ঢাকা-৯

ঢাকা-৯ হল বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি ঢাকা জেলায় অবস্থিত জাতীয় সংসদের ১৮২নং আসন।

ঢাকা-৯
জাতীয় সংসদ-এর
নির্বাচনী এলাকা
জেলাঢাকা জেলা
বিভাগঢাকা বিভাগ
নির্বাচকমণ্ডলী৪,২৫,৫৭১ (২০১৮)[1]
বর্তমান নির্বাচনী এলাকা
সৃষ্ট১৯৭৩
দলবাংলাদেশ আওয়ামী লীগ
বর্তমান সাংসদসাবের হোসেন চৌধুরী

সীমানা

ঢাকা-৯ আসনটি ঢাকা মেট্রপলিটন খিলগাঁওসবুজবাগ থানাধীন নাসিরাবাদ ইউনিয়ন, দক্ষিণগাঁও ইউনিয়নমাণ্ডা ইউনিয়ন এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ০১, ০২, ০৩, ০৪, ০৫, ০৬ ও ০৭ নং ওয়ার্ড নিয়ে গঠিত।[2]

নির্বাচিত সাংসদ

নির্বাচনসদস্যদল
১৯৭৩ রফিক উদ্দিন আহমেদ বাংলাদেশ আওয়ামী লীগ[3]
১৯৭৯ নুরুল হক বাংলাদেশ জাতীয়তাবাদী দল[4]
১৯৮৬ মাহমুদুল হাসান জাতীয় পার্টি[5]
১৯৮৮ এম কোরবান আলী জাতীয় পার্টি[6]
১৯৯১ বেগম খালেদা জিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল
সেপ্টেম্বর ১৯৯১ উপ-নির্বাচন জে. ইউ. সরকার বাংলাদেশ জাতীয়তাবাদী দল
ফেব্রুয়ারি ১৯৯৬ খন্দকার মাহবুব উদ্দিন আহমাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল
জুন ১৯৯৬ মকবুল হোসেন বাংলাদেশ আওয়ামী লীগ
২০০১ খন্দকার মাহবুব উদ্দিন আহমাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল
২০০৮ সাবের হোসেন চৌধুরী বাংলাদেশ আওয়ামী লীগ
২০১৪ সাবের হোসেন চৌধুরী বাংলাদেশ আওয়ামী লীগ
২০১৮ সাবের হোসেন চৌধুরী বাংলাদেশ আওয়ামী লীগ

নির্বাচন

২০১০-এর দশকে নির্বাচন

বিরোধীদলগুলি ২০১৪ সালের সাধারণ নির্বাচন বর্জন করে তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নিলে সাবের হোসেন চৌধুরী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।[7]

