সিলেট-৪
সিলেট-৪ (সাবেক সিলেট-৯) হল বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি সিলেট জেলায় অবস্থিত জাতীয় সংসদের ২৩২নং আসন।
সিলেট-৪ | |
---|---|
জাতীয় সংসদ-এর নির্বাচনী এলাকা | |
![]() | |
জেলা | সিলেট জেলা |
বিভাগ | সিলেট বিভাগ |
নির্বাচকমণ্ডলী | ৩,৮২,৪০১ (২০১৮)[1] |
বর্তমান নির্বাচনী এলাকা | |
সৃষ্ট | ১৯৭৩ |
দল | বাংলাদেশ আওয়ামী লীগ |
বর্তমান সাংসদ | ইমরান আহমদ |
সীমানা
সিলেট-৪ আসনটি সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলা, গোয়াইনঘাট উপজেলা ও জৈন্তাপুর উপজেলা নিয়ে গঠিত।[2]
ইতিহাস
সিলেট-৪ আসনটি ১৯৭৩ সালে অনুষ্ঠিত স্বাধীন বাংলাদেশের প্রথম সাধারণ নির্বাচনের সময় গঠিত হয়েছিল।
২০০৮ সাধারণ নির্বাচনের পূর্বে নির্বাচন কমিশন ২০০১ সালে আদমশুমারীর প্রতিবেদন অনুযায়ী জনসংখ্যার বৃদ্ধি প্রতিফলিত করার জন্য এ আসনের সীমানা পূর্ণনির্ধারন করে।
নির্বাচিত সাংসদ
নির্বাচন
২০১০-এর দশকে নির্বাচন
সাধারণ নির্বাচন ২০১৪: সিলেট-৪[16] | |||||
---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | |
আওয়ামী লীগ | ইমরান আহমদ | ৬৩,৩২৩ | ৭২.৩ | +১৩.২ | |
স্বতন্ত্র | মোহাম্মদ ফারুক আহমেদ | ২৪,২৭৪ | ২৭.৭ | প্র/না | |
সংখ্যাগরিষ্ঠতা | ৩৯,০৪৯ | ৪৪.৬ | +২৫.৯ | ||
ভোটার উপস্থিতি | ৮৭,৫৯৭ | ২৬.৮ | -৫৯.২ | ||
আওয়ামী লীগ নির্বাচনী এলাকা ধরে রাখে | |||||
২০০০-এর দশকে নির্বাচন
সাধারণ নির্বাচন ২০০৮: সিলেট-৪[17] | ||||||
---|---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
আওয়ামী লীগ | ইমরান আহমদ | ১৪৪,১৯৮ | ৫৯.১ | +২৪.৫ | ||
জামায়াতে ইসলামী | দিলদার হোসেন সেলিম | ৯৮,৫৪৫ | ৪০.৪ | প্র/না | ||
বাংলাদেশ কল্যাণ পার্টি | মোহাম্মদ হেলাল উদ্দিন | ১,২৫২ | ০.৫ | প্র/না | ||
সংখ্যাগরিষ্ঠতা | ৪৫,৬৫৩ | ১৮.৭ | +৮.০ | |||
ভোটার উপস্থিতি | ২৪৩,৯৯৫ | ৮৬.০ | +১৫.৪ | |||
বিএনপি থেকে আওয়ামী লীগ অর্জন করে | ||||||
সাধারণ নির্বাচন ২০০১: সিলেট-৪[18] | |||||
---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | |
বিএনপি | দিলদার হোসেন সেলিম | ৬২,৩২৪ | ৪৫.৩ | ||
আওয়ামী লীগ | ইমরান আহমদ | ৪৭,৬০৮ | ৩৪.৬ | ||
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ | মোহাম্মদ আলী | ১৯,২৫৬ | ১৪.০ | ||
ইসলামী জাতীয় ঐক্যফ্রন্ট | কাজী কামাল আহমাদ | ৮,১৭১ | ৫.৯ | ||
জেপি (মঞ্জু) | রশিদ হেলালী | ৩৩২ | ০.২ | ||
সংখ্যাগরিষ্ঠতা | ১৪,৭১৬ | ১০.৭ | |||
ভোটার উপস্থিতি | ১৩৭,৬৯১ | ৭০.৬ | |||
বিএনপি নির্বাচনী এলাকা ধরে রাখে | |||||
১৯৯০-এর দশকে নির্বাচন
জুন ২০০৬ সালের সাধারণ নির্বাচনে সাইফুর রহমান তিনটি আসনে দাড়ান এবং দুটিতে জয় লাভ করেন: সিলেট-৪ ও মৌলভীবাজার-৩। তিনি মৌলভীবাজার-৩ আসনকে প্রতিনিধিত্ব করার জন্য বেছে নেন; এরফলে অন্য আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। ১৯৯৬ সালের সেপ্টেম্বরের উপ-নির্বাচনে ইমরান আহমদ নির্বাচিত হন।[19]
সাধারণ নির্বাচন জুন ১৯৯৬: সিলেট-৪[18] | ||||||
---|---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
বিএনপি | সাইফুর রহমান | ২৩,৯৪৬ | ২৫.৮ | -১.২ | ||
আওয়ামী লীগ | ইমরান আহমদ | ২২,৭২৫ | ২৪.৫ | -১৮.৩ | ||
স্বতন্ত্র | দিলদার হোসেন সেলিম | ১৭,০০৯ | ১৮.৩ | প্র/না | ||
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ | নুরুল ইসলাম | ১৪,২৯৪ | ১৫.৪ | প্র/না | ||
জাতীয় পার্টি (এ) | মো. সিরাজ উদ্দিন | ১০,৫৭৮ | ১১.৪ | প্র/না | ||
জামায়াতে ইসলামী | আব্দুল মান্নান | ৩,০৯৫ | ৩.৩ | প্র/না | ||
জাকের পার্টি | গোলাম কাদের তালুকদার | ৫৫৭ | ০.৬ | -৩.১ | ||
স্বতন্ত্র | মো. আব্দুল আহাদ | ৩৫৯ | ০.৪ | প্র/না | ||
স্বতন্ত্র | মো. মুসলিম উদ্দিন ভূঁইয়া | ২১৮ | ০.২ | প্র/না | ||
জেএসডি | মনির উদ্দিন মাস্টার | ১৪৭ | ০.২ | -২৪.০ | ||
সংখ্যাগরিষ্ঠতা | ১,২২১ | ১.৩ | -১৪.৫ | |||
ভোটার উপস্থিতি | ৯২,৯২৮ | ৬১.৯ | +২৬.৯ | |||
আওয়ামী লীগ থেকে বিএনপি অর্জন করে | ||||||
সাধারণ নির্বাচন ১৯৯১: সিলেট-৪[18] | ||||||
---|---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
