চট্টগ্রাম-১০
চট্টগ্রাম-১০ হল বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি চট্টগ্রাম জেলায় অবস্থিত জাতীয় সংসদের ২৮৭নং আসন।
চট্টগ্রাম-১০ | |
---|---|
জাতীয় সংসদ-এর নির্বাচনী এলাকা | |
![]() | |
জেলা | চট্টগ্রাম জেলা |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
নির্বাচকমণ্ডলী | ৪,৬৯,২৪৬ (২০১৮)[1] |
বর্তমান নির্বাচনী এলাকা | |
সৃষ্ট | ১৯৭৩ |
দল | বাংলাদেশ আওয়ামী লীগ |
বর্তমান সাংসদ | আফছারুল আমীন |
সীমানা
চট্টগ্রাম-১০ আসনটি চট্টগ্রাম শহরের চট্টগ্রাম সিটি কর্পোরেশন ০৮, ১১, ১২, ১৩, ১৪, ২৪, ২৫ ও ২৬ নং ওয়ার্ড নিয়ে গঠিত।[2]
নির্বাচিত সাংসদ
নির্বাচন | সদস্য | দল | |
---|---|---|---|
১৯৭৩ | আবুল কাসেম | বাংলাদেশ আওয়ামী লীগ[3] | |
১৯৭৯ | সিরাজুল ইসলাম | বাংলাদেশ জাতীয়তাবাদী দল[4] | |
১৯৮৬ | মঞ্জুর মোরশেদ খান | বাংলাদেশ আওয়ামী লীগ[5] | |
১৯৮৮ | বেগম কামরুন নাহার জাফর | [6] | |
১৯৯১ | সিরাজুল ইসলাম | বাংলাদেশ জাতীয়তাবাদী দল | |
ফেব্রুয়ারি ১৯৯৬ | এম মোরশেদ খান | বাংলাদেশ জাতীয়তাবাদী দল | |
জুন ১৯৯৬ | মোরশেদ খান | বাংলাদেশ জাতীয়তাবাদী দল | |
২০০১ | মোরশেদ খান | বাংলাদেশ জাতীয়তাবাদী দল | |
২০০৮ | এম. আবদুল লতিফ | বাংলাদেশ আওয়ামী লীগ | |
২০১৪ | আফছারুল আমীন | বাংলাদেশ আওয়ামী লীগ | |
২০১৮ | আফছারুল আমীন | বাংলাদেশ আওয়ামী লীগ |
নির্বাচন
২০১০-এর দশকে নির্বাচন
বিরোধীদলগুলি ২০১৪ সাধারণ নির্বাচন বর্জন করে তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নিলে আফছারুল আমীন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।[7]
২০০০-এর দশকে নির্বাচন
সাধারণ নির্বাচন ২০০৮: চট্টগ্রাম-১০[8][9] | ||||||
---|---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
আওয়ামী লীগ | এম. আবদুল লতিফ | ১৬৪,৫৯১ | ৫১.৬ | +৯.১ | ||
বিএনপি | আমির খসরু মাহমুদ চৌধুরী | ১৪১,৯৪৬ | ৪৪.৫ | -৮.৪ | ||
ইসলামী আন্দোলন | মো. লোকমান | ২,৬২৮ | ০.৮ | প্র/না | ||
স্বতন্ত্র | জাহাঙ্গীর আলম চৌধুরী | ২,৫০৯ | ০.৮ | প্র/না | ||
গণফোরাম | মো. জানে আলম | ১,৮৫৩ | ০.৬ | প্র/না | ||
বাংলাদেশ কল্যাণ পার্টি | মো. শাহাজাদা আলম | ১,৭৫৬ | ০.৬ | প্র/না | ||
স্বতন্ত্র | মঈন উদ্দিন চৌধুরী | ১,৪২১ | ০.৪ | প্র/না | ||
বাসদ | মো. মহিন উদ্দিন | ১,২৮০ | ০.৪ | প্র/না | ||
বিকল্পধারা | আহমেদ নবী চৌধুরী | ৫৭২ | ০.২ | প্র/না | ||
স্বতন্ত্র | মো মোস্তফা কামাল | ২০৪ | ০.১ | প্র/না | ||
সংখ্যাগরিষ্ঠতা | ২২.৬৪৫ | ৭.১ | -৩.২ | |||
ভোটার উপস্থিতি | ৩১৮,৭৬০ | ৬৫.৭ | -১.৫ | |||
বিএনপি থেকে আওয়ামী লীগ অর্জন করে | ||||||
সাধারণ নির্বাচন ২০০১: চট্টগ্রাম-১০[10] | |||||
---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | |
বিএনপি | মোরশেদ খান | ১১২,৩০৮ | ৫২.৯ | -৬.১ | |
আওয়ামী লীগ | এসএম আবুল কালাম | ৯০,৩৮০ | ৪২.৫ | -১.৬ | |
ইসলামী ফ্রন্ট | আবুল কাশেম নূরী | ৪,২১০ | ২.০ | +১.০ | |
ইসলামী জাতীয় ঐক্যফ্রন্ট | মোহাম্মদ আমান উল্লাহ | ২,৬৩৩ | ১.২ | প্র/না | |
স্বতন্ত্র | নাসির উদ্দিন ভূঁইয়া | ৭৭২ | ০.৪ | প্র/না | |
স্বতন্ত্র | মোহাম্মদ হোসেন চৌধুরী | ৬৩৮ | ০.৩ | প্র/না | |
স্বতন্ত্র | মো. জামাল উদ্দিন খান | ৬৩৪ | ০.৩ | প্র/না | |
স্বতন্ত্র | আহমেদ হোসেন | ৪৭৩ | ০.২ | প্র/না | |
লিবারেল পার্টি | মো আজিজুল হক | ১৮৪ | ০.১ | প্র/না | |
জেপি (মঞ্জু) | আবুল কালাম আজাদ | ১৩৩ | ০.১ | প্র/না | |
স্বতন্ত্র | সৈয়দ শামীম আহমেদ | ৬৭ | ০.০ | প্র/না | |
সংখ্যাগরিষ্ঠতা | ২১,৯২৮ | ১০.৩ | +৭.৭ | ||
ভোটার উপস্থিতি | ২১২,৪৩২ | ৬৭.২ | -৬.৫ | ||
বিএনপি নির্বাচনী এলাকা ধরে রাখে | |||||
১৯৯০-এর দশকে নির্বাচন
সাধারণ নির্বাচন জুন ১৯৯৬: চট্টগ্রাম-১০[10] | |||||
