সবুজবাগ থানা

সবুজবাগ থানা বাংলাদেশের ঢাকা বিভাগের আওতাভুক্ত ঢাকা জেলার একটি প্রশাসনিক এলাকা বা থানা। এটি ঢাকার অত্যন্ত জনবহুল অঞ্চল।[1]

সবুজবাগ
Sabujbagh
থানা
সবুজবাগ
বাংলাদেশে সবুজবাগ থানার অবস্থান
স্থানাঙ্ক: ২৩°৪৪′ উত্তর ৯০°২৬′ পূর্ব
দেশ বাংলাদেশ
বিভাগঢাকা বিভাগ
জেলাঢাকা জেলা
আয়তন
  মোট১৮.১৮ কিমি (৭.০২ বর্গমাইল)
জনসংখ্যা (১৯৯১)
  মোট৩,৫৪,৯৮৯
  জনঘনত্ব১৯৫২৬/কিমি (৫০৫৭০/বর্গমাইল)
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)

ভূগোল

সবুজবাগ থানার অবস্থান হচ্ছে ২৩.৭৩৩৩° উত্তর ৯০.৪৩৩৩° পূর্ব / 23.7333; 90.4333। মোট আয়তন ১৮.১৮ বর্গ কিলোমিটার। ৬৫৫১৭ টি পরিবারের বসবাস।

জনসংখ্যার উপাত্ত

১৯৯১ সালের আদম শুমারি অনুসারে সবুজবাগ থানার জনসংখ্যা ছিল ৬৫৫১৭ টি পরিবারে ২০১২,৭৩ জন। যার মধ্যে সবার বয়স ১৮ এবং তারও বেশি। স্বাক্ষরতার হার ৬০%। পুরুষ ৫৪.৪৪%, এবং মহিলা ৪৫.৫৬%। [2]

শিক্ষা

সবুজবাগে স্কুল ও কলেজ

  • সবুজবাগ সরকারী কলেজ
  • সবুজবাগ সরকারী উচ্চ বিদ্যালয়
  • মতিঝিল মডেল উচ্চ বিদ্যালয় ও কলেজ, বাসাবো শাখা,
  • কদমতলা পূর্ব বাসাবো স্কুল এন্ড কলেজ
  • মাদারটেক আব্দুল আজিজ স্কুল অ্যান্ড কলেজ,
  • কমলাপুর স্কুল অ্যান্ড কলেজ,
  • সেন্ট্রাল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ
  • মুগদা পাড়া কাজী জাফর আহমেদ উচ্চ বিদ্যালয়
  • আদর্শ স্কুল ও কলেজ, মুগদাপাড়া শাখা,
  • ধর্মরাজিকা এতিমখানা আবাসিক উচ্চ বিদ্যালয়
  • হায়দার আলী উচ্চ বিদ্যালয় ও কলেজ, মান্ডা

আরো দেখুন

তথ্যসূত্র

  1. "সবুজবাগ থানা"বাংলাপিডিয়া। সংগ্রহের তারিখ ২০১৯-০৮-১২
  2. "Population Census Wing, BBS."। ২০০৫-০৩-২৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ নভেম্বর ১০, ২০০৬
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.