সিলেট-৪

সিলেট-৪ (সাবেক সিলেট-৯) হল বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি সিলেট জেলায় অবস্থিত জাতীয় সংসদের ২৩২নং আসন।

সিলেট-৪
জাতীয় সংসদ-এর
নির্বাচনী এলাকা
জেলাসিলেট জেলা
বিভাগসিলেট বিভাগ
নির্বাচকমণ্ডলী৩,৮২,৪০১ (২০১৮)[1]
বর্তমান নির্বাচনী এলাকা
সৃষ্ট১৯৭৩
দলবাংলাদেশ আওয়ামী লীগ
বর্তমান সাংসদইমরান আহমদ

সীমানা

সিলেট-৪ আসনটি সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলা, গোয়াইনঘাট উপজেলাজৈন্তাপুর উপজেলা নিয়ে গঠিত।[2]

ইতিহাস

সিলেট-৪ আসনটি ১৯৭৩ সালে অনুষ্ঠিত স্বাধীন বাংলাদেশের প্রথম সাধারণ নির্বাচনের সময় গঠিত হয়েছিল।

২০০৮ সাধারণ নির্বাচনের পূর্বে নির্বাচন কমিশন ২০০১ সালে আদমশুমারীর প্রতিবেদন অনুযায়ী জনসংখ্যার বৃদ্ধি প্রতিফলিত করার জন্য এ আসনের সীমানা পূর্ণনির্ধারন করে।

নির্বাচিত সাংসদ

নির্বাচনসদস্যদল
১৯৭৩ হাবিবুর রহমান (তোতা মিয়া) বাংলাদেশ আওয়ামী লীগ[3]
১৯৭৯ নাজিম কামরান চৌধুরী বাংলাদেশ জাতীয়তাবাদী দল[4]
১৯৮৬ ইমরান আহমদ বাংলাদেশ আওয়ামী লীগ[5]
১৯৮৮ আব্দুল হান্নান স্বতন্ত্র [6][7]
১৯৯১ ইমরান আহমদ বাংলাদেশ আওয়ামী লীগ[8]
ফেব্রুয়ারি ১৯৯৬ সাইফুর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল[9]
জুন ১৯৯৬ সাইফুর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল[10]
সেপ্টেম্বর ১৯৯৬ উপ-নির্বাচন ইমরান আহমদ বাংলাদেশ আওয়ামী লীগ[10]
২০০১ দিলদার হোসেন সেলিম বাংলাদেশ জাতীয়তাবাদী দল[11]
২০০৮ ইমরান আহমদ বাংলাদেশ আওয়ামী লীগ[12]
২০১৪ ইমরান আহমদ বাংলাদেশ আওয়ামী লীগ[13]
২০১৮ ইমরান আহমদ বাংলাদেশ আওয়ামী লীগ[14][15]

নির্বাচন

২০১০-এর দশকে নির্বাচন

সাধারণ নির্বাচন ২০১৪: সিলেট-৪[16]
দল প্রার্থী ভোট % ±%
আওয়ামী লীগ ইমরান আহমদ ৬৩,৩২৩ ৭২.৩ +১৩.২
স্বতন্ত্র মোহাম্মদ ফারুক আহমেদ ২৪,২৭৪ ২৭.৭ প্র/না
সংখ্যাগরিষ্ঠতা ৩৯,০৪৯ ৪৪.৬ +২৫.৯
ভোটার উপস্থিতি ৮৭,৫৯৭ ২৬.৮ -৫৯.২
আওয়ামী লীগ নির্বাচনী এলাকা ধরে রাখে

২০০০-এর দশকে নির্বাচন

সাধারণ নির্বাচন ২০০৮: সিলেট-৪[17]
দল প্রার্থী ভোট % ±%
আওয়ামী লীগ ইমরান আহমদ ১৪৪,১৯৮ ৫৯.১ +২৪.৫
জামায়াতে ইসলামী দিলদার হোসেন সেলিম ৯৮,৫৪৫ ৪০.৪ প্র/না
বাংলাদেশ কল্যাণ পার্টি মোহাম্মদ হেলাল উদ্দিন ১,২৫২ ০.৫ প্র/না
সংখ্যাগরিষ্ঠতা ৪৫,৬৫৩ ১৮.৭ +৮.০
ভোটার উপস্থিতি ২৪৩,৯৯৫ ৮৬.০ +১৫.৪
বিএনপি থেকে আওয়ামী লীগ অর্জন করে
সাধারণ নির্বাচন ২০০১: সিলেট-৪[18]
দল প্রার্থী ভোট % ±%
বিএনপি দিলদার হোসেন সেলিম ৬২,৩২৪ ৪৫.৩
আওয়ামী লীগ ইমরান আহমদ ৪৭,৬০৮ ৩৪.৬
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মোহাম্মদ আলী ১৯,২৫৬ ১৪.০
ইসলামী জাতীয় ঐক্যফ্রন্ট কাজী কামাল আহমাদ ৮,১৭১ ৫.৯
জেপি (মঞ্জু) রশিদ হেলালী ৩৩২ ০.২
সংখ্যাগরিষ্ঠতা ১৪,৭১৬ ১০.৭
ভোটার উপস্থিতি ১৩৭,৬৯১ ৭০.৬
বিএনপি নির্বাচনী এলাকা ধরে রাখে

১৯৯০-এর দশকে নির্বাচন

জুন ২০০৬ সালের সাধারণ নির্বাচনে সাইফুর রহমান তিনটি আসনে দাড়ান এবং দুটিতে জয় লাভ করেন: সিলেট-৪ ও মৌলভীবাজার-৩। তিনি মৌলভীবাজার-৩ আসনকে প্রতিনিধিত্ব করার জন্য বেছে নেন; এরফলে অন্য আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। ১৯৯৬ সালের সেপ্টেম্বরের উপ-নির্বাচনে ইমরান আহমদ নির্বাচিত হন।[19]

