রাজশাহী-৪

রাজশাহী-৪ হল বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি রাজশাহী জেলায় অবস্থিত জাতীয় সংসদের ৫৫নং আসন।

রাজশাহী-৪
জাতীয় সংসদ-এর
নির্বাচনী এলাকা
জেলারাজশাহী জেলা
বিভাগরাজশাহী বিভাগ
নির্বাচকমণ্ডলী২,৭৭,৯৯৯ (২০১৮)[1]
বর্তমান নির্বাচনী এলাকা
সৃষ্ট১৯৭৩
দলবাংলাদেশ আওয়ামী লীগ
বর্তমান সাংসদএনামুল হক

সীমানা

রাজশাহী-৪ আসনটি রাজশাহী জেলার বাঘমারা উপজেলা নিয়ে গঠিত।[2]

নির্বাচিত সাংসদ

নির্বাচনসদস্যদল
১৯৭৩ শাহ সিরাজুল ইসলাম চৌধুরী বাংলাদেশ আওয়ামী লীগ[3]
১৯৭৯ এমএ সালাম চৌধুরী বাংলাদেশ জাতীয়তাবাদী দল[4]
১৯৮৬ আয়েন উদ্দিন বাংলাদেশ মুসলিম লীগ[5]
১৯৮৮ আবু হোসেন জাতীয় পার্টি[6]
১৯৯১ তাজুল ইসলাম মোহাম্মদ ফারুক বাংলাদেশ আওয়ামী লীগ
ফেব্রুয়ারি ১৯৯৬ আবদুস সাত্তার মন্ডল বাংলাদেশ জাতীয়তাবাদী দল
জুন ১৯৯৬ নাদিম মোস্তফা বাংলাদেশ জাতীয়তাবাদী দল
২০০১ নাদিম মোস্তফা বাংলাদেশ জাতীয়তাবাদী দল
২০০৮ এনামুল হক বাংলাদেশ আওয়ামী লীগ
২০১৪ এনামুল হক বাংলাদেশ আওয়ামী লীগ
২০১৮ এনামুল হক বাংলাদেশ আওয়ামী লীগ

নির্বাচন

২০১০-এর দশকে নির্বাচন

বিরোধীদলগুলি ২০১৪ সালের সাধারণ নির্বাচন বর্জন করে তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নিলে এনামুল হক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।[7]

২০০০-এর দশকে নির্বাচন

সাধারণ নির্বাচন ২০০৮: রাজশাহী-৪[8][9]
দল প্রার্থী ভোট % ±%
আওয়ামী লীগ এনামুল হক ১০৭,৭৫১ ৫০.৩ +৬.৬
বিএনপি মোহাম্মদ আব্দুল গফুর ৮৩,৬৩৩ ৩৯.০ -১২.৪
স্বতন্ত্র সর্দার আমজাদ হোসেন ২০,৬৭৬ ৯.৬ প্র/না
কমিউনিস্ট পার্টি মোহাম্মদ মহসিন প্রামাণিক ১,৮৬১ ০.৯ +০.৭
ন্যাশনাল পিপলস পার্টি জিন্নারুল ইসলাম জিন্নাহ ২৯৮ ০.১ প্র/না
বাসদ আতিকুর রহমান ১৮২ ০.১ প্র/না
সংখ্যাগরিষ্ঠতা ২৪,১১৮ ১১.২ +৩.৪
ভোটার উপস্থিতি ২১৪,৪০১ ৯৩.৩ +১.১
বিএনপি থেকে আওয়ামী লীগ অর্জন করে
সাধারণ নির্বাচন ২০০১: রাজশাহী-৪[10]
দল প্রার্থী ভোট % ±%
বিএনপি নাদিম মোস্তফা ১০০,৫৫১ ৫১.৪ +১৭.৬
আওয়ামী লীগ তাজুল ইসলাম মোহাম্মদ ফারুক ৮৫,৩৫৬ ৪৩.৭ +১৩.৫
ইসলামী জাতীয় ঐক্যফ্রন্ট আব্দুল ওয়াহেদ ৯,০৩২ ৪.৬ প্র/না
কমিউনিস্ট পার্টি মোঃ আবুল কালাম আজাদ ৩৭২ ০.২ প্র/না
স্বতন্ত্র মোঃ আলতাফ হোসেন ৮৮ ০.০ প্র/না
জেপি (মঞ্জু) মোঃ নজরুল ইসলাম ৫৪ ০.০ প্র/না
সংখ্যাগরিষ্ঠতা ১৫,১৯৫ ৭.৮ +৪.১
ভোটার উপস্থিতি ১৯৫,৪৫৩ ৯২.২ +৪.২
বিএনপি নির্বাচনী এলাকা ধরে রাখে