আওয়ামী লীগ | ইমরান আহমদ | ২৩,০১৮ | ৪২.৮ | |||
বিএনপি | নাজিম কামরান চৌধুরী | ১৪,৫০৮ | ২৭.০ | |||
জেএসডি | মনির উদ্দিন মাস্টার | ১৩,০০৮ | ২৪.২ | |||
জাকের পার্টি | শফিকুর রহমান | ২,০১৬ | ৩.৭ | |||
জাসদ | নাসির উদ্দিন | ১,১০৯ | ২.১ | |||
ইসলামী সমাজতান্ত্রিক দল | মোসাম্মৎ মিনারা বেগম | ১৭২ | ০.৩ | |||
সংখ্যাগরিষ্ঠতা | ৮,৫১০ | ১৫.৮ | ||||
ভোটার উপস্থিতি | ৫৩,৮৩১ | ৩৫.০ | ||||
[[|প্রযোজ্য নয়]] থেকে আওয়ামী লীগ অর্জন করে | ||||||
তথ্যসূত্র
- এমরান হোসাইন শেখ (১০ অক্টোবর ২০১৮)। "কোন আসনে কত ভোটার"। বাংলা ট্রিবিউন। ২৭ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা।
- "জাতীয় সংসদীয় আসনবিন্যাস (২০১৩) গেজেট" (PDF)। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১৬ জুন ২০১৫ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৫।
- "১ম জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (PDF)। বাংলাদেশ সংসদ। সংগ্রহের তারিখ ১৩ ফেব্রুয়ারি ২০১৮।
- "২য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (PDF)। বাংলাদেশ সংসদ। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- "৩য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (PDF)। বাংলাদেশ সংসদ। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- "৪র্থ জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (PDF)। বাংলাদেশ সংসদ। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- "সিলেট-৪ আসন: সংসদ নির্বাচনের সেকাল-একাল"। সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম। ৩ জানুয়ারি ২০১৯। ২৬ অক্টোবর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ অক্টোবর ২০১৯।
- "৫ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (PDF)। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার। ১৭ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা।
- "৬ষ্ঠ জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (PDF)। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার। ১৫ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা।
- "৭ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (PDF)। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার। ২৪ সেপ্টেম্বর ২০১৫ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা।
- "৮ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (PDF)। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার। ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা।
- "৯ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা"। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার।
- "১০ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা"। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার।
- "বাংলাদেশ গেজেট, অতিরিক্ত, জানুয়ারি ১, ২০১৯" (PDF)। ecs.gov.bd। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১ জানুয়ারি ২০১৯। ২ জানুয়ারি ২০১৯ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০১৯।
- BanglaNews24.com। "একাদশ সংসদের সদস্য হলেন যারা"। banglanews24.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-১০-২৬।
- "Sylhet-4"। বাংলাদেশের নির্বাচনের ফলাফল ২০১৪ (ইংরেজি ভাষায়)। ঢাকা ট্রিবিউন। ১২ মার্চ ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০১৮।
- "মনোনয়ন জমাদানের তালিকা"। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১১ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৮।
- "Parliament Election Result of 1991,1996,2001 Bangladesh Election Information and Statistics"। ভোট মনিটর নেটওয়ার্ক (ইংরেজি ভাষায়)। ২৯ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৮।
- "৭ম জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (PDF)। বাংলাদেশ সংসদ। সংগ্রহের তারিখ ৬ মার্চ ২০১৮।
বহিঃসংযোগ
- সেফোস "গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ" (ইংরেজি)