চট্টগ্রাম-৯
চট্টগ্রাম-৯ হল বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি চট্টগ্রাম জেলায় অবস্থিত জাতীয় সংসদের ২৮৬নং আসন।
চট্টগ্রাম-৯ | |
---|---|
জাতীয় সংসদ-এর নির্বাচনী এলাকা | |
![]() | |
জেলা | চট্টগ্রাম জেলা |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
নির্বাচকমণ্ডলী | ৩,৯০,৩৬৩ (২০১৮)[1] |
বর্তমান নির্বাচনী এলাকা | |
সৃষ্ট | ১৯৭৩ |
দল | বাংলাদেশ আওয়ামী লীগ |
বর্তমান সাংসদ | মহিবুল হাসান চৌধুরী নওফেল |
সীমানা
চট্টগ্রাম-৯ আসনটি চট্টগ্রাম শহরের চট্টগ্রাম সিটি কর্পোরেশন ১৫, ১৬, ১৭, ১৮, ১৯, ২০, ২১, ২২, ২৩, ৩১, ৩২, ৩৩, ৩৪ ও ৩৫ নং ওয়ার্ড নিয়ে গঠিত।[2]
নির্বাচিত সাংসদ
নির্বাচন | সদস্য | দল | |
---|---|---|---|
১৯৭৩ | কফিলউদ্দিন | বাংলাদেশ আওয়ামী লীগ[3] | |
১৯৭৯ | আরিফ মঈনউদ্দিন | বাংলাদেশ জাতীয়তাবাদী দল[4] | |
১৯৮৬ | মোহাম্মদ সেকান্দার হোসেন মিয়া | জাতীয় পার্টি[5][6] | |
১৯৯১ | আবদুল্লাহ আল নোমান | বাংলাদেশ জাতীয়তাবাদী দল | |
ফেব্রুয়ারি ১৯৯৬ | আব্দুল্লাহ-আল-নোমান | বাংলাদেশ জাতীয়তাবাদী দল | |
জুন ১৯৯৬ | এম. এ. মানান | বাংলাদেশ আওয়ামী লীগ | |
২০০১ | আবদুল্লাহ আল নোমান | বাংলাদেশ জাতীয়তাবাদী দল | |
২০০৮ | আফছারুল আমীন | বাংলাদেশ আওয়ামী লীগ | |
২০১৪ | জিয়া উদ্দীন আহমেদ বাবলু | জাতীয় পার্টি (এরশাদ) | |
২০১৮ | মহিবুল হাসান চৌধুরী নওফেল | বাংলাদেশ আওয়ামী লীগ |
নির্বাচন
২০১০-এর দশকে নির্বাচন
সাধারণ নির্বাচন ২০১৪: চট্টগ্রাম-৯[7] | ||||||
---|---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
জাতীয় পার্টি (এ) | জিয়া উদ্দীন আহমেদ বাবলু | ৭৯,৭৭৯ | ৯১.৯ | +৮৯.৯ | ||
ওয়ার্কার্স পার্টি | মোহাম্মদ আবু হানিফ | ৩,৫৯৯ | ৪.১ | প্র/না | ||
বিএনএফ | আরিফ মঈনউদ্দিন | ১,৭৬২ | ২.০ | প্র/না | ||
ন্যাপ | আলী আহমদ নাজির | ১,৬৪১ | ১.৯ | প্র/না | ||
সংখ্যাগরিষ্ঠতা | ৭৬,১৮০ | ৮৭.৮ | +৮৪.৫ | |||
ভোটার উপস্থিতি | ৮৬,৭৮১ | ২৩.৯ | -৬৮.৫ | |||
আওয়ামী লীগ থেকে জাতীয় পার্টি (এ) অর্জন করে | ||||||
২০০০-এর দশকে নির্বাচন
সাধারণ নির্বাচন ২০০৮: চট্টগ্রাম-৯[8][9] | ||||||
---|---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
আওয়ামী লীগ | আফছারুল আমীন | ১৩৭,১০৬ | ৪৮.৬ | +৩.১ | ||
বিএনপি | আবদুল্লাহ আল নোমান | ১২৭,৮১৫ | ৪৫.৩ | -৮.১ | ||
স্বতন্ত্র | এম. মঞ্জুর আলম | ৯,৫৩৫ | ৩.৪ | প্র/না | ||
জাতীয় পার্টি (এ) | মোরশেদ মুরাদ ইব্রাহিম | ৫,৭৫৮ | ২.০ | প্র/না | ||
ইসলামী আন্দোলন | মো. ইউনুস মোল্লা | ১,৯৫৪ | ০.৭ | প্র/না | ||
বিকল্পধারা | শাহাদাত হোসেন মজুমদার | ২০৩ | ০.১ | প্র/না | ||
সংখ্যাগরিষ্ঠতা | ৯.২৯১ | ৩.৩ | -৪.৬ | |||
ভোটার উপস্থিতি | ২৮২,৩৭১ | ৯২.৪ | +৩২.১ | |||
বিএনপি থেকে আওয়ামী লীগ অর্জন করে | ||||||
সাধারণ নির্বাচন ২০০১: চট্টগ্রাম-৯[10] | ||||||
