সিলেট-৩
সিলেট-৩ হল বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি সিলেট জেলায় অবস্থিত জাতীয় সংসদের ২৩১নং আসন। এই আসনে বর্তমান সংসদ সদস্য হলো আওয়ামী লীগের মাহমুদ উস সামাদ চৌধুরী।
সিলেট-৩ | |
---|---|
জাতীয় সংসদ-এর নির্বাচনী এলাকা | |
![]() | |
জেলা | সিলেট জেলা |
বিভাগ | সিলেট বিভাগ |
নির্বাচকমণ্ডলী | ৩,২২,২৯৩ (২০১৮)[1] |
বর্তমান নির্বাচনী এলাকা | |
সৃষ্ট | ১৯৭৩ |
দল | বাংলাদেশ আওয়ামী লীগ |
বর্তমান সাংসদ | মাহমুদ উস সামাদ চৌধুরী |
সীমানা
সিলেট-৩ আসনটি সিলেট জেলার দক্ষিণ সুরমা উপজেলা, ফেঞ্চুগঞ্জ উপজেলা এবং বালাগঞ্জ উপজেলা নিয়ে গঠিত। পূর্বে বালাগঞ্জ উপজেলার শুধু ৩টি ইউনিয়ন দেওয়ান বাজার ইউনিয়ন, পূর্ব গৌরীপুর ইউনিয়ন ও পশ্চিম গৌরীপুর ইউনিয়ন অন্তর্ভুক্ত ছিল।[2] ২০১৮ সালের সীমানা পুনঃনির্ধারনে বালাগঞ্জ উপজেলার সবগুলি ইউনিয়ন অন্তর্ভুক্ত করা হয়।[3]
ইতিহাস
সিলেট-৩ আসনটি ১৯৭৩ সালে অনুষ্ঠিত স্বাধীন বাংলাদেশের প্রথম সাধারণ নির্বাচনের সময় গঠিত হয়েছিল।
২০০৮ সাধারণ নির্বাচনের পূর্বে নির্বাচন কমিশন ২০০১ সালে আদমশুমারীর প্রতিবেদন অনুযায়ী জনসংখ্যার বৃদ্ধি প্রতিফলিত করার জন্য এ আসনের সীমানা পূর্ণনির্ধারন করে।
২০১৮ সালের সাধারণ নির্বাচনের পূর্বে নির্বাচন কমিশন আবারও সীমানা পূর্ণ নির্ধারন করে, যার ফলে সম্পূর্ণ বালাগঞ্জ উপজেলাকে সিলেট-৩ আসনের আওতাভুক্ত করা হয়।
নির্বাচিত সাংসদ
নির্বাচন
২০১০-এর দশকে নির্বাচন
বিরোধীদলগুলি ২০১৪ সাধারণ নির্বাচন বর্জন করে তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নিলে মাহমুদ উস সামাদ চৌধুরী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।[8]
২০০০-এর দশকে নির্বাচন
সাধারণ নির্বাচন ২০০৮: সিলেট-৩[9][10] | ||||||
---|---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
আওয়ামী লীগ | মাহমুদ উস সামাদ চৌধুরী | ৯৭,৫৯৩ | ৫৩.৫ | +১৬.১ | ||
বিএনপি | শফি আহমেদ চৌধুরী | ৫৪,৯৫৫ | ৩০.১ | -১৭.১ | ||
জাতীয় পার্টি (এ) | আতিকুর রহমান আতিক | ১৭,৬৭৪ | ৯.৭ | প্র/না | ||
স্বতন্ত্র | আব্দুল কাইয়ুম চৌধুরী | ১২,০৪২ | ৬.৬ | প্র/না | ||
জাসদ | সৈয়দ হাবিবুর রহমান হিরন | ২১২ | ০.১ | -০.১ | ||
সংখ্যাগরিষ্ঠতা | ৪২,৬৩৮ | ২৩.৪ | +১৩.৬ | |||
ভোটার উপস্থিতি | ১৮২,৪৭৬ | ৮৫.২ | +১২.১ | |||
বিএনপি থেকে আওয়ামী লীগ অর্জন করে | ||||||
সাধারণ নির্বাচন ২০০১: সিলেট-৩[11] | ||||||
---|---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
বিএনপি | শফি আহমেদ চৌধুরী | ৫৫,৯৯৪ | ৪৭.২ | +১৮.৯ | ||
আওয়ামী লীগ | মাহমুদ উস সামাদ চৌধুরী | ৪৪,৩৪২ | ৩৭.৪ | +৮.৬ | ||
ইসলামী জাতীয় ঐক্যফ্রন্ট | আবদুল মুকিত খান | ১৫,৪০২ | ১৩.০ | প্র/না | ||
গণতান্ত্রিক পার্টি | সুবল চন্দ্র পাল | ১,৪০০ | ১.২ | প্র/না | ||
স্বতন্ত্র | মোস্তফা আল্লামা | ৩৬২ | ০.৩ | প্র/না | ||
কৃষক শ্রমিক জনতা লীগ | মো. বাদশা মিয়া | ৩৪৫ | ০.৩ | প্র/না | ||
স্বতন্ত্র | আলাউদ্দিন আহমেদ | ২৯৮ | ০.৩ | প্র/না | ||
জাসদ | সিদ্দিকুর রহমান | ২৪২ | ০.২ | প্র/না | ||
স্বতন্ত্র | মো. মাহবুবুর রহমান | ১২৪ | ০.১ | প্র/না | ||
স্বতন্ত্র | মো. রাশেদুল হোসেন | ৮৪ | ০.১ | প্র/না | ||
সংখ্যাগরিষ্ঠতা | ১১,৬৫২ | ৯.৮ | +৯.৩ | |||
ভোটার উপস্থিতি | ১১৮,৫৯৩ | ৭৩.১ | +৩.১ | |||
জাতীয় পার্টি (এ) থেকে বিএনপি অর্জন করে | ||||||
১৯৯০-এর দশকে নির্বাচন
সাধারণ নির্বাচন জুন ১৯৯৬: সিলেট-৩[11] | |||||
---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | |
জাতীয় পার্টি (এ) | আবদুল মুকিত খান | ২৬,৬৫৯ | ২৯.৩ | -৯.১ | |
