বগুড়া-৩

বগুড়া-৩ হল বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি বগুড়া জেলায় অবস্থিত জাতীয় সংসদের ৩৮নং আসন।

বগুড়া-৩
জাতীয় সংসদ-এর
নির্বাচনী এলাকা
জেলাবগুড়া জেলা
বিভাগরাজশাহী বিভাগ
নির্বাচকমণ্ডলী২,৯৬,৪৫৩ (২০১৮)[1]
বর্তমান নির্বাচনী এলাকা
সৃষ্ট১৯৭৩
দলজাতীয় পার্টি (এরশাদ)
বর্তমান সাংসদনূরুল ইসলাম তালুকদার

সীমানা

বগুড়া-৩ আসনটি বগুড়া জেলার আদমদীঘি উপজেলাদুপচাঁচিয়া উপজেলা নিয়ে গঠিত।[2]

নির্বাচিত সাংসদ

নির্বাচনসদস্যদল
১৯৭৩ মোহাম্মদ হাসান আলী তালুকদার বাংলাদেশ আওয়ামী লীগ[3]
১৯৭৯ আব্দুল মজিদ তালুকদার বাংলাদেশ জাতীয়তাবাদী দল[4]
১৯৮৬ এ.টি.এম. শাহজাহান জেএসডি (এস)[5]
১৯৮৮ এবিএম শাহজাহান জাতীয় পার্টি[6]
১৯৯১ আব্দুল মজিদ তালুকদার বাংলাদেশ জাতীয়তাবাদী দল
ফেব্রুয়ারি ১৯৯৬ মোঃ গোলাম মাওলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল
১৯৯৬ আব্দুল মজিদ তালুকদার বাংলাদেশ জাতীয়তাবাদী দল
২০০১ আব্দুল মোমেন তালুকদার বাংলাদেশ জাতীয়তাবাদী দল
২০০৮ আব্দুল মোমেন তালুকদার বাংলাদেশ জাতীয়তাবাদী দল
২০১৪ নূরুল ইসলাম তালুকদার জাতীয় পার্টি (এরশাদ)
২০১৮ নূরুল ইসলাম তালুকদার জাতীয় পার্টি (এরশাদ)

নির্বাচন

২০১০-এর দশকে নির্বাচন

বিরোধীদলগুলি ২০১৪ সাধারণ নির্বাচন বর্জন করে তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নিলে নূরুল ইসলাম তালুকদার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।[7]

২০০০-এর দশকে নির্বাচন

সাধারণ নির্বাচন ২০০৮: বগুড়া-৩[8][9]
দল প্রার্থী ভোট % ±%
বিএনপি আব্দুল মোমেন তালুকদার ১০৪,৬২২ ৪৯.১ -৩.৪
স্বতন্ত্র আনসার আলী মৃধা ৮৪,২৭৬ ৩৯.৬ +৩৯.৪
আওয়ামী লীগ গোলাম মাওলা ২৩,৯৯৫ ১১.৩ -২২.৪
সংখ্যাগরিষ্ঠতা ২০,৩৪৬ ৯.৬ -৯.১
ভোটার উপস্থিতি ২১২,৮৯৩ ৯০.০ +৩.৭
বিএনপি নির্বাচনী এলাকা ধরে রাখে
সাধারণ নির্বাচন ২০০১: বগুড়া-৩[10]
দল প্রার্থী ভোট % ±%
বিএনপি আব্দুল মোমেন তালুকদার ৯৪,৫৩৩ ৫২.৫ +৮.৭
আওয়ামী লীগ গোলাম মাওলা ৬০,৭৬৪ ৩৩.৭ +৯.৬
ইসলামী জাতীয় ঐক্যফ্রন্ট এবিএম শাহজাহান ২৪,৩৪৭ ১৩.৫ প্র/না
স্বতন্ত্র আনসার আলী মৃধা ৩৪৩ ০.২ প্র/না
জাসদ মো. এ. মালেক সরকার ২৬০ ০.১ প্র/না
সংখ্যাগরিষ্ঠতা ৩৩,৭৬৯ ১৮.৭ -০.৯
ভোটার উপস্থিতি ১৮০,২৪৭ ৮৬.৩ +০.৫
বিএনপি নির্বাচনী এলাকা ধরে রাখে