১৯৯০-এর দশকে নির্বাচন

সাধারণ নির্বাচন জুন ১৯৯৬: রাজশাহী-৪[10]
দল প্রার্থী ভোট % ±%
বিএনপি নাদিম মোস্তফা ৫০,৮২৭ ৩৩.৮ +৫.১
আওয়ামী লীগ তাজুল ইসলাম মোহাম্মদ ফারুক ৪৫,২৯৩ ৩০.২ -৭.৯
জাতীয় পার্টি (এ) আয়েন উদ্দিন ২৩,৭০১ ১৫.৮ +১২.৯
জামায়াতে ইসলামী মকসেদ আলী ১৭,৯৯৬ ১২.০ প্র/না
স্বতন্ত্র মোঃ নজরুল ইসলাম ৭,৮৪৩ ৫.২ প্র/না
স্বতন্ত্র আব্দুল ওয়াহেদ ৪,৩৫৪ ২.৯ প্র/না
ফ্রিডম পার্টি সায়েদ আলী হাসান ১৬৪ ০.১ প্র/না
সংখ্যাগরিষ্ঠতা ৫,৫৩৪ ৩.৭ -৫.১
ভোটার উপস্থিতি ১৫০,১৭৮ ৮৮.০ +১১.২
আওয়ামী লীগ থেকে বিএনপি অর্জন করে
সাধারণ নির্বাচন ১৯৯১: রাজশাহী-৪[10]
দল প্রার্থী ভোট % ±%
আওয়ামী লীগ তাজুল ইসলাম মোহাম্মদ ফারুক ৪৭,১৯৪ ৩৮.১
বাংলাদেশ মুসলিম লীগ (আইয়ান উদ্দিন) আয়েন উদ্দিন ৩৬,২৫৪ ২৯.৩
বিএনপি আব্দুস সাত্তার মণ্ডল ৩৫,৪৮২ ২৮.৭
জাতীয় পার্টি (এ) আবু হোসেন ৩,৫৮৬ ২.৯
কমিউনিস্ট পার্টি সদর উদ্দিন আহমেদ ১,৩২৫ ১.১
সংখ্যাগরিষ্ঠতা ১০,৯৪০ ৮.৮
ভোটার উপস্থিতি ১২৩,৮৪১ ৭৬.৮
জাতীয় পার্টি (এ) থেকে আওয়ামী লীগ অর্জন করে

তথ্যসূত্র

  1. এমরান হোসাইন শেখ (১০ অক্টোবর ২০১৮)। "কোন আসনে কত ভোটার"বাংলা ট্রিবিউন। ২৭ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা।
  2. "জাতীয় সংসদীয় আসনবিন্যাস (২০১৩) গেজেট" (PDF)। নির্বাচন কমিশন বাংলাদেশ। ১৬ জুন ২০১৫ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৫
  3. "১ম জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (PDF)বাংলাদেশ সংসদ। সংগ্রহের তারিখ ১৩ ফেব্রুয়ারি ২০১৮
  4. "২য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (PDF)বাংলাদেশ সংসদ। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪
  5. "৩য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (PDF)বাংলাদেশ সংসদ। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪
  6. "৪র্থ জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (PDF)বাংলাদেশ সংসদ। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪
  7. "১৫৩ আসনে জয়ী যারা"দৈনিক সমকাল। ৪ জানুয়ারি ২০১৪। ৬ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ ডিসেম্বর ২০১৮
  8. "৯ম জাতীয় সংসদ নির্বাচন" (PDF)বাংলাদেশ নির্বাচন কমিশন। ২৮ নভেম্বর ২০১৮ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৮
  9. "মনোনয়ন জমাদানের তালিকা"বাংলাদেশ নির্বাচন কমিশন। ১১ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৮
  10. "Parliament Election Result of 1991,1996,2001 Bangladesh Election Information and Statistics"ভোট মনিটর নেটওয়ার্ক (ইংরেজি ভাষায়)। ২৯ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৮

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.