আওয়ামী লীগ | মাহমুদ উস সামাদ চৌধুরী | ২৬,১৬৮ | ২৮.৮ | +৬.৯ | |
বিএনপি | শফি আহমেদ চৌধুরী | ২৫,৯৫৪ | ২৮.৬ | +৮.৫ | |
জামায়াতে ইসলামী | আব্দুল বাসিত | ৬,৭৫৫ | ৭.৪ | -২.১ | |
সম্মিলিত সংগ্রাম পরিষদ | মো. রফিকুল ইসলাম খান | ২,৬৯৩ | ৩.০ | প্র/না | |
ইসলামী ঐক্য জোট | আলাউদ্দিন আহমেদ | ৭৯০ | ০.৯ | প্র/না | |
জাকের পার্টি | আজমত হোসেন | ৭৬২ | ০.৮ | প্র/না | |
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ | জাকারিয়া মাসুক | ৪১৪ | ০.৫ | প্র/না | |
ওয়ার্কার্স পার্টি | শফিক আহমেদ | ৩২৫ | ০.৪ | প্র/না | |
ফ্রিডম পার্টি | ফয়জুল আলম বাবুল | ১৪০ | ০.২ | প্র/না | |
জেএসডি | এম. এ. কাইয়ুম চৌধুরী | ১৩৮ | ০.২ | -০.৬ | |
বিকেএ | ইদ্রিস আহমেদ জাকারিয়া | ৮১ | ০.১ | প্র/না | |
সংখ্যাগরিষ্ঠতা | ৪৯১ | ০.৫ | -১৬.০ | ||
ভোটার উপস্থিতি | ৯০,৮৭৯ | ৭০.০ | +১৮.৩ | ||
জাতীয় পার্টি (এ) নির্বাচনী এলাকা ধরে রাখে | |||||
সাধারণ নির্বাচন ১৯৯১: সিলেট-৩[11] | |||||
---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | |
জাতীয় পার্টি (এ) | আবদুল মুকিত খান | ৩৩,৪১৬ | ৩৮.৪ | ||
আওয়ামী লীগ | আতিকুর রহমান আতিক | ১৯,০৫৭ | ২১.৯ | ||
বিএনপি | শফি আহমেদ চৌধুরী | ১৭,৪৭০ | ২০.১ | ||
জামায়াতে ইসলামী | আব্দুল বাসিত | ৮,২৯৬ | ৯.৫ | ||
স্বতন্ত্র | মাহমুদ উস সামাদ চৌধুরী | ৭,০৯৫ | ৮.১ | ||
জাতীয় জনতা পার্টি (হাফিজুর) | আবুল কালাম আজাদ | ৭২১ | ০.৮ | ||
জাসদ | সাইফুর রাজ্জাক | ৫৩২ | ০.৬ | ||
জেএসডি | মো. আবদুন নুর | ৪৮৯ | ০.৬ | ||
সংখ্যাগরিষ্ঠতা | ১৪,৩৫৯ | ১৬.৫ | |||
ভোটার উপস্থিতি | ৮৭,০৭৬ | ৫১.৭ | |||
জাতীয় পার্টি (এ) নির্বাচনী এলাকা ধরে রাখে | |||||
তথ্যসূত্র
- এমরান হোসাইন শেখ (১০ অক্টোবর ২০১৮)। "কোন আসনে কত ভোটার"। বাংলা ট্রিবিউন। ২৭ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা।
- "জাতীয় সংসদীয় আসনবিন্যাস (২০১৩) গেজেট" (PDF)। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১৬ জুন ২০১৫ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৫।
- "সীমানা পুনঃনির্ধারনের গেজেট" (PDF)। ecs.gov.bd। ৭ মে ২০১৮ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ মে ২০১৮।
- "১ম জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (PDF)। বাংলাদেশ সংসদ। সংগ্রহের তারিখ ১৩ ফেব্রুয়ারি ২০১৮।
- "২য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (PDF)। বাংলাদেশ সংসদ। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- "৩য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (PDF)। বাংলাদেশ সংসদ। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- "৪র্থ জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (PDF)। বাংলাদেশ সংসদ। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- "মাহমুদ-উস-সামাদের বিকল্প নেই এবারও"। দৈনিক সমকাল। সিলেট। ১ নভেম্বর ২০১৮। সংগ্রহের তারিখ ১ ডিসেম্বর ২০১৮।
- "৯ম জাতীয় সংসদ নির্বাচন" (PDF)। বাংলাদেশ নির্বাচন কমিশন। ২৮ নভেম্বর ২০১৮ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৮।
- "মনোনয়ন জমাদানের তালিকা"। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১১ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৮।
- "Parliament Election Result of 1991,1996,2001 Bangladesh Election Information and Statistics"। ভোট মনিটর নেটওয়ার্ক (ইংরেজি ভাষায়)। ২৯ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৮।
বহিঃসংযোগ
- সেফোস "গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ" (ইংরেজি)