সাধারণ নির্বাচন জুন ১৯৯৬: সিলেট-৪[18]
দল প্রার্থী ভোট % ±%
বিএনপি সাইফুর রহমান ২৩,৯৪৬ ২৫.৮ -১.২
আওয়ামী লীগ ইমরান আহমদ ২২,৭২৫ ২৪.৫ -১৮.৩
স্বতন্ত্র দিলদার হোসেন সেলিম ১৭,০০৯ ১৮.৩ প্র/না
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ নুরুল ইসলাম ১৪,২৯৪ ১৫.৪ প্র/না
জাতীয় পার্টি (এ) মো. সিরাজ উদ্দিন ১০,৫৭৮ ১১.৪ প্র/না
জামায়াতে ইসলামী আব্দুল মান্নান ৩,০৯৫ ৩.৩ প্র/না
জাকের পার্টি গোলাম কাদের তালুকদার ৫৫৭ ০.৬ -৩.১
স্বতন্ত্র মো. আব্দুল আহাদ ৩৫৯ ০.৪ প্র/না
স্বতন্ত্র মো. মুসলিম উদ্দিন ভূঁইয়া ২১৮ ০.২ প্র/না
জেএসডি মনির উদ্দিন মাস্টার ১৪৭ ০.২ -২৪.০
সংখ্যাগরিষ্ঠতা ১,২২১ ১.৩ -১৪.৫
ভোটার উপস্থিতি ৯২,৯২৮ ৬১.৯ +২৬.৯
আওয়ামী লীগ থেকে বিএনপি অর্জন করে
সাধারণ নির্বাচন ১৯৯১: সিলেট-৪[18]
দল প্রার্থী ভোট % ±%
আওয়ামী লীগ ইমরান আহমদ ২৩,০১৮ ৪২.৮
বিএনপি নাজিম কামরান চৌধুরী ১৪,৫০৮ ২৭.০
জেএসডি মনির উদ্দিন মাস্টার ১৩,০০৮ ২৪.২
জাকের পার্টি শফিকুর রহমান ২,০১৬ ৩.৭
জাসদ নাসির উদ্দিন ১,১০৯ ২.১
ইসলামী সমাজতান্ত্রিক দল মোসাম্মৎ মিনারা বেগম ১৭২ ০.৩
সংখ্যাগরিষ্ঠতা ৮,৫১০ ১৫.৮
ভোটার উপস্থিতি ৫৩,৮৩১ ৩৫.০
[[|প্রযোজ্য নয়]] থেকে আওয়ামী লীগ অর্জন করে

তথ্যসূত্র

  1. এমরান হোসাইন শেখ (১০ অক্টোবর ২০১৮)। "কোন আসনে কত ভোটার"বাংলা ট্রিবিউন। ২৭ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা।
  2. "জাতীয় সংসদীয় আসনবিন্যাস (২০১৩) গেজেট" (PDF)বাংলাদেশ নির্বাচন কমিশন। ১৬ জুন ২০১৫ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৫
  3. "১ম জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (PDF)বাংলাদেশ সংসদ। সংগ্রহের তারিখ ১৩ ফেব্রুয়ারি ২০১৮
  4. "২য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (PDF)বাংলাদেশ সংসদ। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪
  5. "৩য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (PDF)বাংলাদেশ সংসদ। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪
  6. "৪র্থ জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (PDF)বাংলাদেশ সংসদ। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪
  7. "সিলেট-৪ আসন: সংসদ নির্বাচনের সেকাল-একাল"সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম। ৩ জানুয়ারি ২০১৯। ২৬ অক্টোবর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ অক্টোবর ২০১৯
  8. "৫ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (PDF)জাতীয় সংসদবাংলাদেশ সরকার। ১৭ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা।
  9. "৬ষ্ঠ জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (PDF)জাতীয় সংসদবাংলাদেশ সরকার। ১৫ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা।
  10. "৭ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (PDF)জাতীয় সংসদবাংলাদেশ সরকার। ২৪ সেপ্টেম্বর ২০১৫ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা।
  11. "৮ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (PDF)জাতীয় সংসদবাংলাদেশ সরকার। ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা।
  12. "৯ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা"জাতীয় সংসদবাংলাদেশ সরকার
  13. "১০ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা"জাতীয় সংসদবাংলাদেশ সরকার
  14. "বাংলাদেশ গেজেট, অতিরিক্ত, জানুয়ারি ১, ২০১৯" (PDF)ecs.gov.bdবাংলাদেশ নির্বাচন কমিশন। ১ জানুয়ারি ২০১৯। ২ জানুয়ারি ২০১৯ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০১৯
  15. BanglaNews24.com। "একাদশ সংসদের সদস্য হলেন যারা"banglanews24.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-১০-২৬
  16. "Sylhet-4"বাংলাদেশের নির্বাচনের ফলাফল ২০১৪ (ইংরেজি ভাষায়)। ঢাকা ট্রিবিউন। ১২ মার্চ ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০১৮
  17. "মনোনয়ন জমাদানের তালিকা"বাংলাদেশ নির্বাচন কমিশন। ১১ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৮
  18. "Parliament Election Result of 1991,1996,2001 Bangladesh Election Information and Statistics"ভোট মনিটর নেটওয়ার্ক (ইংরেজি ভাষায়)। ২৯ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৮
  19. "৭ম জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (PDF)বাংলাদেশ সংসদ। সংগ্রহের তারিখ ৬ মার্চ ২০১৮

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.