রংপুর-৫

রংপুর-৫ হল বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি রংপুর জেলায় অবস্থিত জাতীয় সংসদের ২৩নং আসন।

রংপুর-৫
জাতীয় সংসদ-এর
নির্বাচনী এলাকা
জেলারংপুর জেলা
বিভাগরংপুর বিভাগ
নির্বাচকমণ্ডলী৩,৮৬,৪১৪ (২০১৮)[1]
বর্তমান নির্বাচনী এলাকা
সৃষ্ট১৯৭৩
দলবাংলাদেশ আওয়ামী লীগ
বর্তমান সাংসদএইচ এন আশিকুর রহমান

সীমানা

রংপুর-৫ আসন রংপুর জেলার মিঠাপুকুর উপজেলা নিয়ে গঠিত।[2]

নির্বাচিত সাংসদ

নির্বাচনসদস্যদল
১৯৭৩ আবিদ আলী বাংলাদেশ আওয়ামী লীগ[3]
১৯৭৯ কাজী নুরুজ্জামান বাংলাদেশ জাতীয়তাবাদী দল[4]
১৯৮৬ এইচ এন আশিকুর রহমান বাংলাদেশ আওয়ামী লীগ[5]
১৯৮৮ মোহাম্মদ হারিজ উদ্দিন সরকার [6]
১৯৯১ হুসেইন মুহাম্মদ এরশাদ জাতীয় পার্টি (এরশাদ)
১৯৯১ উপ-নির্বাচন মিজানুর রহমান চৌধুরী জাতীয় পার্টি (এরশাদ)
ফেব্রুয়ারি ১৯৯৬ বাংলাদেশ জাতীয়তাবাদী দল
জুন ১৯৯৬ হুসেইন মুহাম্মদ এরশাদ জাতীয় পার্টি (এরশাদ)
সেপ্টেম্বর ১৯৯৬ উপ-নির্বাচন এইচ এন আশিকুর রহমান বাংলাদেশ আওয়ামী লীগ
২০০১ শাহ্ সোলায়মান আলম ফকির ইসলামী জাতীয় ঐক্যফ্রন্ট
২০০৮ এইচ এন আশিকুর রহমান বাংলাদেশ আওয়ামী লীগ
২০১৪ এইচ এন আশিকুর রহমান বাংলাদেশ আওয়ামী লীগ
২০১৮ এইচ এন আশিকুর রহমান বাংলাদেশ আওয়ামী লীগ

নির্বাচন

২০১০-এর দশকে নির্বাচন

বিরোধীদলগুলি ২০১৪ সালের সাধারণ নির্বাচন বর্জন করে তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নিলে এইচ এন আশিকুর রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।[7]

২০০০-এর দশকে নির্বাচন

সাধারণ নির্বাচন ২০০৮: রংপুর-৫[8][9]
দল প্রার্থী ভোট % ±%
আওয়ামী লীগ এইচ এন আশিকুর রহমান ১২৪,৬৮৪ ৪৩.৯ +১১.৬
জাতীয় পার্টি (এ) এসএম ফখর-উজ-জামান ১০০,৩৪৮ ৩৫.৪ প্র/না
জামায়াতে ইসলামী শাহ মোঃ হাফিজুর রহমান ৫৬,০৫৩ ১৯.৮ -২.৯
ইসলামী আন্দোলন আব্দুল গনি ১,৫৪২ ০.৫ প্র/না
বাসদ মোঃ মোমিনুল ইসলাম ৮৭১ ০.৩ প্র/না
প্রগদ মোঃ রফিকুল ইসলাম সরকার ২৭৭ ০.১ প্র/না
সংখ্যাগরিষ্ঠতা ২৪,৩৩৬ ৮.৬ -২.৭
ভোটার উপস্থিতি ২৮৩,৭৭৫ ৯০.৪ +৭.৯
ইসলামী জাতীয় ঐক্যফ্রন্ট থেকে আওয়ামী লীগ অর্জন করে
সাধারণ নির্বাচন ২০০১: রংপুর-৫[10]
দল প্রার্থী ভোট % ±%
ইসলামী জাতীয় ঐক্যফ্রন্ট শাহ মোঃ সোলায়মান আলম ১০১,৯৫৬ ৪৩.৬
আওয়ামী লীগ এইচ এন আশিকুর রহমান ৭৫,৬০৮ ৩২.৩
জামায়াতে ইসলামী আবু বকর ওয়াহেদি ৫৩,১৭৯ ২২.৭
কমিউনিস্ট পার্টি মোঃ শামসুজ্জামান ১,২৫৫ ০.৫
জেপি (মঞ্জু) মোস্তাফিজুর রহমান ৮৭১ ০.৪
স্বতন্ত্র মোঃ রুস্তম আলী ৩৫৬ ০.২
স্বতন্ত্র মোঃ কামরুজ্জামান ২৫৫ ০.১
স্বতন্ত্র মোঃ নজমুচ সাকিব প্রধান ২২৮ ০.১
স্বতন্ত্র তাজুল কবির চৌধুরী ৭৫ ০.০
স্বতন্ত্র মোঃ কামরুল হাসান ৫০ ০.০
সংখ্যাগরিষ্ঠতা ২৬,৩৪৮ ১১.৩
ভোটার উপস্থিতি ২৩৩,৮৩৩ ৮২.৫
আওয়ামী লীগ থেকে ইসলামী জাতীয় ঐক্যফ্রন্ট অর্জন করে

