জামালপুর-৪
জামালপুর-৪ হল বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি জামালপুর জেলায় অবস্থিত জাতীয় সংসদের ১৪১নং আসন।
জামালপুর-৪ | |
---|---|
জাতীয় সংসদ-এর নির্বাচনী এলাকা | |
![]() | |
জেলা | জামালপুর জেলা |
বিভাগ | ময়মনসিংহ বিভাগ |
নির্বাচকমণ্ডলী | ২,৫২,৬৫২ (২০১৮)[1] |
বর্তমান নির্বাচনী এলাকা | |
দল | বাংলাদেশ আওয়ামী লীগ |
বর্তমান সাংসদ | মুরাদ হাসান |
সীমানা
জামালপুর-৪ আসনটি জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলা এবং জামালপুর সদর উপজেলার তিতপল্লা ইউনিয়ন ও মেষ্টা ইউনিয়ন নিয়ে গঠিত।[2]
নির্বাচিত সাংসদ
নির্বাচন
২০১০-এর দশকে নির্বাচন
সাধারণ নির্বাচন ২০১৪: জামালপুর-৪[6] | ||||||
---|---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
জাতীয় পার্টি (এ) | মামুনুর রশিদ | ৪৯,২৫৫ | ৭৪.২ | প্র/না | ||
বিএনএফ | মোস্তফা বাবুল | ১৭,১২৪ | ২৫.৮ | প্র/না | ||
সংখ্যাগরিষ্ঠতা | ৩২,১৩১ | ৪৮.৪ | +২৯.৪ | |||
ভোটার উপস্থিতি | ৬৬,৩৭৯ | ২৪.৯ | -৬৩.৯ | |||
আওয়ামী লীগ থেকে জাতীয় পার্টি (এ) অর্জন করে | ||||||
২০০০-এর দশকে নির্বাচন
সাধারণ নির্বাচন ২০০৮: জামালপুর-৪[7][8] | ||||||
---|---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
আওয়ামী লীগ | মুরাদ হাসান | ১২৬,৪৩৩ | ৫৯.৪ | +১৬.০ | ||
বিএনপি | ফরিদুল কবির তালুকদার শামিম | ৮৫,৯৫৫ | ৪০.৪ | -৩.০ | ||
কৃষক শ্রমিক জনতা লীগ | হাবিবুর রহমান তালুকদার | ৫৪০ | ০.৩ | +০.৩ | ||
সংখ্যাগরিষ্ঠতা | ৪০,৪৭৮ | ১৯.০ | +৭.০ | |||
ভোটার উপস্থিতি | ২১২,৯২৮ | ৮৮.৮ | +১২.০ | |||
বিএনপি থেকে আওয়ামী লীগ অর্জন করে | ||||||
সাধারণ নির্বাচন ২০০১: জামালপুর-৪[9] | ||||||
---|---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
বিএনপি | আনোয়ারুল কবির তালুকদার | ৮৯,৪১৪ | ৫৫.৪ | +১০.২ | ||
আওয়ামী লীগ | মোঃ নুরুল ইসলাম | ৭০,০৬২ | ৪৩.৪ | -৮.১ | ||
স্বতন্ত্র | মোঃ আবুল হোসেন | ৮৭৫ | ০.৫ | প্র/না | ||
ইসলামী জাতীয় ঐক্যফ্রন্ট | মোহাম্মদ খলিলুর রহমান সিদ্দিকি | ৭৭৬ | ০.৫ | প্র/না | ||
কমিউনিস্ট পার্টি | মোঃ মুনির উদ্দিন | ২১৩ | ০.১ | প্র/না | ||
কৃষক শ্রমিক জনতা লীগ | মো: হরুনুর রশীদ | ৭৪ | ০.০ | প্র/না | ||
স্বতন্ত্র | মো: সামসুল হক | ৬৪ | ০.০ | প্র/না | ||
সংখ্যাগরিষ্ঠতা | ১৯,৩৫২ | ১২.০ | +৫.৭ | |||
ভোটার উপস্থিতি | ১৬১,৪৭৮ | ৭৬.৮ | +২.০ | |||
আওয়ামী লীগ থেকে বিএনপি অর্জন করে | ||||||
১৯৯০-এর দশকে নির্বাচন
সাধারণ নির্বাচন জুন ১৯৯৬: জামালপুর-৪[9] | ||||||
---|---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
আওয়ামী লীগ | মোঃ নুরুল ইসলাম | ৬৩,৩৭৯ | ৫১.৫ | +১১.০ | ||
বিএনপি | আব্দুস সালাম তালুকদার | ৫৫,৬৬৯ | ৪৫.২ | -১০.৪ | ||
জাতীয় পার্টি (এ) | মো: মোজাম্মেল হক | ২,৪৫০ | ২.০ | +১.১ | ||