২০০০-এর দশকে নির্বাচন

সাধারণ নির্বাচন ২০০৮: ঢাকা-৯[8][9]
দল প্রার্থী ভোট % ±%
আওয়ামী লীগ সাবের হোসেন চৌধুরী ১৭৯,৭৫৬ ৬৪.৯ +২৫.৭
বিএনপি শিরিন সুলতানা ৯২,২২৭ ৩৩.৩ -২৪.০
ইসলামী আন্দোলন মো. ফজলুল হক মৃধা ২,৬৪৮ ১.০ প্র/না
বাংলাদেশ কল্যাণ পার্টি সাদেক আহমেদ খান ৫৮৫ ০.২ প্র/না
বিকল্পধারা নিসার উদ্দিন আহমেদ কাজল ৪৪৪ ০.২ প্র/না
বিকেএ আব্দুর রশিদ গাজী ৪৪১ ০.২ -০.১
ন্যাশনাল পিপলস পার্টি হারুন অর রশিদ ২২০ ০.১ প্র/না
বিজেপি রহমত উল্লাহ ১৭২ ০.১ প্র/না
বাসদ মো. ইমাম হোসেন খান ১৪০ ০.১ প্র/না
গণফোরাম জুলেখা হক মৃধা ১১০ ০.০ প্র/না
পিপলস ফ্রন্ট কৃষক মো. সাদেক ৮২ ০.০ প্র/না
জেএসডি নুরুল আবসার ২২ ০.০ প্র/না
সংখ্যাগরিষ্ঠতা ৮৭,৫২৯ ৩১.৬ +১৩.৫
ভোটার উপস্থিতি ২৭৬,৮৪৭ ৭৭.৭ +২১.৪
বিএনপি থেকে আওয়ামী লীগ অর্জন করে
সাধারণ নির্বাচন ২০০১: ঢাকা-৯[10]
দল প্রার্থী ভোট % ±%
বিএনপি খন্দকার মাহবুব উদ্দিন আহমদ ১২৬,৯৮৫ ৫৭.৩ +১৭.৪
আওয়ামী লীগ মকবুল হোসেন ৮৬,৯০৮ ৩৯.২ -৫.১
ইসলামী জাতীয় ঐক্যফ্রন্ট মো. নাসির উদ্দিন মামুন ৫,৬৩৬ ২.৫ প্র/না
বিকেএ মো. শহীদুল আলম চৌধুরী ৫৪৪ ০.২ +০.১
কমিউনিস্ট পার্টি আব্দুল মালেক ৪৬৫ ০.২ প্র/না
বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ-খালেকুজ্জামান) বজলুর রশিদ ফিরোজ ২৯০ ০.১ প্র/না
স্বতন্ত্র ইয়ার আহমেদ ২০৪ ০.১ প্র/না
জাসদ মো. আব্দুল খালেক ১৫৪ ০.১ প্র/না
সমৃদ্ধ বাংলাদেশ আন্দোলন খালেদা বেগম ১০১ ০.০ -৩.২
জেপি (মঞ্জু) মো. মাহবুবুর রহমান ৯৩ ০.০ প্র/না
স্বতন্ত্র মো. সোহরাব খান ৮৩ ০.০ প্র/না
স্বতন্ত্র আবু বকর সিদ্দিক ৪৯ ০.০ প্র/না
দেশপ্রেম পার্টি মার্শাল শাহ আলম ৩৩ ০.০ প্র/না
স্বতন্ত্র মো. শাহ আলম ৩৩ ০.০ প্র/না
স্বতন্ত্র মো. আলী আকবর খান ৩১ ০.০ প্র/না
ইসলামী সমাজতান্ত্রিক আন্দোলন মো. আব্দুল হালিম ২৪ ০.০ প্র/না
স্বতন্ত্র রাশিদুল হাবিব ১৮ ০.০ প্র/না
সংখ্যাগরিষ্ঠতা ৪০,০৭৭ ১৮.১ +১৩.৭
ভোটার উপস্থিতি ২২১,৬৫১ ৫৬.৩ -১০.২
আওয়ামী লীগ থেকে বিএনপি অর্জন করে

