ময়মনসিংহ-২

ময়মনসিংহ-২ হল বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি ময়মনসিংহ জেলায় অবস্থিত জাতীয় সংসদের ১৪৭নং আসন।

ময়মনসিংহ-২
জাতীয় সংসদ-এর
নির্বাচনী এলাকা
জেলাময়মনসিংহ জেলা
বিভাগময়মনসিংহ বিভাগ
নির্বাচকমণ্ডলী৪,৫০,৩৬০ (২০১৮)[1]
বর্তমান নির্বাচনী এলাকা
সৃষ্ট১৯৭৩
দলবাংলাদেশ আওয়ামী লীগ
বর্তমান সাংসদশরীফ আহমেদ

সীমানা

ময়মনসিংহ-২ আসনটি ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলাতারাকান্দা উপজেলা নিয়ে গঠিত।[2]

নির্বাচিত সাংসদ

নির্বাচনসদস্যদল
১৯৭৩ রাশেদ মোশাররফ বাংলাদেশ আওয়ামী লীগ[3]
১৯৭৯ ইসমাইল হোসেন তালুকদার বাংলাদেশ মুসলিম লীগ[4]
১৯৮৬ মোঃ শামসুল হক বাংলাদেশ আওয়ামী লীগ[5]
১৯৮৮ রাজাব আলী ফকির বাংলাদেশ জাতীয়তাবাদী দল[6]
১৯৯১ মোঃ শামসুল হক বাংলাদেশ আওয়ামী লীগ
ফেব্রুয়ারি ১৯৯৬ আবুল বাসার আকন্দ বাংলাদেশ জাতীয়তাবাদী দল
জুন ১৯৯৬ মোঃ শামসুল হক বাংলাদেশ আওয়ামী লীগ
২০০১ শাহ শহীদ সারওয়ার বাংলাদেশ জাতীয়তাবাদী দল
২০০৮ হায়াতুর রহমান খান বাংলাদেশ আওয়ামী লীগ
২০১৪ শরীফ আহমেদ বাংলাদেশ আওয়ামী লীগ
২০১৮ শরীফ আহমেদ বাংলাদেশ আওয়ামী লীগ

নির্বাচন

২০১০-এর দশকে নির্বাচন

বিরোধীদলগুলি ২০১৪ সালের সাধারণ নির্বাচন বর্জন করে তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নিলে শরীফ আহমেদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।[7]

২০০০-এর দশকে নির্বাচন

সাধারণ নির্বাচন ২০০৮: ময়মনসিংহ-২[8][9]
দল প্রার্থী ভোট % ±%
আওয়ামী লীগ হায়াতুর রহমান খান ১৭২,৫৩৩ ৬৩.৮ +২৪.১
বিএনপি শাহ শহীদ সরওয়ার ৯৪,০৯০ ৩৪.৮ -১৫.৭
ইসলামী আন্দোলন গোলাম মওলা ভূঁইয়া ২,৪৮৫ ০.৯ প্র/না
কৃষক শ্রমিক জনতা লীগ মোঃ আনোয়ার হোসেন ১,১২৮ ০.৪ প্র/না
সংখ্যাগরিষ্ঠতা ৭৮,৪৪৩ ২৯.০ +১৮.২
ভোটার উপস্থিতি ২৭০,২৩৬ ৮৪.২ +১২.৮
বিএনপি থেকে আওয়ামী লীগ অর্জন করে
সাধারণ নির্বাচন ২০০১: ময়মনসিংহ-২[10]
দল প্রার্থী ভোট % ±%
বিএনপি শাহ শহীদ সরওয়ার ১১৪,০৪৮ ৫০.৫ +২০.৩
আওয়ামী লীগ মোঃ শামসুল হক ৮৯,৬৩১ ৩৯.৭ +৪.৩
ইসলামী জাতীয় ঐক্যফ্রন্ট জিয়া উদ্দিন আহমেদ ২১,০০৬ ৯.৩ প্র/না
কমিউনিস্ট পার্টি আবুল হাসেম ১,২১৩ ০.৫ প্র/না
সংখ্যাগরিষ্ঠতা ২৪,৪১৭ ১০.৮ +৫.৬
ভোটার উপস্থিতি ২২৫,৮৯৮ ৭১.৪ +১৩.৪
আওয়ামী লীগ থেকে বিএনপি অর্জন করে