---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | |
বিএনপি | মোরশেদ খান | ৮১,৭১৪ | ৪৬.৮ | +০.৫ | |
আওয়ামী লীগ | নুরুল ইসলাম | ৭৭,০৮৮ | ৪৪.১ | +১.৭ | |
জাতীয় পার্টি (এ) | মো. আলম | ৬,৪৯৩ | ৩.৭ | -১.৩ | |
জামায়াতে ইসলামী | সওকত ওসমান চৌধুরী | ৬,৪৩৩ | ৩.৭ | প্র/না | |
ইসলামী ফ্রন্ট | সোলাইমান ফরিদ | ১,৭৫২ | ১.০ | -১.৩ | |
জাকের পার্টি | দীন মোহাম্মদ | ৫০২ | ০.৩ | +০.২ | |
ইসলামী ঐক্য জোট | মো. আবদুর রহিম মোল্লা | ৪০১ | ০.২ | প্র/না | |
গণফোরাম | মো. নজরুল ইসলাম | ১৮৫ | ০.১ | প্র/না | |
স্বতন্ত্র | সৈয়দ শামীম আহমেদ | ১০৮ | ০.১ | প্র/না | |
সংখ্যাগরিষ্ঠতা | ৪,৬২৬ | ২.৬ | -১.৪ | ||
ভোটার উপস্থিতি | ১৭৪,৬৭৬ | ৭৩.৭ | +২১.৯ | ||
বিএনপি নির্বাচনী এলাকা ধরে রাখে | |||||
সাধারণ নির্বাচন ১৯৯১: চট্টগ্রাম-১০[10] | ||||||
---|---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
বিএনপি | সিরাজুল ইসলাম | ৫১,১৩৪ | ৪৬.৩ | |||
আওয়ামী লীগ | নুরুল ইসলাম | ৪৬,৭৫৭ | ৪২.৪ | |||
জাতীয় পার্টি (এ) | হারুন অব রশিদ | ৫,৫৫৮ | ৫.০ | |||
বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মাহবুব) | মঈন উদ্দিন খান | ২,৭৭৬ | ২.৫ | |||
ইসলামী ফ্রন্ট | মাহবুব আলম | ২,৪৮৮ | ২.৩ | |||
ন্যাপ (মুজাফফর) | চিত্তা রঞ্জন দাশ গুপ্ত | ৭৭২ | ০.৭ | |||
ফ্রিডম পার্টি | নিজামুল করিম | ১৯৫ | ০.২ | |||
জেএসডি | নজরুল ইসলাম | ১৯৪ | ০.২ | |||
স্বতন্ত্র | প্রবীর কুমার চৌধুরী | ১৩০ | ০.১ | |||
জাকের পার্টি | কামাল উদ্দিন | ১২৮ | ০.১ | |||
কমিউনিস্ট পার্টি | মনোয়ার আহমেদ | ৮৯ | ০.১ | |||
বাংলাদেশ মুসলিম লীগ (কাদের) | এবি আবুল আব্বাস কাদেরী | ৭৬ | ০.১ | |||
স্বতন্ত্র | আবুল কালাম আজাদ | ৫৪ | ০.০ | |||
সংখ্যাগরিষ্ঠতা | ৪,৩৭৭ | ৪.০ | ||||
ভোটার উপস্থিতি | ১১০,৩৫১ | ৫১.৮ | ||||
[[|প্রযোজ্য নয়]] থেকে বিএনপি অর্জন করে | ||||||
তথ্যসূত্র
- এমরান হোসাইন শেখ (১০ অক্টোবর ২০১৮)। "কোন আসনে কত ভোটার"। বাংলা ট্রিবিউন। ২৭ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা।
- "জাতীয় সংসদীয় আসনবিন্যাস (২০১৩) গেজেট" (PDF)। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১৬ জুন ২০১৫ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৫।
- "১ম জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (PDF)। বাংলাদেশ সংসদ। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- "২য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (PDF)। বাংলাদেশ সংসদ। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- "৩য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (PDF)। বাংলাদেশ সংসদ। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- "৪র্থ জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (PDF)। বাংলাদেশ সংসদ। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- "১৫৩ আসনে জয়ী যারা"। দৈনিক সমকাল। ৪ জানুয়ারি ২০১৪। ৬ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ ডিসেম্বর ২০১৮।
- "৯ম জাতীয় সংসদ নির্বাচন" (PDF)। বাংলাদেশ নির্বাচন কমিশন। ২৮ নভেম্বর ২০১৮ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৮।
- "মনোনয়ন জমাদানের তালিকা"। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১১ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৮।
- "Parliament Election Result of 1991,1996,2001 Bangladesh Election Information and Statistics"। ভোট মনিটর নেটওয়ার্ক (ইংরেজি ভাষায়)। ২৯ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৮।
বহিঃসংযোগ
- সেফোস "গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ" (ইংরেজি)
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.