জামায়াতে ইসলামী | মোহাম্মদ আব্দুল আওয়াল | ১,১৮২ | ১.০ | -০.৭ | ||
স্বতন্ত্র | আব্দুস সামাদ | ২৭৮ | ০.২ | প্র/না | ||
জাকের পার্টি | খন্দকার নুরুজ্জামান | ১৫৫ | ০.১ | প্র/না | ||
সংখ্যাগরিষ্ঠতা | ৭,৭১০ | ৬.৩ | -৮.৮ | |||
ভোটার উপস্থিতি | ১২৩,১১৩ | ৭৪.৮ | +২০.৮ | |||
বিএনপি থেকে আওয়ামী লীগ অর্জন করে | ||||||
সাধারণ নির্বাচন ১৯৯১: জামালপুর-৪[9] | ||||||
---|---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
বিএনপি | আব্দুস সালাম তালুকদার | ৪৬,১৫২ | ৫৫.৬ | |||
আওয়ামী লীগ | মতিয়ার রহমান | ৩৩,৬১১ | ৪০.৫ | |||
জামায়াতে ইসলামী | আনসার উদ্দিন | ১,৪১২ | ১.৭ | |||
জাতীয় পার্টি (এ) | শামসুল ইসলাম মঞ্জু | ৭৮৪ | ০.৯ | |||
বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (খালেকুজ্জামান) | সুরুজ্জামান আকন্দ | ৬৫২ | ০.৮ | |||
জেএসডি | এম এল ফারুক | ৩৩০ | ০.৪ | |||
সংখ্যাগরিষ্ঠতা | ১২,৫৪১ | ১৫.১ | ||||
ভোটার উপস্থিতি | ৮২,৯৪১ | ৫৪.০ | ||||
[[|প্রযোজ্য নয়]] থেকে বিএনপি অর্জন করে | ||||||
তথ্যসূত্র
- এমরান হোসাইন শেখ (১০ অক্টোবর ২০১৮)। "কোন আসনে কত ভোটার"। বাংলা ট্রিবিউন। ২৭ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা।
- "জাতীয় সংসদীয় আসনবিন্যাস (২০১৩) গেজেট" (PDF)। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১৬ জুন ২০১৫ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৫।
- "২য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (PDF)। বাংলাদেশ সংসদ। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- "৩য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (PDF)। বাংলাদেশ সংসদ। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- "৪র্থ জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (PDF)। বাংলাদেশ সংসদ। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- "Jamalpur-4"। বাংলাদেশের নির্বাচনের ফলাফল ২০১৪ (ইংরেজি ভাষায়)। ঢাকা ট্রিবিউন। ৯ আগস্ট ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০১৮।
- "৯ম জাতীয় সংসদ নির্বাচন" (PDF)। বাংলাদেশ নির্বাচন কমিশন। ২৮ নভেম্বর ২০১৮ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৮।
- "মনোনয়ন জমাদানের তালিকা"। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১১ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৮।
- "Parliament Election Result of 1991,1996,2001 Bangladesh Election Information and Statistics"। ভোট মনিটর নেটওয়ার্ক (ইংরেজি ভাষায়)। ২৮ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৮।
বহিঃসংযোগ
- সেফোস "গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ" (ইংরেজি)
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.