১৯৯০-এর দশকে নির্বাচন

সাধারণ নির্বাচন জুন ১৯৯৬: ময়মনসিংহ-২[10]
দল প্রার্থী ভোট % ±%
আওয়ামী লীগ মোঃ শামসুল হক ৫০,৪৯৭ ৩৫.৪ -২.৮
বিএনপি মোঃ আশরাফ উদ্দিন সরকার ৪৩,০৩৭ ৩০.২ +৭.৪
জাতীয় পার্টি (এ) শাহ শহীদ সরওয়ার ৪২,৬৭৮ ৩০.০ +৯.৩
জামায়াতে ইসলামী মোঃ আনিসুজ্জামান ৪,২১৯ ৩.০ -০.৩
ইসলামী ঐক্য জোট মোঃ তাফাজ্জল হোসেন বিশ্বাস ১,০০০ ০.৭ প্র/না
জাকের পার্টি মোঃ সাইফুল ইসলাম ৩৭৭ ০.৩ ০.০
জাসদ মোঃ নজরুল ইসলাম ২৮৮ ০.২ প্র/না
গণফোরাম এ.কে.এম. রাইহান উদ্দিন ২০২ ০.১ প্র/না
বাংলাদেশ মুসলিম লীগ (জমির আলী) নুরুল আলম ১৫৩ ০.১ প্র/না
সংখ্যাগরিষ্ঠতা ৭,৪৬০ ৫.২ -১০.৩
ভোটার উপস্থিতি ১৪২,৪৫১ ৫৮.০ +১৮.৫
আওয়ামী লীগ নির্বাচনী এলাকা ধরে রাখে
সাধারণ নির্বাচন ১৯৯১: ময়মনসিংহ-২[10]
দল প্রার্থী ভোট % ±%
আওয়ামী লীগ মোঃ শামসুল হক ৩৫,৪৩২ ৩৮.২
বিএনপি জুলমত আলী খান ২১,০৯১ ২২.৮
জাতীয় পার্টি (এ) শাহ শহীদ সরওয়ার ১৯,১৩৯ ২০.৭
স্বতন্ত্র গোলাম মোস্তফা ৬,২৩৯ ৬.৭
জাসদ আব্দুল মনসুর সরকার ৪,৩৭৩ ৪.৭
জামায়াতে ইসলামী মোঃ আনিসুজ্জামান ৩,০৭৪ ৩.৩
বাংলাদেশ মুসলিম লীগ (কাদের) ইসমাইল হোসেন তালুকদার ২,৪৮৯ ২.৭
জাতীয় জনতা পার্টি ও গণতান্ত্রিক ঐক্য জোট শেখ আলাল উদ্দিন ৩৪৩ ০.৪
জাকের পার্টি মোঃ এ বারী সরকার ২৬৬ ০.৩
ন্যাপ (মুজাফফর) আব্দুল জব্বার ১৮৭ ০.২
সংখ্যাগরিষ্ঠতা ১৪,৩৪১ ১৫.৫
ভোটার উপস্থিতি ৯২,৬৩৩ ৩৯.৫
বিএনপি থেকে আওয়ামী লীগ অর্জন করে

তথ্যসূত্র

  1. এমরান হোসাইন শেখ (১০ অক্টোবর ২০১৮)। "কোন আসনে কত ভোটার"বাংলা ট্রিবিউন। ২৭ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা।
  2. "জাতীয় সংসদীয় আসনবিন্যাস (২০১৩) গেজেট" (PDF)বাংলাদেশ নির্বাচন কমিশন। ১৬ জুন ২০১৫ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৫
  3. "১ম জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (PDF)বাংলাদেশ সংসদ। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪
  4. "২য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (PDF)বাংলাদেশ সংসদ। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪
  5. "৩য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (PDF)বাংলাদেশ সংসদ। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪
  6. "৪র্থ জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (PDF)বাংলাদেশ সংসদ। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪
  7. "১৫৩ আসনে জয়ী যারা"দৈনিক সমকাল। ৪ জানুয়ারি ২০১৪। ৬ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ ডিসেম্বর ২০১৮
  8. "৯ম জাতীয় সংসদ নির্বাচন" (PDF)বাংলাদেশ নির্বাচন কমিশন। ২৮ নভেম্বর ২০১৮ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৮
  9. "মনোনয়ন জমাদানের তালিকা"বাংলাদেশ নির্বাচন কমিশন। ১১ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৮
  10. "Parliament Election Result of 1991,1996,2001 Bangladesh Election Information and Statistics"ভোট মনিটর নেটওয়ার্ক (ইংরেজি ভাষায়)। ২৯ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৮

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.