আল্লুরি সিতারামারাজু

আল্লুরি সিতারামারাজু (৪ জুলাই ১৮৯৭ - ৭ মে ১৯২৪) (অন্যান্য নাম: আলুরি রাম্পা রাম রাজু, রাম চন্দ্র রাজু, এবং আল্লুরি সিতা রাম রাজু) ছিলেন একজন ভারতীয় বিপ্লবী যিনি ভারতের স্বাধীনতা সংগ্রামের সাথে যুক্ত ছিলেন।

আল্লুরি সিতা রাম রাজু
আল্লুরির প্রস্থরমূর্তি
জন্ম৪ জুলাই ১৮৯৭
Mogallu village, near bhimavaram in the West Godavari district
মৃত্যু৭ মে ১৯২৪
Mampa গ্রাম, ভিশাখাপট্টম জেলা,
উপাধিমাণ্যম বীরুদ

রাজু ১৯২২-২৪ সালের ব্রিটিশ রাজের বিরুদ্ধে "রাম্পা বিদ্রোহ"-এ নেতৃত্ব দেন, যা গড়ে উঠেছিলো বিভিন্ন উপজাতীয় নেতা এবং তাদের অন্যান্য সমর্থকদের দ্বারা। স্থানীয় জনগণের নিকট তিনি "মাণ্যম বীরুদ" ('Manyam Veerudu' - "অরণ্যের বীর") হিসাবে পরিচিত ছিলেন।

তথ্যসূত্র

    বহি:সংযোগ

    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.