ঢাকা-১০

ঢাকা-১০ হল বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি ঢাকা শহরে অবস্থিত জাতীয় সংসদের ১৮৩নং আসন।

ঢাকা-১০
জাতীয় সংসদ-এর
নির্বাচনী এলাকা
জেলাঢাকা জেলা
বিভাগঢাকা বিভাগ
নির্বাচকমণ্ডলী৩,১৩,৭৫৮ (২০১৮)[1]
বর্তমান নির্বাচনী এলাকা
সৃষ্ট১৯৭৩
দলবাংলাদেশ আওয়ামী লীগ
বর্তমান সাংসদশেখ ফজলে নূর তাপস

সীমানা

ঢাকা-১০ আসনটি ঢাকা শহরের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ১৪, ১৫, ১৬, ১৭, ১৮ ও ২২ নং ওয়ার্ড নিয়ে গঠিত।[2]

নির্বাচিত সাংসদ

নির্বাচনসদস্যদল
১৯৭৩ খন্দকার হারুন-উর-রশিদ বাংলাদেশ আওয়ামী লীগ[3]
১৯৭৯ আতাউদ্দিন খান বাংলাদেশ জাতীয়তাবাদী দল[4]
১৯৮৬ শেখ হাসিনা বাংলাদেশ আওয়ামী লীগ[5]
১৯৮৮ এ. এস. এম. আব্দুর রব জাতীয় সমাজতান্ত্রিক দল[6]
১৯৯১ আবদুল মান্নান বাংলাদেশ জাতীয়তাবাদী দল
ফেব্রুয়ারি ১৯৯৬ আবদুল মান্নান (রাজনীতিবিদ) বাংলাদেশ জাতীয়তাবাদী দল
জুন ১৯৯৬ এইচবিএম ইকবাল বাংলাদেশ আওয়ামী লীগ
২০০১ আবদুল মান্নান বাংলাদেশ জাতীয়তাবাদী দল
২০০৪ উপ-নির্বাচন মোহাম্মদ মোসাদ্দেক আলী বাংলাদেশ জাতীয়তাবাদী দল
২০০৮ একেএম রাহমতুল্লাহ বাংলাদেশ আওয়ামী লীগ
২০১৪ শেখ ফজলে নূর তাপস বাংলাদেশ আওয়ামী লীগ
২০১৮ শেখ ফজলে নূর তাপস বাংলাদেশ আওয়ামী লীগ

নির্বাচন

২০১০-এর দশকে নির্বাচন

বিরোধীদলগুলি ২০১৪ সালের সাধারণ নির্বাচন বর্জন করে তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নিলে শেখ ফজলে নূর তাপস বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।[7]

২০০০-এর দশকে নির্বাচন

সাধারণ নির্বাচন ২০০৮: ঢাকা-১০[8][9]
দল প্রার্থী ভোট % ±%
আওয়ামী লীগ একেএম রাহমতুল্লাহ ১৬৫,৫৪৯ ৬৩.৩
বিএনপি এম. এ. কাইয়ুম ৮৯,৮০০ ৩৪.৩
স্বতন্ত্র মুজাম্মেল হক ৩,১৫৪ ১.২
ইসলামী আন্দোলন আব্দুল জলিল ১,৯৯৩ ০.৮
এলডিপি আবু সৌদ ৪২৩ ০.২
বিকেএ শহীদুল্লাহ কাজী ২৮৬ ০.১
কৃষক শ্রমিক জনতা লীগ এস. এম ইসমাইল ২৫৬ ০.১
জেএসডি মো. হাবিবুর রহমান ৬৫ ০.০
সংখ্যাগরিষ্ঠতা ৭৫,৭৪৯ ২৯.০
ভোটার উপস্থিতি ২৬১,৫২৬ ৭৪.৯
বিএনপি থেকে আওয়ামী লীগ অর্জন করে

আবদুল মান্নান নবগঠিত রাজনৈতিক দল বিকল্পধারা বাংলাদেশে যোগদানের জন্য ২০০৪ সালের মার্চ মাসে জাতীয় সংসদ থেকে পদত্যাগ করেন। ফলে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়, জুলাই মাসে অনুষ্ঠিত উপনির্বাচনে বিএনপির মোহাম্মদ মোসাদ্দেক আলী নির্বাচিত হন।[10]

