ঢাকা-১

ঢাকা-১ হল বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি ঢাকা জেলায় অবস্থিত জাতীয় সংসদের ১৭৪নং আসন।

ঢাকা-১
জাতীয় সংসদ-এর
নির্বাচনী এলাকা
জেলাঢাকা জেলা
বিভাগঢাকা বিভাগ
নির্বাচকমণ্ডলী৪,৪০,৪০৭ (২০১৮)[1]
বর্তমান নির্বাচনী এলাকা
দলবাংলাদেশ আওয়ামী লীগ
বর্তমান সাংসদসালমান এফ রহমান

সীমানা

ঢাকা-১ আসনটি ঢাকা জেলার দোহার উপজেলানবাবগঞ্জ উপজেলা নিয়ে গঠিত।[2][3]

ইতিহাস

১৯৭৩ সালে ঢাকা-১ নির্বাচনী এলাকা স্বাধীন বাংলাদেশে প্রথম নির্বাচনের সময় গঠিত হয়েছিল।

বাংলাদেশ নির্বাচন কমিশন ২০০৮ সাধারণ নির্বাচনের পূর্বে, ২০০১ সালে পরিচালিত আদমশুমারির প্রকাশিত জনসংখ্যার পরিবর্তন প্রতিফলিত করার জন্য সংসদের নির্বাচনী এলাকার সীমানা পুনঃনির্ধারণ করে। যার কারণে ২০০৮ সালের নির্বাচনে ঢাকা মেট্রোপলিন এলাকায় নতুন ৭টি আসন যোগ হয় এবং রাজধানী ঢাকার আসন সংখ্যা ৮ থেকে ১৫টিতে বৃদ্ধি পায়।

নির্বাচিত সাংসদ

নির্বাচনসদস্যদল
১৯৭৩ আবু মোহাম্মদ সাইদুর রহমান বাংলাদেশ আওয়ামী লীগ[4]
১৯৭৯ খন্দকার দেলোয়ার হোসেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল[5]
১৯৮৬ শহীদ খন্দকার জাতীয় পার্টি[6][7]
১৯৮৮ শহীদ খন্দকার জাতীয় পার্টি
১৯৯১ নাজমুল হুদা বাংলাদেশ জাতীয়তাবাদী দল
ফেব্রুয়ারি ১৯৯৬ নাজমুল হুদা বাংলাদেশ জাতীয়তাবাদী দল
জুন ১৯৯৬ নাজমুল হুদা বাংলাদেশ জাতীয়তাবাদী দল
২০০১ নাজমুল হুদা বাংলাদেশ জাতীয়তাবাদী দল
২০০৮ আব্দুল মান্নান খান বাংলাদেশ আওয়ামী লীগ
২০১৪ সালমা ইসলাম জাতীয় পার্টি (এরশাদ)
২০১৮ সালমান এফ রহমান বাংলাদেশ আওয়ামী লীগ

নির্বাচন

২০১০-এর দশকে নির্বাচন

সাধারণ নির্বাচন ২০১৪: ঢাকা-১[8]
দল প্রার্থী ভোট % ±%
জাতীয় পার্টি (এ) সালমা ইসলাম ৫৩,৩৪১ ৫২.৩ প্র/না
আওয়ামী লীগ আব্দুল মান্নান খান ৪৮,৬৯০ ৪৭.৭ -৭.২
সংখ্যাগরিষ্ঠতা ৪,৬৫১ ৪.৬ -৭.৫
ভোটার উপস্থিতি ১০২,০৩১ ২৬.৯ -৬১.৯
আওয়ামী লীগ থেকে জাতীয় পার্টি (এ) অর্জন করে

২০০০-এর দশকে নির্বাচন

সাধারণ নির্বাচন ২০০৮: ঢাকা-১[9][10]
দল প্রার্থী ভোট % ±%
আওয়ামী লীগ আব্দুল মান্নান খান ১৫৫,৮৬৪ ৫৪.৯ +৬.৪
বিএনপি আব্দুল মান্নান ১২১,৩৭৭ ৪২.৮ -৮.৬
ইসলামী আন্দোলন মিজানুর রহমান মিলন ৪,৬৮১ ১.৬ প্র/না
জাকের পার্টি মোক্তার হোসেন ১,৩০৩ ০.৫ প্র/না
বিপ্লবী ওয়ার্কার্স পার্টি খন্দকার আলী আব্বাস ৪৭৩ ০.২ প্র/না
প্রগদ সুধীর কুমার হাজরা ১৯৪ ০.১ প্র/না
সংখ্যাগরিষ্ঠতা ৩৪,৪৮৭ ১২.১ +৯.২
ভোটার উপস্থিতি ২৮৩,৮৯২ ৮৮.৮ +১০.০
বিএনপি থেকে আওয়ামী লীগ অর্জন করে
সাধারণ নির্বাচন ২০০১: ঢাকা-১[11]
দল প্রার্থী ভোট % ±%
বিএনপি নাজমুল হুদা ৪৮,৩৪৭ ৫১.৪ -৩.৬
আওয়ামী লীগ সালমান এফ রহমান ৪৫,৫৭৬ ৪৮.৫ +১৯.৭
জেপি (মঞ্জু) হারুনুর রশীদ খান ১১০ ০.১ প্র/না
সংখ্যাগরিষ্ঠতা ২,৭৭১ ২.৯ -২৩.৩
ভোটার উপস্থিতি ৯৪,০৩৩ ৭৮.৮ -১.২
বিএনপি নির্বাচনী এলাকা ধরে রাখে

