বাংলাদেশের বিমানবন্দরের তালিকা

বাংলাদেশ, সরকারিভাবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, দক্ষিণ এশিয়ার একটি রাষ্ট্র। এটি বেশিরভাগই ভারত সীমানা ঘেরা, তবে দক্ষিণ-পূর্বে বার্মার ছোট সীমানা রয়েছে এবং দক্ষিণে বঙ্গোপসাগর রয়েছে। বাংলাদেশের রাজধানী এবং সবচেয়ে বড় শহর হচ্ছে ঢাকা।

বাংলাদেশের মানচিত্র

এটি বাংলাদেশ অবস্থিত বিমানবন্দরের একটি তালিকা

বাংলাদেশের রয়েছে ৩টি আন্তর্জাতিক বিমানবন্দর, ৫টি অভ্যন্তরীণ বিমানবন্দর এবং ৭টি স্বল্প পরিসরের (শুধু উড্ডয়ন এবং অবতরণ) বন্দর। একটি অভ্যন্তরীণ বিমানবন্দর নির্মানাধীন রয়েছে[1]। এছাড়া এখানে রয়েছে বেশ কিছু এয়ারস্ট্রিপ, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তৈরি করা হয়েছিল।

বিমানবন্দর

গাঢ় লেখায় বিমানবন্দরের নাম দেওয়া হল যা বাণিজ্যিক ভিত্তিতে যাত্রীসেবায় ব্যবহৃত হয়।

অবস্থান আইসিএও আইএটিএ বিমানবন্দরের বিভাগ বিমানবন্দরের নাম
আন্তর্জাতিক বিমানবন্দর
ঢাকা VGZR DAC ঢাকা বিভাগ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর
চট্টগ্রাম VGEG CGP চট্টগ্রাম বিভাগ শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর
সিলেট VGSY ZYL সিলেট বিভাগ ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর
অভ্যন্তরীণ বিমানবন্দর
রাজশাহী VGRJ RJH রাজশাহী বিভাগ শাহ মখদুম বিমানবন্দর
যশোর VGJR JSR খুলনা বিভাগ যশোর বিমানবন্দর
সৈয়দপুর,নীলফামারী VGSD SPD রংপুর বিভাগ সৈয়দপুর বিমানবন্দর
কক্সবাজার VGCB CXB চট্টগ্রাম বিভাগ কক্সবাজার বিমানবন্দর
বরিশাল VGBR BZL বরিশাল বিভাগ বরিশাল বিমানবন্দর
ঈশ্বরদী, পাবনা VGIS IRD রাজশাহী বিভাগ ঈশ্বরদী বিমানবন্দর
তেজগাও, ঢাকা VGTJ ঢাকা বিভাগ তেজগাঁও বিমানবন্দর
বাগেরহাট খুলনা বিভাগ খান জাহান আলী বিমানবন্দর (নির্মাণাধীন)
স্টল (শুধু উড্ডয়ন এবং অবতরণ) বন্দর
কুমিল্লা VGCM CLA চট্টগ্রাম বিভাগ কুমিল্লা স্টলপোর্ট (নির্মাণাধীন)
বগুড়া VGBG রাজশাহী বিভাগ বগুড়া স্টলপোর্ট
ঠাকুরগাঁও VGSG TKR রংপুর বিভাগ ঠাকুরগাঁও স্টলপোর্ট
লালমনিরহাট VGLM LLJ রংপুর বিভাগ লালমনিরহাট স্টলপোর্ট
শমশেরনগর,মৌলভীবাজার VGSH ZHM সিলেট বিভাগ শমশেরনগর স্টলপোর্ট
নোয়াখালী VGSH ZHM চট্টগ্রাম বিভাগ নোয়াখালী স্টলপোর্ট (নির্মাণাধীন)
অব্যবহৃত বিমানবন্দর
সন্দ্বীপ,চট্টগ্রাম SDW চট্টগ্রাম বিভাগ সন্দীপ বিমানবন্দর
চকোরিয়া,কক্সবাজার চট্টগ্রাম বিভাগ চকরিয়া বিমানবন্দর
ফেনী চট্টগ্রাম বিভাগ ফেনী বিমানবন্দর
ঘাটাইল-টাঙ্গাইল ঢাকা বিভাগ রাজেন্দ্রপুর বিমানবন্দর
মৌলভীবাজার সিলেট বিভাগ মোলভীবাজার বিমানবন্দর
রসুলপুর চট্টগ্রাম বিভাগ রসুলপুর বিমানবন্দর
সিরাজগঞ্জ SAJ রাজশাহী বিভাগ সিরাজগঞ্জ বিমানবন্দর
টাঙ্গাইল ঢাকা বিভাগ পাহাড় কাঞ্চনপুর বিমানবন্দর
বাজিতপুর,কিশোরগঞ্জ ঢাকা বিভাগ বাজিতপুর বিমানবন্দর
পটুয়াখালী বরিশাল বিভাগ পটুয়াখালী বিমানবন্দর

তথ্যসূত্র

টীকা

  1. "Airports in Bangladesh" (ইংরেজি ভাষায়)। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। ২০০৭-০৯-২৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৭-০১-২২
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.