সাধারণ নির্বাচন ২০০১: ঢাকা-১০[11]
দল প্রার্থী ভোট % ±%
বিএনপি আবদুল মান্নান ৯৪,৯৯৫ ৫৪.৬ +১৪.১
আওয়ামী লীগ এইচবিএম ইকবাল ৭৩,০৪৩ ৪২.০ -৫.২
ইসলামী জাতীয় ঐক্যফ্রন্ট খন্দকার আবু মোতাহার ৪,৪৫১ ২.৬ প্র/না
স্বতন্ত্র স্টিফেন পি. মৃধা ৫৭৫ ০.৩ প্র/না
স্বতন্ত্র মো. ফজলুল হক ৩৯৯ ০.২ প্র/না
স্বতন্ত্র তোফাজ্জল হোসেন ভূঁইয়া ৬৬ ০.০ প্র/না
স্বতন্ত্র জোবায়েদ হোসেন তুফান ৫১ ০.০ প্র/না
জেপি (মঞ্জু) মো. আব্দুর রহমান শিকদার ৫০ ০.০ প্র/না
স্বতন্ত্র মো. আনোয়ার খান ৪৯ ০.০ প্র/না
স্বতন্ত্র মো. এনামুল করিম সুজা ৪৬ ০.০ প্র/না
বিকেএসএমএ (সাদেক) কৃষক মো. সাদেক ৩৮ ০.০ প্র/না
সমৃদ্ধ বাংলাদেশ আন্দোলন মো. জাকির হোসেন ৩৮ ০.০ প্র/না
স্বতন্ত্র মো. দেলোয়ার হোসেন ৩৭ ০.০ প্র/না
স্বতন্ত্র শেখ তৌসিফ জিলানী ৩৩ ০.০ প্র/না
স্বতন্ত্র মো. মোস্তফা তালুকদার ৩০ ০.০ প্র/না
স্বতন্ত্র মোহাম্মদ ইউসুফ হারুন ২৯ ০.০ প্র/না
স্বতন্ত্র আবু সালেহ মো. কিবরিয়া ২৪ ০.০ প্র/না
সংখ্যাগরিষ্ঠতা ২১,৯৫২ ১২.৬ +৫.৯
ভোটার উপস্থিতি ১৭৩,৯৫৪ ৫৬.১ -৯.৬
আওয়ামী লীগ থেকে বিএনপি অর্জন করে

