ঠাকুরগাঁও-২
ঠাকুরগাঁও-২ হল বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি ঠাকুরগাঁও জেলায় অবস্থিত বাংলাদেশ জাতীয় সংসদের ৪র্থ ও জেলার ২য় সংসদীয় আসন।
ঠাকুরগাঁও-২ | |
---|---|
জাতীয় সংসদ-এর নির্বাচনী এলাকা | |
![]() | |
জেলা | ঠাকুরগাঁও জেলা |
বিভাগ | রংপুর বিভাগ |
নির্বাচকমণ্ডলী | ২,৭৩,৪১৪ (২০১৮)[1] |
বর্তমান নির্বাচনী এলাকা | |
সৃষ্ট | ১৯৮৪ |
দল | বাংলাদেশ আওয়ামী লীগ |
বর্তমান সাংসদ | দবিরুল ইসলাম |
সীমানা
ঠাকুরগাঁও-২ আসনটি ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলা, হরিপুর উপজেলা এবং রানীশংকাইল উপজেলার ধর্মগড় ইউনিয়ন ও কাশিপুর ইউনিয়ন নিয়ে গঠিত।[2][3]
ইতিহাস
ঠাকুরগাঁও-২ নির্বাচনী এলাকা ১৯৮৪ সালে গঠিত হয়, যখন বৃহত্তর দিনাজপুর জেলাকে বিভক্ত করে তিনটি (দিনাজপুর, ঠাকুরগাও ও পঞ্চগড়) জেলায় ভাগ করা হয়েছিল।[4]
নির্বাচিত সাংসদ
নির্বাচনী ফলাফল
২০১০-এর দশকে
২০১৪ সাধারণ নির্বাচনে বিএনপিসহ বিরোধীদলগুলো নির্বাচন বয়কট করলে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহজোট একক নির্বাচন করে, ফলে নির্বাচনে দবিরুল ইসলাম পুনরায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হয়।[7]
২০০০-এর দশকে
সাধারণ নির্বাচন ২০০৮: ঠাকুরগাঁও-২[8] | |||||
---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | |
আওয়ামী লীগ | দবিরুল ইসলাম | ১০২,৮৩৩ | ৫০.৮ | +১২.০ | |
জামায়াতে ইসলামী | আব্দুল হাকিম | ৯৮,৪৫৬ | ৪৮.৭ | +১৩.২ | |
স্বতন্ত্র | শিরিন আক্তার বানু | ১,০৫২ | ০.৫ | প্র/না | |
সংখ্যাগরিষ্ঠতা | ৪,৩৭৭ | ২.০ | -১.৩ | ||
ভোটার উপস্থিতি | ২০২,৩৪১ | ৯২.৭ | +৪.৮ | ||
আওয়ামী লীগ নির্বাচনী এলাকা ধরে রাখে | |||||
সাধারণ নির্বাচন ২০০১: ঠাকুরগাঁও-২[9] | |||||
---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | |
আওয়ামী লীগ | দবিরুল ইসলাম | ৬২,৪৮৩ | ৩৮.৮ | -৩.৫ | |
জামায়াতে ইসলামী | আব্দুল হাকিম | ৫৭,১৯৬ | ৩৫.৫ | +২২.৪ | |
স্বতন্ত্র | মো: নুরুল ইসলম | ২৪,০৮১ | ১৪.৯ | প্র/না | |
ইসলামী জাতীয় ঐক্যফ্রন্ট | সুরেশ চন্দ্র সিংহ | ১৬,৫৬৫ | ১০.৩ | প্র/না | |
স্বতন্ত্র | একেএম এনায়েত আলী | ৪৩৪ | ০.৩ | প্র/না | |
কমিউনিস্ট পার্টি | মোঃ মহসিন সরকার | ৩৩৯ | ০.২ | -০.৪ | |
সংখ্যাগরিষ্ঠতা | ৫,২৮৭ | ৩.৩ | -১৩.৮ | ||
ভোটার উপস্থিতি | ১৬১,১২৮ | ৮৭.৯ | +১২.৬ | ||
আওয়ামী লীগ নির্বাচনী এলাকা ধরে রাখে | |||||
১৯৯০-এর দশকে
সাধারণ নির্বাচন, জুন ১৯৯৬: ঠাকুরগাঁও-২[9] | ||||||
---|---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
আওয়ামী লীগ | দবিরুল ইসলাম | ৪৮,৩৪৪ | ৪২.৩ | প্র/না | ||
জাতীয় পার্টি (এ) | মোঃ আসাদুজ্জামান | ২৮,৭৫৭ | ২৫.১ | +১০.৯ | ||
বিএনপি | মোঃ জুলফিকার মুর্তুজা চৌধুরী | ২১,৩১৪ | ১৮.৬ | +০.২ | ||
জামায়াতে ইসলামী | আব্দুল হাকিম | ১৪,৯৩৩ | ১৩.১ | -৪.৮ | ||