১৯৯০-এর দশকে নির্বাচন

জুন ১৯৯৬ সালের সাধারণ নির্বাচনে হুসেইন মুহাম্মদ এরশাদ পাঁচটি আসনে দাড়ান: রংপুর-২,[11] রংপুর-৩,[12] রংপুর-৫,[10] রংপুর-৬,[13] ও কুডিগ্রাম-৩।[14] সবগুলি আসনে জয়ী হবার পর, তিনি রংপুর-৩ আসনকে প্রতিনিধিত্ব করার জন্য বেছে নেন; এর ফলে বাকী চার আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়। ১৯৯৬ সালের উপ-নির্বাচনে এইচ এন আশিকুর রহমান নির্বাচিত হন।[15]

সাধারণ নির্বাচন জুন ১৯৯৬: রংপুর-৫[10]
দল প্রার্থী ভোট % ±%
জাতীয় পার্টি (এ) হুসেইন মুহাম্মদ এরশাদ ৮৭,৩৮৭ ৫১.৫
আওয়ামী লীগ এইচ এন আশিকুর রহমান ৫০,৮৩৯ ৩০.০
জামায়াতে ইসলামী আবু মোজাফফর আহমেদ ২৪,৫৩১ ১৪.৫
বিএনপি মোঃ নুরুল হুদা ৩,৩০৫ ২.০
গণতন্ত্রী পার্টি মোঃ শামসুজ্জামান ১,২৬৩ ০.৭
জাকের পার্টি মোঃ তাসলিম প্রধান ১,০২০ ০.৬
স্বতন্ত্র মোজাম্মেল হোসেন ৩৩৭ ০.২
ফ্রিডম পার্টি মোঃ মজিবুর রহমান সরকার ৩২৬ ০.২
স্বতন্ত্র গোলাম মোহাম্মদ কাদের ৩১০ ০.২
স্বতন্ত্র মোঃ নজমুচ সাকিব প্রধান ২৪২ ০.১
সংখ্যাগরিষ্ঠতা ৩৬,৫৪৮ ২১.৬
ভোটার উপস্থিতি ১৬৯,৫৭০ ৭৪.১
জাতীয় পার্টি (এ) নির্বাচনী এলাকা ধরে রাখে

১৯৯১ সালের সাধারণ নির্বাচনে হুসেন মুহাম্মদ এরশাদ জেল থেকে পাঁচটি আসনের নির্বাচনে দাড়ান: রংপুর-১,[16] রংপুর-২,[11] রংপুর-৩,[12] রংপুর-৫,[10]রংপুর-৬[13] সবগুলি আসনে জয়লাভের পর তিনি রংপুর-৩ আসনকে প্রতিনিধিত্ব করার বেছে নেন, ফলে বাকি চার আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়।[17] ১৯৯১ সালের উপ-নির্বাচনে মিজানুর রহমান চৌধুরী নির্বাচিত হন।