১৯৯০-এর দশকে নির্বাচন

সাধারণ নির্বাচন জুন ১৯৯৬: ঢাকা-৯[10]
দল প্রার্থী ভোট % ±%
আওয়ামী লীগ মকবুল হোসেন ৮৪,১৫০ ৪৪.৩
বিএনপি মীর শওকত আলী ৭৫,৮৫৫ ৩৯.৯
জাতীয় পার্টি (এ) কাজী ফিরোজ রশিদ ৮,৭৩৮ ৪.৬
সমৃদ্ধ বাংলাদেশ আন্দোলন সালমান এফ. রহমান ৬,০৬১ ৩.২
জামায়াতে ইসলামী মো. নজরুল ইসলাম ৫,৬২৬ ৩.০
গণফোরাম কামাল হোসেন ৫,১৮৫ ২.৭
ইসলামী ঐক্য জোট মো. আলী আকবর ১,৮০৪ ০.৯
জাকের পার্টি মো. শফীউদ্দিন ৭৪৯ ০.৪
দেশপ্রেম পার্টি মার্শাল শাহ আলম ৫৩২ ০.৩
স্বতন্ত্র ফয়েজ আহমেদ ২৫১ ০.১
বিকেএ মো. রবিউল আলম চৌধুরী ১৬০ ০.১
বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ-খালেকুজ্জামান) বজলুর রশিদ ফিরোজ ১৫৩ ০.১
প্রগতিশীল গনতান্ত্রিক শক্তি ওয়াহিদুজ্জামান ১৩৪ ০.১
বাংলাদেশ জাতীয় অগ্রনি পার্টি আব্দুর রহমান সকদার ১৩১ ০.১
স্বতন্ত্র মো. এফ. রহমান ১২২ ০.১
জন দল শামীম রহমান তালুকদার ৮৬ ০.০
প্রগতিশীল জাতীয়তাবাদী দল (নূরুল এ মৌওলা) মো. মুস্তাফিজুর রহমান খান মোস্তফা ৭১ ০.০
জাতীয় জনতা পার্টি (আসাদ) মো. মাহাবুবুর রহমান ৪৫ ০.০
ফ্রিডম পার্টি এ. এস. এম. জামালউদ্দিন ৩৫ ০.০
বাংলাদেশ কৃষক রাজ ইসলামী পার্টি (এফ. হক সরদার) ক্বারী মো. ফজলুল হক সরদার ৩৩ ০.০
বাংলাদেশ ইসলামিক বিপ্লবী পরিষদ এসকে. মো. ওবায়দুল্লাহ বিন এস. জালালাবাদ ২৯ ০.০
স্বতন্ত্র ফরিদ উদ্দিন জাকির খান ২৩ ০.০
বাংলাদেশ মানবাধিকার দল বি. এইচ. রানা ২০ ০.০
স্বতন্ত্র মো. আরিফ হাওলাদার ১৮ ০.০
সংখ্যাগরিষ্ঠতা ৮,২৯৫ ৪.৪
ভোটার উপস্থিতি ১৯০,০১১ ৬৬.৫
বিএনপি থেকে আওয়ামী লীগ অর্জন করে

১৯৯১ সালের সাধারণ নির্বাচনে খালেদা জিয়া পাঁচটি আসনে দাড়ান: বগুড়া-৭,[11] ঢাকা-৫,[12] ঢাকা-৯, ফেনী-১চট্টগ্রাম-৮[13] সবগুলি আসনে জয়ী হবার পর, তিনি ফেনী-১ আসনকে প্রতিনিধিত্ব করার জন্য বেছে নেন; এর ফলে বাকী চার আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়।[14] ১৯৯১ সালের সেপ্টেম্বরের উপ-নির্বাচনে বিএনপির জে. ইউ. সরকার নির্বাচিত হন।[15]

সাধারণ নির্বাচন ১৯৯১: ঢাকা-৯[10]
দল প্রার্থী ভোট % ±%
বিএনপি খালেদা জিয়া ৫৫,৯৪৬ ৬০.৪
আওয়ামী লীগ সাজেদা চৌধুরী ২৯,৪৬৪ ৩১.৮
জামায়াতে ইসলামী মো. রুহুল আমিন ২,৫০৫ ২.৭
জাতীয় পার্টি (এ) উম্মে কাওসার সালমা বিন ১,৮২৯ ২.০
জাকের পার্টি তৌফিকুর রহমান ৯২৮ ১.০
বিকেএ মো. শহীদুল আলম চৌধুরী ৪৫৫ ০.৫
বাংলাদেশ জনতা পার্টি শামসুদ্দিন আহমেদ ৪৩২ ০.৫
জনতা মুক্তি পার্টি সালাহ উদ্দিন চৌধুরী বুলু ৪০৮ ০.৪
স্বতন্ত্র শাহ আলম ১৪৪ ০.২
প্রগতিশীল গণতান্ত্রিক শক্তি মো. ওয়াহিদুজ্জামান ১২০ ০.১
স্বতন্ত্র এস. এম. মজিবর রহমান মঞ্জু ৯৪ ০.১
স্বতন্ত্র শাহাব উদ্দিন আহমেদ ৭৫ ০.১
জেএসডি (সিরাজ) জাহানারা বেগম ৪৬ ০.০
প্রগতিশীল জাতীয়তাবাদী দল (নূরুল এ মৌওলা) মো. মোস্তাফিজুর রহমান মোস্তফা ৪০ ০.০
বাংলাদেশ বেকার সমাজ জহুরুল আলম ৩৯ ০.০
বাকশাল এম. এ. সাত্তার ৩৬ ০.০
জাতীয় শ্রমজীবি পার্টি আব্দুল খালেক ২৮ ০.০
ন্যাপ (ভাষানী-নূর মোহাম্মদ কাজী) মুজিবুর রহমান ২৭ ০.০
বাংলাদেশ জাতীয় পিপলস পার্টি মো. আব্দুল হাই ২৫ ০.০
বাংলাদেশ মানবতাবাদী দল মো. রাজু আহমেদ রাজু ২৫ ০.০
বাংলাদেশ মুসলিম লীগ (কাদের) এ. এফ. এম. হারুনুর রশিদ ১৯ ০.০
স্বতন্ত্র এ. নাসের আজম খান ১৫ ০.০
সংখ্যাগরিষ্ঠতা ২৬,৪৮২ ২৮.৬
ভোটার উপস্থিতি ৯২,৭০০ ৫০.৩
জাতীয় পার্টি (এ) থেকে বিএনপি অর্জন করে

