বাংলাদেশের বিমানবন্দরের তালিকা
বাংলাদেশ, সরকারিভাবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, দক্ষিণ এশিয়ার একটি রাষ্ট্র। এটি বেশিরভাগই ভারত সীমানা ঘেরা, তবে দক্ষিণ-পূর্বে বার্মার ছোট সীমানা রয়েছে এবং দক্ষিণে বঙ্গোপসাগর রয়েছে। বাংলাদেশের রাজধানী এবং সবচেয়ে বড় শহর হচ্ছে ঢাকা।

বাংলাদেশের মানচিত্র
এটি বাংলাদেশ অবস্থিত বিমানবন্দরের একটি তালিকা।
বাংলাদেশের রয়েছে ৩টি আন্তর্জাতিক বিমানবন্দর, ৫টি অভ্যন্তরীণ বিমানবন্দর এবং ৭টি স্বল্প পরিসরের (শুধু উড্ডয়ন এবং অবতরণ) বন্দর। একটি অভ্যন্তরীণ বিমানবন্দর নির্মানাধীন রয়েছে[1]। এছাড়া এখানে রয়েছে বেশ কিছু এয়ারস্ট্রিপ, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তৈরি করা হয়েছিল।
বিমানবন্দর
গাঢ় লেখায় বিমানবন্দরের নাম দেওয়া হল যা বাণিজ্যিক ভিত্তিতে যাত্রীসেবায় ব্যবহৃত হয়।
তথ্যসূত্র
- "ICAO Location Indicators by State" (পিডিএফ) (ইংরেজি ভাষায়)। আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা। ২০০৬-০১-১২।
- "UN Location Codes: Bangladesh (includes IATA codes)"। ইউএন/এলসিওডিই ২০০৯-২ (ইংরেজি ভাষায়)। ইউএনএফসিই। ২০১০-০২-০৮।
- Airports in Bangladesh. World Aero Data. (ইংরেজি)
- Airports in Bangladesh. Great Circle Mapper. (ইংরেজি)
- Airports in Bangladesh. FallingRain.com. (ইংরেজি)
টীকা
- "Airports in Bangladesh" (ইংরেজি ভাষায়)। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। ২০০৭-০৯-২৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৭-০১-২২।
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.