হলদিয়া রেলওয়ে স্টেশন
হলদিয়া রেলওয়ে স্টেশন হল পাঁশকুড়া-হলদিয়া লাইনের একটি টার্মিনাল রেলওয়ে স্টেশন এবং এটি ভারতীয় রাজ্য পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলায় অবস্থিত। এটি হলদিয়া শিল্প এলাকার রেল পরিষেবা প্রদান করে।
হলদিয়া | |||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
কলকাতা শহরতলি রেল স্টেশান | |||||||||||
অবস্থান | পাঁশকুড়া-তমলুক রোড, হলদিয়া, পূর্ব মেদিনীপুর ভারত | ||||||||||
স্থানাঙ্ক | ২২°০২′ উত্তর ৮৮°০৪′ পূর্ব | ||||||||||
উচ্চতা | ২ মিটার (৬.৬ ফু) | ||||||||||
মালিকানাধীন | ভারতীয় রেলওয়ে | ||||||||||
পরিচালিত | দক্ষিণ পূর্ব রেল | ||||||||||
লাইন (সমূহ) | পাঁশকুড়া-হলদিয়া লাইন | ||||||||||
প্ল্যাটফর্ম | ২ | ||||||||||
রেলপথ | ৩ | ||||||||||
নির্মাণ | |||||||||||
গঠনের ধরণ | আদর্শ (স্থল স্টেশন) | ||||||||||
পার্কিং | না | ||||||||||
সাইকেলের সুবিধা | হ্যাঁ | ||||||||||
অন্য তথ্য | |||||||||||
অবস্থা | কার্যকরী | ||||||||||
স্টেশন কোড | এইচএলজেড | ||||||||||
বিভাগ(সমূহ) | খড়গপুর রেলওয়ে বিভাগ | ||||||||||
ইতিহাস | |||||||||||
চালু | ১৯৬৮ | ||||||||||
বৈদ্যুতীকরণ | ১৯৭৪-৭৬ | ||||||||||
পরিসেবাসমূহ | |||||||||||
| |||||||||||
অবস্থান | |||||||||||
![]() ![]() পশ্চিমবঙ্গে হলদিয়া রেলওয়ে স্টেশনের অবস্থান |
ইতিহাস
হাওড়া-খড়গপুর লাইন টি ১৮৬৫ সালে চালু হয়েছিল। [1]
১৯৮৬ সালে পাঁশকুড়া-দুর্গাচক লাইনটি চালু হয়েছিল, এমন সময় যখন হলদিয়া বন্দর নির্মাণ করা হচ্ছিল। পরবর্তীকালে এটি হলদিয়া পর্যন্ত প্রসারিত হয়েছিল। [1][2]
বৈদ্যুতীকরণ
হাওড়া-খড়গপুর লাইন টি ১৯৬৭-৬৯ সালে বিদ্যুতায়িত হয়। পাঁশকুড়া-হলদিয়া লাইনটি ১৯৭৪-৭৬ সালে বিদ্যুতায়িত হয়। [3]
নতুন রেলপথ
ভারতীয় রেল হাওড়া-হলদিয়া রেলপথের তুলনায় ৭০ কিলোমিটারেরও কম দূরত্বে শিয়ালদার সঙ্গে হলদিয়ার সাথে একটি নতুন লাইন স্থাপন করার প্রস্তাব দেয়। [4]
তথ্যসূত্র
- "Major events in formation of S.E.Railway"। South Eastern Railway। ১ এপ্রিল ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ এপ্রিল ২০১৩।
- "Haldia" (PDF)। Indian Railways। সংগ্রহের তারিখ ১০ এপ্রিল ২০১৩।
- "History of Electrification"। IRFCA। সংগ্রহের তারিখ ১০ ফেব্রুয়ারি ২০১৩।
- "Rail survey on new port route"। The Telegraph, 28 June 2011। সংগ্রহের তারিখ ১০ এপ্রিল ২০১৩।
বহিঃসংযোগ
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.