তথ্যসূত্র

  1. এমরান হোসাইন শেখ (১০ অক্টোবর ২০১৮)। "কোন আসনে কত ভোটার"বাংলা ট্রিবিউন। ২৭ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা।
  2. "জাতীয় সংসদীয় আসনবিন্যাস (২০১৩) গেজেট" (PDF)বাংলাদেশ নির্বাচন কমিশন। ১৬ জুন ২০১৫ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৫
  3. "১ম জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (PDF)বাংলাদেশ সংসদ। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪
  4. "২য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (PDF)বাংলাদেশ সংসদ। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪
  5. "৩য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (PDF)বাংলাদেশ সংসদ। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪
  6. "৪র্থ জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (PDF)বাংলাদেশ সংসদ। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪
  7. "১৫৩ আসনে জয়ী যারা"দৈনিক সমকাল। ৪ জানুয়ারি ২০১৪। ৬ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ ডিসেম্বর ২০১৮
  8. "৯ম জাতীয় সংসদ নির্বাচন" (PDF)বাংলাদেশ নির্বাচন কমিশন। ২৮ নভেম্বর ২০১৮ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৮
  9. "মনোনয়ন জমাদানের তালিকা"বাংলাদেশ নির্বাচন কমিশন। ১১ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৮
  10. "Parliament Election Result of 1991,1996,2001 Bangladesh Election Information and Statistics"ভোট মনিটর নেটওয়ার্ক (ইংরেজি ভাষায়)। ২৮ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৮
  11. "Parliament Election Result of 1991,1996,2001 Bangladesh Election Information and Statistics"ভোট মনিটর নেটওয়ার্ক (ইংরেজি ভাষায়)। ২৮ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৮
  12. "Parliament Election Result of 1991,1996,2001 Bangladesh Election Information and Statistics"ভোট মনিটর নেটওয়ার্ক (ইংরেজি ভাষায়)। ২৯ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৮
  13. "Parliament Election Result of 1991,1996,2001 Bangladesh Election Information and Statistics"ভোট মনিটর নেটওয়ার্ক (ইংরেজি ভাষায়)। ২৯ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৮
  14. "৫ম জাতীয় সংসদ সদস্যদের তালিকা"বাংলাদেশ সংসদ। সংগ্রহের তারিখ ৯ এপ্রিল ২০১৮
  15. আখতার, মুহাম্মদ ইয়াহিয়া (২০০১)। Electoral Corruption in Bangladesh [বাংলাদেশে নির্বাচনী দুর্নীতি] (ইংরেজি ভাষায়)। আশগেট। পৃষ্ঠা ২৪৩। আইএসবিএন 0-7546-1628-2।

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.