শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর চট্টগ্রামে অবস্থিত বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বিমানবন্দর। এই বিমানবন্দর দিয়ে দেশের প্রায় ২১ শতাংশ যাত্রী ব্যবহার করে। [1]

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর
  • আইএটিএ: CGP
  • আইসিএও:
    CGP
    বাংলাদেশে এয়ারপোর্ট এর অবস্থান
সংক্ষিপ্ত বিবরণ
বিমানবন্দরের ধরনসরকারী
মালিকবাংলাদেশ সরকার
পরিচালকবাংলাদেশের সিভিল এভিয়েশন অথরিটি
সেবা দেয়চট্টগ্রাম
অবস্থানপতেঙ্গা
যে হাবের জন্যবিমান বাংলাদেশ এয়ারলাইন্স
নোভা এয়ার
ইউনাইটেড ইয়ারওয়েজ
Regent Airways
এএমএসএল উচ্চতা১২ ফুট / ৪ মিটার
স্থানাঙ্ক২২°১৪′৫৯″ উত্তর ৯১°৪৮′৪৮″ পূর্ব
ওয়েবসাইটwww.caab.gov.bd
রানওয়েসমূহ
দিকনির্দেশনা দৈর্ঘ্য পৃষ্ঠতল
মি ফুট
৫/২৩ কংক্রিট/অ্যাস্ফাল্ট
উত্স:

অবস্থান

এই বিমানবন্দরটি চট্টগ্রাম শহরের জিইসির মোড় থেকে ২০ কিলোমিটার এবং চট্টগ্রাম রেলওয়ে ষ্টেশন থেকে ১৮.৫ কিলোমিটার দূরে চট্টগ্রামের পতেঙ্গায় কর্ণফুলী নদীর তীরে অবস্থিত।

ইতিহাস

বিমানবন্দরটির নাম আগে এম এ হান্নান আন্তর্জাতিক বিমানবন্দর ছিল, ২০০১ সালে বিএনপি সরকার এটাকে বর্তমান নামে নামকরণ করে। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ১৯৪০ এর দশকে ব্রিটিশ শাসনামলে নির্মিত হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এটা চট্টগ্রাম এয়ারফিল্ড নামে পরিচিত ছিল।

নির্ধারিত গন্তব্যসূচী

যাত্রীবাহী বিমান

বিমান সংস্থাগন্তব্যস্থল
এয়ার আরাবিয়াশারজাহ
বিমান বাংলাদেশ এয়ারলাইন্‌সআবুধাবি, ঢাকা, দুবাই, জিদ্দা, মাস্কাট
ফ্লাই দুবাইদুবাই
ওমান এয়ারমাস্কাট
নোভো এয়ারঢাকা
আর এ কে এয়াররাস আল খাইমাহ
রিজেন্ট এয়ারওয়েসঢাকা
ইউনাইটেড এয়ারওয়েজঢাকা, কলকাতা, মাস্কাট

তথ্যসূত্র

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.