১৯৯০-এর দশকে নির্বাচন

সাধারণ নির্বাচন জুন ১৯৯৬: ঢাকা-১০[11]
দল প্রার্থী ভোট % ±%
আওয়ামী লীগ এইচবিএম ইকবাল ৭৪,২১৪ ৪৭.২ +৯.৪
বিএনপি আবদুল মান্নান ৬৩,৬৩১ ৪০.৫ -১৮.১
জাতীয় পার্টি (এ) ইসমাইল হোসেন বাঙ্গাল ১১,১১৪ ৭.১ প্র/না
জামায়াতে ইসলামী আব্দুস সালাম ৪,৯৭৩ ৩.২ প্র/না
ইসলামী ঐক্য জোট মো. ওয়ালিউল ইসলাম ৭৯৬ ০.৫ -০.১
জাকের পার্টি এম. এ. খালেক ৬২৬ ০.৪ -০.৬
স্বতন্ত্র মো. রুহুল আমিন চৌধুরী ৫৫২ ০.৪ প্র/না
শ্রমিক কৃষক সমাজবাদী দল নির্মল সেন ৩৯৪ ০.৩ প্র/না
জাতীয় দরিদ্র পার্টি মো. আব্দুল আজিজ সরকার ১৫০ ০.১ প্র/না
ন্যাপ (ভাসানী) পারভীন নাসের খান ভাসানী ১৩৩ ০.১ প্র/না
স্বতন্ত্র খালেদ শামসুল ইসলাম ১২৫ ০.১ প্র/না
বিকেএ মো. কামরুদ্দিন ১০৫ ০.১ প্র/না
স্বতন্ত্র কায়েদুজ্জামান আজাদ ৫৯ ০.০ প্র/না
স্বতন্ত্র জোবায়েদ হোসেন তুফান ৫৩ ০.০ প্র/না
ভাসানী ফ্রন্ট মমতাজ চৌধুরী ৪৫ ০.০ প্র/না
স্বতন্ত্র মো. আব্দুল খালেক ৩৭ ০.০ প্র/না
স্বতন্ত্র মো. এনামুল করিম সুজা ৩১ ০.০ প্র/না
প্রগতিশীল জাতীয়তাবাদী দল (নূরুল এ মৌওলা) এস. এম. আহসান আলী ৩০ ০.০ প্র/না
স্বতন্ত্র সৈয়দ মোতাহার হোসেন ২৭ ০.০ প্র/না
সংখ্যাগরিষ্ঠতা ১০,৫৮৩ ৬.৭ -১৪.১
ভোটার উপস্থিতি ১৫৭,০৯৫ ৬৫.৭ +১৭.৫
বিএনপি থেকে আওয়ামী লীগ অর্জন করে
সাধারণ নির্বাচন ১৯৯১: ঢাকা-১০[11]
দল প্রার্থী ভোট % ±%
বিএনপি আবদুল মান্নান ৪৫,৭১১ ৫৮.৬
আওয়ামী লীগ শেখ হাসিনা ২৯,৪৫১ ৩৭.৮
জাকের পার্টি ইদ্রিস হোসেন তালুকদার ৮১৬ ১.০
বাংলাদেশ জনতা পার্টি হারুন আর রশিদ মিঠু ৫৯৮ ০.৮
ইসলামী ঐক্য জোট আব্দুল বাসেত ৪৩৮ ০.৬
জাসদ মীর হোসেন আখতার ৪৩৫ ০.৬
জেএসডি এ. এস. এম. আব্দুর রব ২০৮ ০.৩
বাংলাদেশ ইনকিলাব পার্টি রুহুল আমিন চৌধুরী ৫৯ ০.১
জাতীয় জনতা পার্টি (আসাদ) এম. ডি. রহমান ৫৬ ০.১
বাংলাদেশ মুসলিম লীগ (কাদের) মো. হুমায়ূন কবির ৫৫ ০.১
এনডিপি মো. এনামুল করিম সুজা ৫২ ০.১
বাংলাদেশ পিপলস লীগ (গরিব এ নওয়াজ) জোবায়দা পারভীন ৪৩ ০.১
বাংলাদেশ জাতীয় কংগ্রেস সুভাষ চন্দ্র দেবনাথ ৪০ ০.১
জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল মো. জাকির হোসেন ২৯ ০.০
সংখ্যাগরিষ্ঠতা ১৬,২৬০ ২০.৮
ভোটার উপস্থিতি ৭৭,৯৯১ ৪৮.২
জাসদ থেকে বিএনপি অর্জন করে

তথ্যসূত্র

  1. এমরান হোসাইন শেখ (১০ অক্টোবর ২০১৮)। "কোন আসনে কত ভোটার"বাংলা ট্রিবিউন। ২৭ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা।
  2. "জাতীয় সংসদীয় আসনবিন্যাস (২০১৩) গেজেট" (PDF)বাংলাদেশ নির্বাচন কমিশন। ১৬ জুন ২০১৫ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৫
  3. "১ম জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (PDF)বাংলাদেশ সংসদ। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪
  4. "২য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (PDF)বাংলাদেশ সংসদ। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪
  5. "৩য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (PDF)বাংলাদেশ সংসদ। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪
  6. "৪র্থ জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (PDF)বাংলাদেশ সংসদ। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪
  7. "১৫৩ আসনে জয়ী যারা"দৈনিক সমকাল। ৪ জানুয়ারি ২০১৪। ৬ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ ডিসেম্বর ২০১৮
  8. "৯ম জাতীয় সংসদ নির্বাচন" (PDF)বাংলাদেশ নির্বাচন কমিশন। ২৮ নভেম্বর ২০১৮ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৮
  9. "মনোনয়ন জমাদানের তালিকা"বাংলাদেশ নির্বাচন কমিশন। ১১ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৮
  10. জাহান, রওনক (২০০৫)। "Bangladesh"। রেপুচ্চি, সারাহ; ওয়াকার, ক্রিস্টোফার। Countries at the Crossroads: A Survey of Democratic Governance [সংযোগস্থলে দেশসমূহ: গণতান্ত্রিক শাসনের একটি জরিপ] (ইংরেজি ভাষায়)। রোম্যান অ্যন্ড লিটলফিল্ড। পৃষ্ঠা ৬৭–৬৮। আইএসবিএন 978-0-7425-4972-2।
  11. "Parliament Election Result of 1991,1996,2001 Bangladesh Election Information and Statistics"ভোট মনিটর নেটওয়ার্ক (ইংরেজি ভাষায়)। ২৮ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৮

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.