১৯৯০-এর দশকে নির্বাচন

সাধারণ নির্বাচন জুন ১৯৯৬: বগুড়া-৩[10]
দল প্রার্থী ভোট % ±%
বিএনপি আব্দুল মজিদ তালুকদার ৬৫,১৪০ ৪৩.৮ +৯.৬
আওয়ামী লীগ সোলায়মান আলী ৩৫,৯২৩ ২৪.১ +২.৮
জামায়াতে ইসলামী মোফাজ্জল হক ২৪,৬২৪ ১৬.৬ -৮.৬
জাতীয় পার্টি (এ) এবিএম শাহজাহান ২২,২৭৬ ১৫.০ -৩.৭
জাকের পার্টি সিরাজুল ইসলাম ৫২৮ ০.৪ +০.১
বিকেএ ইসমাঈল হোসেন ২৯৬ ০.২ -০.১
স্বতন্ত্র মো. জাকিল ইসলাম খান ৬৮ ০.০ প্র/না
সংখ্যাগরিষ্ঠতা ২৯,২১৭ ১৯.৬ +১০.৬
ভোটার উপস্থিতি ১৪৮,৮৫৫ ৮৫.৮ +১৭.৮
বিএনপি নির্বাচনী এলাকা ধরে রাখে
সাধারণ নির্বাচন ১৯৯১: বগুড়া-৩[10]
দল প্রার্থী ভোট % ±%
বিএনপি আব্দুল মজিদ তালুকদার ৪০,১৮৮ ৩৪.২
জামায়াতে ইসলামী মোফাজ্জল হক ২৯,৫৬৩ ২৫.২
আওয়ামী লীগ মো. কাসিম উদ্দিন ২৫,০৫১ ২১.৩
জাতীয় পার্টি (এ) এবিএম শাহজাহান ২১,৮৯৮ ১৮.৭
বিকেএ ইসমাঈল হোসেন ৩৫৫ ০.৩
জাকের পার্টি মো. মাহবুবার রহমান তালুকদার ৩৫১ ০.৩
সংখ্যাগরিষ্ঠতা ১০,৬২৫ ৯.০
ভোটার উপস্থিতি ১১৭,৪০৬ ৬৮.০
জাতীয় পার্টি (এ) থেকে বিএনপি অর্জন করে

তথ্যসূত্র

  1. এমরান হোসাইন শেখ (১০ অক্টোবর ২০১৮)। "কোন আসনে কত ভোটার"বাংলা ট্রিবিউন। ২৭ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা।
  2. "জাতীয় সংসদীয় আসনবিন্যাস (২০১৩) গেজেট" (PDF)। নির্বাচন কমিশন বাংলাদেশ। ১৬ জুন ২০১৫ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৫
  3. "১ম জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (PDF)বাংলাদেশ সংসদ। সংগ্রহের তারিখ ১৩ ফেব্রুয়ারি ২০১৮
  4. "২য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (PDF)বাংলাদেশ সংসদ। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪
  5. "৩য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (PDF)বাংলাদেশ সংসদ। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪
  6. "৪র্থ জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (PDF)বাংলাদেশ সংসদ। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪
  7. যাকারিয়া, মোহাম্মদ (১৪ ডিসেম্বর ২০১৩)। "The number now goes up to 151"ঢাকা ট্রিবিউন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৬ মার্চ ২০১৮
  8. "৯ম জাতীয় সংসদ নির্বাচন" (PDF)বাংলাদেশ নির্বাচন কমিশন। ২৮ নভেম্বর ২০১৮ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৮
  9. "মনোনয়ন জমাদানের তালিকা"বাংলাদেশ নির্বাচন কমিশন। ১১ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৮
  10. "Parliament Election Result of 1991,1996,2001 Bangladesh Election Information and Statistics"ভোট মনিটর নেটওয়ার্ক (ইংরেজি ভাষায়)। ২০০৮-১২-২৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৮

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.