---|---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
বিএনপি | আবদুল্লাহ আল নোমান | ১৩১,৬৩৯ | ৫২.৮ | +১০.৯ | ||
আওয়ামী লীগ | এম এ মান্নান | ১১১,৯৩৫ | ৪৪.৯ | -৩.৯ | ||
ইসলামী জাতীয় ঐক্যফ্রন্ট | সৈয়দ মুবিউদ্দিন মো. তাওফিক | ২,২৩৬ | ০.৯ | প্র/না | ||
ইসলামী ফ্রন্ট | এম. এ. মতিন | ১,২৩০ | ০.৫ | +০.২ | ||
লিবারেল পার্টি | মো আতাউল্লাহ খান | ৯৩০ | ০.৪ | প্র/না | ||
বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ-খালেকুজ্জামান) | কাজী শাহজাহান | ৬০৯ | ০.২ | প্র/না | ||
বিকেএ | মো. রশিদুল হক | ১৮৫ | ০.১ | -০.১ | ||
বাংলাদেশ প্রগতিশীল পার্টি | আলমগীর চৌধুরী | ১৮৩ | ০.১ | প্র/না | ||
স্বতন্ত্র | মো. আসলাম | ১৮০ | ০.১ | প্র/না | ||
স্বতন্ত্র | নুরুল ইসলাম | ৯১ | ০.০ | প্র/না | ||
জেপি (মঞ্জু) | মো. ইয়াকুব হোসেন | ৬৭ | ০.০ | প্র/না | ||
স্বতন্ত্র | কাজী মো. ইউসুফ | ৫৪ | ০.০ | প্র/না | ||
স্বতন্ত্র | এম এ সালাম | ৩৭ | ০.০ | প্র/না | ||
সংখ্যাগরিষ্ঠতা | ১৯,৭০৪ | ৭.৯ | +১.০ | |||
ভোটার উপস্থিতি | ২৪৯,৩৭৬ | ৬০.৩ | -৬.৫ | |||
আওয়ামী লীগ থেকে বিএনপি অর্জন করে | ||||||
১৯৯০-এর দশকে নির্বাচন
সাধারণ নির্বাচন জুন ১৯৯৬: চট্টগ্রাম-৯[10] | ||||||
---|---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
আওয়ামী লীগ | এম এ মান্নান | ৯৯,২৪০ | ৪৮.৮ | +৫.০ | ||
বিএনপি | আবদুল্লাহ আল নোমান | ৮৫,১৭১ | ৪১.৯ | -৩.৩ | ||
জামায়াতে ইসলামী | আফসার উদ্দিন চৌধুরী | ১০,৭২৪ | ৫.৩ | -২.৩ | ||
জাতীয় পার্টি (এ) | মো. জাহাঙ্গীর আলম | ৪,৪৫৪ | ২.২ | +০.৯ | ||
গণফোরাম | কফিল উদ্দিন | ২,০৯৭ | ১.০ | প্র/না | ||
ইসলামী ফ্রন্ট | মো আবদুস শাবুর | ৬০৬ | ০.৩ | +০.১ | ||
বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (খালেকুজ্জামান) | কাজী শাহজাহান | ৪৫৩ | ০.২ | প্র/না | ||
ন্যাপ (ভাসানী) | এ এম আবদুল গফার খান | ১৫০ | ০.১ | +০.১ | ||
জাকের পার্টি | এম এ হায়দার চৌধুরী | ১৩৮ | ০.১ | ০.০ | ||
বিকেএ | মোহাম্মদ আবদুল রাজজাক | ১১৪ | ০.১ | +০.১ | ||
জাসদ | মো. হাসান বাচ্চু | ৮৮ | ০.০ | প্র/না | ||
স্বতন্ত্র | মো. ওয়ালি আহমেদ | ৭০ | ০.০ | প্র/না | ||
স্বতন্ত্র | মো. আজম খান | ৬৭ | ০.০ | প্র/না | ||
সংখ্যাগরিষ্ঠতা | ১৪,০৬৯ | ৬.৯ | +৫.৫ | |||
ভোটার উপস্থিতি | ২০৩,৩৭২ | ৬৬.৮ | +১৭.৪ | |||
বিএনপি থেকে আওয়ামী লীগ অর্জন করে | ||||||
সাধারণ নির্বাচন ১৯৯১: চট্টগ্রাম-৯[10] | ||||||
---|---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
বিএনপি | আবদুল্লাহ আল নোমান | ৪৯,৮১৮ | ৪৫.২ | |||
আওয়ামী লীগ | এবিএম মহিউদ্দীন চৌধুরী | ৪৮,২৪৫ | ৪৩.৮ | |||
জামায়াতে ইসলামী | আফসার উদ্দিন চৌধুরী | ৮,৩৯২ | ৭.৬ | |||
জাতীয় পার্টি (এ) | দস্তগীর চৌধুরী | ১,৪৫৯ | ১.৩ | |||