১৯৯০-এর দশকে নির্বাচন

সাধারণ নির্বাচন জুন ১৯৯৬: ঢাকা-১[11]
দল প্রার্থী ভোট % ±%
বিএনপি নাজমুল হুদা ৩৮,১৭২ ৫৫.০ -৫.৮
আওয়ামী লীগ মোঃ হাসেম আলী ২০,০০৫ ২৮.৮ -৫.৬
জাতীয় পার্টি (এ) শহীদ খন্দকার ৬,১৩৩ ৮.৮ +৮.৪
ইসলামী ঐক্য জোট আব্দুর রহিম ২,৭০৩ ৩.৯ প্র/না
জামায়াতে ইসলামী মোহাম্মদ উল্লাহ ১,০৩৭ ১.৫ প্র/না
জাকের পার্টি মতিউর রহমান ৫৬৯ ০.৮ -৩.২
ওয়ার্কার্স পার্টি মোঃ করম আলী ২৪৫ ০.৪ প্র/না
স্বতন্ত্র সামছুল হক বাচ্চু ২১৩ ০.৩ প্র/না
গণফোরাম জাহানারা বেগম ১৮৪ ০.৩ প্র/না
বিকেএ মহিউদ্দীন আহমেদ ১৫৯ ০.২ প্র/না
সংখ্যাগরিষ্ঠতা ১৮,১৬৭ ২৬.২ -০.১
ভোটার উপস্থিতি ৬৯,৪২০ ৮০.০ +১৯.৩
বিএনপি নির্বাচনী এলাকা ধরে রাখে
সাধারণ নির্বাচন ১৯৯১: ঢাকা-১[11]
দল প্রার্থী ভোট % ±%
বিএনপি নাজমুল হুদা ৫৫,১৫২ ৬০.৮
আওয়ামী লীগ মোঃ মাহবুবুর রহমান ৩১,২৪৫ ৩৪.৪
জাকের পার্টি কামাল আহমেদ ৩,৬৩২ ৪.০
জাতীয় পার্টি (এ) শহীদ খন্দকার ৩৬৯ ০.৪
স্বতন্ত্র মোজাফ্ফর হোসেন ৩৪১ ০.৪
সংখ্যাগরিষ্ঠতা ২৩,৯০৭ ২৬.৩
ভোটার উপস্থিতি ৯০,৭৩৯ ৬০.৭
জাতীয় পার্টি (এ) থেকে বিএনপি অর্জন করে

তথ্যসূত্র

  1. এমরান হোসাইন শেখ (১০ অক্টোবর ২০১৮)। "কোন আসনে কত ভোটার"বাংলা ট্রিবিউন। ২৭ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা।
  2. "জাতীয় সংসদীয় আসনবিন্যাস (২০১৩) গেজেট" (PDF)। নির্বাচন কমিশন বাংলাদেশ। ২৭ জুলাই ২০১৪ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৫
  3. "জাতীয় সংসদীয় আসনবিন্যাস (২০১৮) গেজেট" (PDF)। বাংলাদেশ নির্বাচন কমিশন। ৩০ এপ্রিল ২০১৮। ৭ মে ২০১৮ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ মে ২০১৮
  4. বাংলাদেশ নির্বাচন কমিশন (১৩ ফেব্রুয়ারি ২০১৮)। "Parliament Election 1973: Constituency wise Result of Dhaka-1"। ১৭ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা।
  5. "২য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (PDF)বাংলাদেশ সংসদ। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪
  6. "৩য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (PDF)বাংলাদেশ সংসদ। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪
  7. "৪র্থ জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (PDF)বাংলাদেশ সংসদ। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪
  8. "ঢাকা-১"প্রথম আলো। ২৮ নভেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৮
  9. "৯ম জাতীয় সংসদ নির্বাচন" (PDF)বাংলাদেশ নির্বাচন কমিশন। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৮
  10. "মনোনয়ন জমাদানের তালিকা"বাংলাদেশ নির্বাচন কমিশন। ১১ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৮
  11. "Parliament Election Result of 1991,1996,2001 Bangladesh Election Information and Statistics"ভোট মনিটর নেটওয়ার্ক (ইংরেজি ভাষায়)। ২৯ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৮

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.