sri Lanka to resounding win"Cricinfo। সংগ্রহের তারিখ জানুয়ারি ১৪, ২০১৩ line feed character in |শিরোনাম= at position 42 (সাহায্য)

আরও দেখুন

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.