বাকশাল | মো. সিরাজুল হক | ৮৫০ | ০.৮ | |||
ইসলামী ফ্রন্ট | নুরুল আবসার চৌধুরী | ১৬৭ | ০.২ | |||
বাংলাদেশ মুসলিম লীগ (কাদের) | এম এ আনসারি | ১৫২ | ০.১ | |||
স্বতন্ত্র | মো. আবদুস সালাম | ১৪৮ | ০.১ | |||
ফ্রিডম পার্টি | এস কে খোদা | ৯৯ | ০.১ | |||
স্বতন্ত্র | সুখময় চ্যাটার্জি | ৮৮ | ০.১ | |||
বিকেএ | মো আবদুর রহিম ইসলামাবাদী | ৮৪ | ০.১ | |||
জাকের পার্টি | এম এ হায়দার চৌধুরী | ৬১ | ০.১ | |||
স্বতন্ত্র | আফজ উল্লাহ খান | ৫৬ | ০.১ | |||
স্বতন্ত্র | আবদুল হাই | ৫০ | ০.০ | |||
জেএসডি | মনসুর আহমদ শফী | ৩৫ | ০.০ | |||
ন্যাপ (ভাসানী) | সৈয়দ মোস্তফা জামাল | ৩৫ | ০.০ | |||
গণতান্ত্রিক পার্টি | আবদুল হালিম | ৩২ | ০.০ | |||
সংখ্যাগরিষ্ঠতা | ১,৫৭৩ | ১.৪ | ||||
ভোটার উপস্থিতি | ১১০,১৪০ | ৪৯.৪ | ||||
জাতীয় পার্টি (এ) থেকে বিএনপি অর্জন করে | ||||||
তথ্যসূত্র
- এমরান হোসাইন শেখ (১০ অক্টোবর ২০১৮)। "কোন আসনে কত ভোটার"। বাংলা ট্রিবিউন। ২৭ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা।
- "জাতীয় সংসদীয় আসনবিন্যাস (২০১৩) গেজেট" (PDF)। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১৬ জুন ২০১৫ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৫।
- বাংলাদেশ নির্বাচন কমিশন। "Parliament Election 1973: Constituency wise Result of Chittagong-9"। ২০ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ ফেব্রুয়ারি ২০১৮।
- "২য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (PDF)। বাংলাদেশ সংসদ। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- "৩য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (PDF)। বাংলাদেশ সংসদ। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- "৪র্থ জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (PDF)। বাংলাদেশ সংসদ। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- "Chittagong-9"। বাংলাদেশের নির্বাচনের ফলাফল ২০১৪ (ইংরেজি ভাষায়)। ঢাকা ট্রিবিউন। ২৯ মার্চ ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০১৮।
- "৯ম জাতীয় সংসদ নির্বাচন" (PDF)। বাংলাদেশ নির্বাচন কমিশন। ২৮ নভেম্বর ২০১৮ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৮।
- "মনোনয়ন জমাদানের তালিকা"। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১১ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৮।
- "Parliament Election Result of 1991,1996,2001 Bangladesh Election Information and Statistics"। ভোট মনিটর নেটওয়ার্ক (ইংরেজি ভাষায়)। ২৯ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৮।
বহিঃসংযোগ
- সেফোস "গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ" (ইংরেজি)
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.