শরীফ আহমেদ
শরীফ আহমেদ (জন্ম: ২৫ জানুয়ারি, ১৯৭০) বাংলাদেশের একজন রাজনীতিবিদ, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী। তিনি বাংলাদেশের ময়মনসিংহ-২ আসনের জাতীয় সংসদ সদস্য। তিনি দশম এবং একাদশ সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ-এর প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৮ সালের মন্ত্রী সভায় তিনি সমাজকল্যাণ মন্ত্রণালয় (বাংলাদেশ)-এর প্রতিমন্ত্রী হিসাবে দায়িত্ব পান।[3][4]
শরীফ আহমেদ | |
---|---|
প্রতিমন্ত্রী, সমাজকল্যাণ মন্ত্রণালয় (বাংলাদেশ) | |
জাতীয় সংসদের সংসদ সদস্য | |
কাজের মেয়াদ ডিসেম্বর ২০১৪ – বর্তমান | |
পূর্বসূরী | নুরুজ্জামান আহমেদ |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | ময়মনসিংহ জেলা, বাংলাদেশ | ২৫ জানুয়ারি ১৯৭০
জাতীয়তা | বাংলাদেশ |
রাজনৈতিক দল | বাংলাদেশ আওয়ামী লীগ |
দাম্পত্য সঙ্গী | শেফালী বেগম |
সন্তান |
|
পিতামাতা |
|
শিক্ষা | স্নাতক[2] |
প্রাক্তন শিক্ষার্থী | আনন্দ মোহন কলেজ, ময়মনসিংহ |
পেশা | রাজনীতি |
জীবিকা | ব্যবসায়ী[2] |
জন্ম ও শিক্ষাজীবন
শরীফ আহমেদ ১৯৭০ সালের ১৫ জানুয়ারি জন্মগ্রমণ করেন। তিনি ৫ বার নির্বাচিত জাতীয় সংসদ সদস্য ভাষাসৈনিক মরহুম মোঃ শামসুল হক এর ছেলে।[1][3] তিনি ময়মনসিংহ জিলা স্কুল থেকে এসএসসি পাস করেন এবং ১৯৯৭ সালে আনন্দ মোহন কলেজ, ময়মনসিংহ থেকে ইতিহাসে বিএ পাস করেন।
রাজনৈতিক জীবন
বাবা মরহুম মোঃ শামসুল হক এর পদানুসরণ করে শরীফ আহমেদ আওয়ামী লীগের একজন সদস্য হিসেবে রাজনীতিতে যোগ দেন। ২০১৪ সালে ময়মনসিংহ-২ নির্বাচনী এলাকা থেকে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন পান।২০১৮ সালের মন্ত্রী সভায় তিনি সমাজ কল্যাণ মন্ত্রণালয় এর প্রতিমন্ত্রীর দায়িত্ব পান।[3]
তথ্যসূত্র
- "ময়মনসিংহে ভাষা সৈনিক শামসুল হক মঞ্চের উদ্বোধন"। www.banglanews24.com। সংগ্রহের তারিখ ২০১৯-০১-০৭।
- "Sharif Ahmed"। www.amarmp.com। সংগ্রহের তারিখ ২০১৯-০১-০৭।
- "শরীফ আহমেদকে প্রতিমন্ত্রী করায় তারাকান্দায় উল্লাস"। www.mzamin.com। সংগ্রহের তারিখ ২০১৯-০১-০৭।
- "সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শরীফ আহমেদ"। www.bangladeshtoday.net। সংগ্রহের তারিখ ২০১৯-০১-০৭।