মকবুল হোসেন (ঢাকার রাজনীতিবিদ)
মকবুল হোসেন শিল্পপতি, আইনজীবী ও বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিবিদ। তিনি ঢাকা-৯ আসন থেকে জুন ১৯৯৬ সালের সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।[1][2]
মকবুল হোসেন | |
---|---|
ঢাকা-৯ আসনের সাবেক সাংসদ | |
কাজের মেয়াদ জুন ১৯৯৬ – ২০০১ | |
পূর্বসূরী | জে. ইউ. সরকার |
উত্তরসূরী | খন্দকার মাহবুব উদ্দিন আহমাদ |
ব্যক্তিগত বিবরণ | |
রাজনৈতিক দল | বাংলাদেশ আওয়ামী লীগ |
প্রাক্তন শিক্ষার্থী | ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ কলেজ |
জীবিকা | শিল্পপতি, আইনজীবী ও রাজনীতিবিদ |
জন্ম ও প্রাথমিক জীবন
মকবুল হোসেন ঢাকায় জন্মগ্রহণ করেন। তিনি জগন্নাথ কলেজ থেকে লেখাপড়া এইচএসসি পাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৭২ সালে এমএ এরপর এলএলবি ডিগ্রি অর্জন করেন।[3]
রাজনৈতিক ও কর্মজীবন
মকবুল হোসেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রিয় কমিটির উপদেষ্টা পরিষদের সদস্য। ১৯৬৬ সালে তিনি ছাত্রলীগের জগন্নাথ কলেজ শাখার সভাপতির দায়িত্ব পালন করেন। ১৯৬৮ সাল থেকে ১৯৭১ সাল পর্যন্ত তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সমাজকল্যাণ ইন্সটিটিউট শাখা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি সক্রিয়ভাবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি তিনি। ১৯৯৬ সালের সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়ে তিনি (তৎকালীন ঢাকা-৯ আসন) সংসদ সদস্য নির্বাচিত হন। [1] ২০০১ সালের অষ্টম জাতীয় নির্বাচনে তিনি পরাজিত হন। এরপর টানা তিনবার নির্বাচনে অংশগ্রহণ করেননি।[3][4]
আরও দেখুন
তথ্যসূত্র
- "৭ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (PDF)। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার। ২৪ সেপ্টেম্বর ২০১৫ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা।
- "মকবুল হোসেন (ঢাকা)"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০১৯-১১-২৯।
- "আ'লীগের মনোনয়ন চান মকবুল হোসেন"। Jugantor। সংগ্রহের তারিখ ২০১৯-১১-২৯।
- "আওয়ামী লীগে নানকের চ্যালেঞ্জ মকবুল"। সমকাল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-১১-২৯।