চন্দ্রশেখর আজাদ

চন্দ্রশেখর আজাদ (ইংরেজি: Chandra Shekhar Azad, হিন্দি ভাষায়: चंद्र शेखर आज़ाद, উর্দু ভাষায়: چندر شیکھر آزاد, গুজরাটি ভাষায়: ચંદ્ર શેખર આઝાદ, তামিল ভাষায়: சந்திர சேகர் ஆசாத், কন্নড় ভাষায়: ಚಂದ್ರಶೇಖರ ಆಜಾದ್‌‌‌, মালয় ভাষায়: ചന്ദ്ര ശേഖർ ആസാദ്, মারাঠি ভাষায়: चंद्र शेखर आझाद, তেলুগু ভাষায়: చంద్రశేఖర్ అజాద్), (জন্ম: ২৩শে জুলাই, ১৯০৬, মৃত্যু:২৭শে ফেব্রুয়ারি, ১৯৩১) (আজাদ নামেই পরিচিত) ভারতের স্বাধীনতা আন্দোলনের একজন বিপ্লবী ছিলেন। আরেক বিপ্লবী ভগৎ সিংয়ের আদর্শিক গুরু হিসেবে চন্দ্রশেখর আজাদের পরিচয় আছে।

চন্দ্রশেখর আজাদ
চন্দ্রশেখর আজাদ পার্ক, এলাহাবাদ, ভারতে স্থাপিত আজাদের মূর্তি
জন্ম২৩শে জুলাই, ১৯০৬
বাদারকা জেলা, উন্নাও, উত্তর প্রদেশ, ভারত[1]
মৃত্যু২৭শে ফেব্রুয়ারি, ১৯৩১
আলফ্রেড পার্ক (বর্তমান আজাদ পার্ক), এলাহাবাদ, উত্তর প্রদেশ, ভারত
প্রতিষ্ঠানহিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন (পরবর্তীতে হিন্দুস্তান সোশালিষ্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন)
আন্দোলনভারতীয় স্বাধীনতা আন্দোলন

শৈশব

আজাদ মধ্যপ্রদেশের আলিরাজপুর জেলার ভাওরা গ্রামে ১৯০৬ সালের ২৩ জুলাই চন্দ্রশেখর আজাদের জন্ম হয়। তার পূর্বপুরুষরা কানপুরের কাছাকাছি বদারকা গ্রাম বাস করেছিলেন।[2][3]

বিপ্লবী জীবন

গান্ধীর দ্বারা পরিচালিত ১৯২২ সালে অসহযোগ আন্দোলন স্থগিতা হওয়ার পর, আজাদ বিপ্লবী হয়ে ওঠে। তিনি তরুণ বিপ্লবী মনমোহননাথ গুপ্তের সাথে সাক্ষাৎ করেন, যিনি তাকে রাম প্রসাদ বিসমিলের সাথে পরিচয় করিয়েছিলেন, যিনি হিন্দুস্তান রিপাবলিকান এ্যসোসিয়েশনের (এইচআরএ) বিপ্লবী সংগঠন গঠন করেছিলেন। এরপর তিনি এইচআরএর সক্রিয় সদস্য হন এবং এইচআরএর জন্য তহবিল সংগ্রহ করতে শুরু করেন। বেশিরভাগ তহবিল সংগ্রহ করা হতো সরকারি সম্পত্তি ডাকাতি মাধ্যমে। কংগ্রেসের সদস্য হওয়া সত্ত্বেও, মতিলাল নেহরু নিয়মিত আজাদকে সমর্থন করতেন ও অর্থ প্রদান করতেন।।[4]

মৃত্যু

চন্দ্রশেখর আজাদ ১৯৩১ সালের ২৭ ফেব্রুয়ারী এলাহাবাদে আলফ্রেড পার্কে মারা যান।[5] একটি অজ্ঞাত পরিদর্শক তাকে বলেছিল, পুলিশ তাকে পার্কে ঘিরে রেখেছিল। তিনি নিজেকে এবং সুখদেব রাজকে রক্ষা করার জন্য আহত হন এবং তিন পুলিশ সদস্যকে হত্যা করেন। তার কর্মকাণ্ডে সুখদেব রাজাকে পালিয়ে যেতে পারে। তিনি নিজের শেষ বুলেট দিয়ে নিজেকে গুলি করে হত্যা করেছিলেন। চন্দ্র শেখর আজাদের কর্ট পিস্তল এলাহাবাদ জাদুঘরে প্রদর্শিত হয়।[6]

তথ্যসূত্র

  1. http://unnao.nic.in/Personali.htm ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৭ ডিসেম্বর ২০১২ তারিখে (CHANDRA SHEKHAR AZAD)
  2. The Calcutta review। University of Calcutta. Dept. of English। ১৯৫৮। পৃষ্ঠা 44। সংগ্রহের তারিখ ১১ সেপ্টেম্বর ২০১২
  3. Catherine B. Asher, সম্পাদক (জুন ১৯৯৪)। India 2001: reference encyclopedia। South Asia Publications। পৃষ্ঠা 131। আইএসবিএন 978-0-945921-42-4। সংগ্রহের তারিখ ১১ সেপ্টেম্বর ২০১২
  4. Mittal, S. K.; Habib, Irfan (জুন ১৯৮২)। "The Congress and the Revolutionaries in the 1920s"। Social Scientist10 (6): 20–37। জেস্টোর 3517065
  5. Bhattacherje, S. B. (১ মে ২০০৯)। Encyclopaedia of Indian Events & Dates। Sterling Publishers Pvt. Ltd। পৃষ্ঠা B–19। আইএসবিএন 9788120740747। সংগ্রহের তারিখ ২৪ মার্চ ২০১৪
  6. Khatri, Ram Krishna (১৯৮৩)। Shaheedon Ki Chhaya Mein। Nagpur: Vishwabharati Prakashan। পৃষ্ঠা 138–139।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.