কমিউনিস্ট পার্টি | মোঃ মহসিন সরকার | ৬৭৩ | ০.৬ | -৪৭.৫ | ||
জাকের পার্টি | মোঃ সামসুদ্দিন | ৩৮৮ | ০.৩ | ০.০ | ||
সংখ্যাগরিষ্ঠতা | ১৯,৫৮৭ | ১৭.১ | -১২.৭ | |||
ভোটার উপস্থিতি | ১১৪,৪০৯ | ৭৫.৩ | +৯.৮ | |||
কমিউনিস্ট পার্টি থেকে আওয়ামী লীগ অর্জন করে | ||||||
সাধারণ নির্বাচন ১৯৯১: ঠাকুরগাঁও-২[9] | ||||||
---|---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
কমিউনিস্ট পার্টি | দবিরুল ইসলাম | ৪৬,৪৫২ | ৪৮.১ | |||
বিএনপি | মোঃ আলতাফুর রহমান | ১৭,৭০৭ | ১৮.৪ | |||
জামায়াতে ইসলামী | আব্দুল হাকিম | ১৭,২৮৮ | ১৭.৯ | |||
জাতীয় পার্টি (এ) | মো: আব্দুল করিম | ১৩,৭২০ | ১৪.২ | |||
স্বতন্ত্র | মোঃ নুর কুতুব আলম | ৬৪০ | ০.৭ | |||
জাকের পার্টি | মো: আ: জব্বার সরকার | ৩২৩ | ০.৩ | |||
ফ্রিডম পার্টি | বদরুল আলম চৌধুরী | ২৭০ | ০.৩ | |||
স্বতন্ত্র | রমেশ চন্দ্র সেন | ৮৯ | ০.১ | |||
সংখ্যাগরিষ্ঠতা | ২৮,৭৪৫ | ২৯.৮ | ||||
ভোটার উপস্থিতি | ৯৬,৪৮৯ | ৬৫.৫ | ||||
[[|প্রযোজ্য নয়]] থেকে কমিউনিস্ট পার্টি অর্জন করে | ||||||
টীকা
- এমরান হোসাইন শেখ (১০ অক্টোবর ২০১৮)। "কোন আসনে কত ভোটার"। বাংলা ট্রিবিউন। ২৭ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা।
- "জাতীয় সংসদীয় আসনবিন্যাস (২০১৩) গেজেট" (PDF)। নির্বাচন কমিশন বাংলাদেশ। ১৬ জুন ২০১৫ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৫।
- "জাতীয় সংসদীয় আসনপূর্ণবিন্যাস (২০১৮) গেজেট" (PDF)। বাংলাদেশ নির্বাচন কমিশন। ৩০ এপ্রিল ২০১৮। ৭ মে ২০১৮ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ মে ২০১৮।
- "District Statistics 2011: Dinajpur" (PDF)। পরিসংখ্যান ব্যুরো বাংলাদেশ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৫ ফেব্রুয়ারি ২০১৮।
- "৩য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (PDF)। বাংলাদেশ সংসদ। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- "৪র্থ জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (PDF)। বাংলাদেশ সংসদ। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- "১৫৩ আসনে জয়ী যারা"। দৈনিক সমকাল। ৪ জানুয়ারি ২০১৪। ৬ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ ডিসেম্বর ২০১৮।
- "মনোনয়ন জমাদানের তালিকা"। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১১ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৮।
- "Parliament Election Result of 1991,1996,2001 Bangladesh Election Information and Statistics"। ভোট মনিটর নেটওয়ার্ক (ইংরেজি ভাষায়)। ২২ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৮।
বহিঃসংযোগ
- সেফোস "গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ" (ইংরেজি)
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.