নভোএয়ার
নভোএয়ার বাংলাদেশের একটি বেসরকারি বিমান সংস্থা। এভিয়েশন সেবা প্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে ২০০৭ সালের অক্টোবর মাসে "নভোএয়ার" যাত্রা শুরু করে। মুলত: "তুসুকা গ্রুপ" (Parent Company) এর ব্যবসায়িক কার্যক্রম বহুমূখীকরনের পদক্ষেপ হিসাবে পরিচালক আরশাদ জামাল, ফায়জুর রহমান বাদল, ফায়েজ খান এবং মফিজুর রহমানের উদ্যোগে নভোএয়ারের যাত্রা শুরু হয়। ব্যবসা সম্প্রসারনের লক্ষে নভোএয়ার ২০১১ সালের শেষ দিকে শিডিউল এয়ারলাইনস প্রতিষ্ঠার পদক্ষেপ গ্রহণ করে। ফলশ্রুতিতে ৯ জানুয়ারী ২০১৩ সালে এমব্রায়ার ১৪৫ জেট এয়ারক্রাফট দিয়ে প্রথম বাণিজ্যিক ফ্লাইট পরিচালনা শুরু করে।
![]() | |||||||
| |||||||
প্রতিষ্ঠাকাল | ২০০৭[2] | ||||||
---|---|---|---|---|---|---|---|
কার্যক্রম শুরু | ৯ জানুয়ারি, ২০১৩[3] | ||||||
হাবসমূহ | শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর | ||||||
নিয়মানুযায়ী উড়ান পরিকল্পনা | স্মাইলস[4] | ||||||
বহরে বিমানের সংখ্যা | ৬ | ||||||
গন্তব্যসমূহ | ৯ | ||||||
কোম্পানির স্লোগান | দি আর্ট অফ এভিয়েশন | ||||||
প্রধান কার্যালয় | হাউজ #৫০, রোড #১১, ব্লক #এফ, বনানী, ঢাকা, বাংলাদেশ | ||||||
গুরুত্বপূর্ণ ব্যক্তি |
| ||||||
ওয়েবসাইট | www.flynovoair.com |
পরবর্তিতে এমব্রায়ার বিমান বহরের পরিবর্তে এটিআর ৭২-৫০০ বিমানবহরে যুক্ত হয়। বর্তমানে নভোএয়ার সব অভ্যন্তরীণ গন্তব্য ও কলকাতায় আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করে। ২০১৩ সালের জুলাই মাসে নভোএয়ার "স্মাইলস" নামে ফ্রিকোয়েন্ট ফ্লাইয়ার প্রোগ্রাম শুরু করে। যা স্মাইলস অভ্যন্তরীন যাত্রার ইতিহাসে প্রথম ফ্রিকোয়েন্ট ফ্লাইয়ার প্রোগ্রাম। স্মাইলসের বিভিন্ন ধাপের সুবিধাগুলো হলো: অপেক্ষমান তালিকায় অগ্রাধিকার, সেলস কাউন্টার ও চেক-ইন বা বোর্ডিং এ অগ্রাধিকার এবং অতিরিক্ত ব্যাগেজ সুবিধা। নভোএয়ার ২০১৪ সালে দ্যা বাংলাদেশ মনিটর কর্তৃক শ্রেষ্ঠ অভ্যন্তরীন বিমান সংস্থা হওয়ার সম্মান অর্জন করে। নভোএয়ার আন্তর্জাতিক ফ্লাইট শুরু করে ২০১৫ সালের ১লা ডিসেম্বর। বর্তমানে বিমান সংস্থাটি অভ্যন্তরীন বাজার এবং আন্তর্জাতিক বাজারে শক্ত অবস্থানে আছে এবং আন্তর্জাতিক গন্তব্যে বিস্তার লাভের পরিকল্পনা করছে।
গন্তব্যসমূহ
নভোএয়ার নিম্নোক্ত গন্তব্যে নিয়মিত ফ্লাইট চালনা করছে।
উড়োজাহাজ বহর
নভোএয়ারের বিমান বহর ২০১৮ পর্যন্ত নিম্নরুপঃ
বিমান | সেবায় নিয়োজিত | অর্ডার | যাত্রী (ইকোনমি) |
টীকা |
---|---|---|---|---|
এটিআর ৭২-৫০০ | ৬ | ২ | ৬৮ | |
মোট | ৬ |
তথ্যসূত্র
- "NovoAir Flight Schedule" (ইংরেজি ভাষায়)। NovoAir। ১০ মার্চ ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ সেপ্টেম্বর ২০১৪।
- "The Company NOVOAIR was established in 2007" (ইংরেজি ভাষায়)। Novoair। ৭ ডিসেম্বর ২০১২। ২২ ডিসেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ সেপ্টেম্বর ২০১৪।
- "নভোএয়ার এর সাফল্যের চার বছর"। এভিয়েশননিউজবিডি। সংগ্রহের তারিখ ১৬ জুলাই ২০১৭।
- "Smiles Frequent Flyer Program"। ২০ নভেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ সেপ্টেম্বর ২০১৪।
- "NOVOAIR adds Kolkata service in Dec 2016"। routesonline.com। Routes Online। সংগ্রহের তারিখ ৩০ ডিসেম্বর ২০১৬।
- http://www.thedailystar.net/business/novoair-begins-international-flights-december-163828
![]() |
উইকিমিডিয়া কমন্সে নভোএয়ার সংক্রান্ত মিডিয়া রয়েছে। |