যশোর বিমানবন্দর
যশোর বিমানবন্দর (আইএটিএ: JSR, আইসিএও: VGJR) যশোর, বাংলাদেশে অবস্থিত একটি বিমানবন্দর।
যশোর বিমানবন্দর | |||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
![]() | |||||||||||
| |||||||||||
সংক্ষিপ্ত বিবরণ | |||||||||||
বিমানবন্দরের ধরন | সামরিক/পাবলিক | ||||||||||
পরিচালক | বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ | ||||||||||
অবস্থান | যশোর | ||||||||||
এএমএসএল উচ্চতা | ১২ ফুট / ৪ মিটার | ||||||||||
স্থানাঙ্ক | ২৩°১১′০১″ উত্তর ৮৯°০৯′৩৯″ পূর্ব | ||||||||||
রানওয়েসমূহ | |||||||||||
|
ইতিহাস
১৯৪২ সালে ব্রিটিশ সরকার দ্বিতীয় বিশ্বযুদ্ধে জড়িয়ে পড়লে যশোরে বিমান ঘাঁটি নির্মাণ কাজ শুরু করে। ছয় মাসের মধ্যে বৃটিশ বিমান বাহিনীর উপযোগী একটি বিমান বন্দর চালু হয়। ১৯৪৫ সাল পর্যন্ত এই বিমান ঘাঁটি সচল ছিল। এরপর ভারত ভাগ হলে ১৯৫০ সালে যশোরে পাকিস্তান সেনা বাহিনী ও বিমান বাহিনীর ঘাঁটি স্থাপন করে। ১৯৫৬ সালে যশোরে পুনাঙ্গ বিমান বন্দর চালুর উদ্যোগ নেয়া হয়। তবে যশোরে পূর্নাঙ্গ বিমানবন্দর চালু হয় ১৯৬০ সালে। পিআইএ চট্টগ্রাম, যশোর ও ঈরশ্বদী থেকে ফ্লাইট পরিচালনা শুরু করে।
এয়ারলাইনস এবং গন্তব্যস্থল
বিমান সংস্থা | গন্তব্যস্থল |
---|---|
নভোএয়ার | ঢাকা |
রিজেন্ট এয়ারওয়েজ | ঢাকা |
ইউনাইটেড এয়ারওয়েজ | ঢাকা |
তথ্যসূত্র
বহিঃসংযোগ
![]() |
উইকিমিডিয়া কমন্সে যশোর বিমানবন্দর সংক্রান্ত মিডিয়া রয়েছে। |
- VGJR সম্পর্কিত বিমানবন্দর তথ্যাদি - ওয়ার্ল্ড এ্যারো ডাটা
- বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ: বিমানবন্দর
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.