সাধারণ নির্বাচন ১৯৯১: রংপুর-৫[10]
দল প্রার্থী ভোট % ±%
জাতীয় পার্টি (এ) হুসেইন মুহাম্মদ এরশাদ ৭১,১৩২ ৫০.২
আওয়ামী লীগ এইচ এন আশিকুর রহমান ৩৮,৮১০ ২৭.৪
জামায়াতে ইসলামী আবু বকর ওয়াহেদি ২৫,৪২৫ ১৮.০
বিএনপি মোঃ নুরুল হুদা ৩,০৬৬ ২.২
জাকের পার্টি মোঃ তাসলিম প্রধান ২,০০০ ১.৪
কমিউনিস্ট পার্টি মোঃ আহমুদ আলী ৪০৮ ০.৩
ফ্রিডম পার্টি মোঃ মজিবুর রহমান সরকার ৩৬৫ ০.৩
স্বতন্ত্র মোঃ শাহজাহান মণ্ডল ৩৫১ ০.২
সংখ্যাগরিষ্ঠতা ৩২,৩২২ ২২.৮
ভোটার উপস্থিতি ১৪১,৫৫৭ ৬১.৩
[[|প্রযোজ্য নয়]] থেকে জাতীয় পার্টি (এ) অর্জন করে

তথ্যসূত্র

  1. এমরান হোসাইন শেখ (১০ অক্টোবর ২০১৮)। "কোন আসনে কত ভোটার"বাংলা ট্রিবিউন। ২৭ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা।
  2. "জাতীয় সংসদীয় আসনবিন্যাস (২০১৩) গেজেট" (PDF)। নির্বাচন কমিশন বাংলাদেশ। ১৬ জুন ২০১৫ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৫
  3. "১ম জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (PDF)বাংলাদেশ সংসদ। সংগ্রহের তারিখ ১৩ ফেব্রুয়ারি ২০১৮
  4. "২য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (PDF)বাংলাদেশ সংসদ। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪
  5. "৩য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (PDF)বাংলাদেশ সংসদ। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪
  6. "৪র্থ জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (PDF)বাংলাদেশ সংসদ। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪
  7. "১৫৩ আসনে জয়ী যারা"দৈনিক সমকাল। ৪ জানুয়ারি ২০১৪। ৬ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ ডিসেম্বর ২০১৮
  8. "৯ম জাতীয় সংসদ নির্বাচন" (PDF)বাংলাদেশ নির্বাচন কমিশন। ২৮ নভেম্বর ২০১৮ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৮
  9. "মনোনয়ন জমাদানের তালিকা"বাংলাদেশ নির্বাচন কমিশন। ১১ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৮
  10. "Parliament Election Result of 1991,1996,2001 Bangladesh Election Information and Statistics"ভোট মনিটর নেটওয়ার্ক (ইংরেজি ভাষায়)। ২৪ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৮
  11. "Parliament Election Result of 1991,1996,2001 Bangladesh Election Information and Statistics"ভোট মনিটর নেটওয়ার্ক (ইংরেজি ভাষায়)। ২৪ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৮
  12. "Parliament Election Result of 1991,1996,2001 Bangladesh Election Information and Statistics"ভোট মনিটর নেটওয়ার্ক (ইংরেজি ভাষায়)। ২৪ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৮
  13. "Parliament Election Result of 1991,1996,2001 Bangladesh Election Information and Statistics"ভোট মনিটর নেটওয়ার্ক (ইংরেজি ভাষায়)। ২৪ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৮
  14. "Parliament Election Result of 1991,1996,2001 Bangladesh Election Information and Statistics"ভোট মনিটর নেটওয়ার্ক (ইংরেজি ভাষায়)। ২৯ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৮
  15. "৭ম জাতীয় সংসদ সদস্যদের তালিকা"বাংলাদেশ সংসদ। সংগ্রহের তারিখ ৬ মার্চ ২০১৮
  16. "Parliament Election Result of 1991,1996,2001 Bangladesh Election Information and Statistics"ভোট মনিটর নেটওয়ার্ক (ইংরেজি ভাষায়)। ২৪ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৮
  17. "৫ম জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (PDF)বাংলাদেশ সংসদ। সংগ্রহের তারিখ ২৪ মার্চ ২০১৮

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.