সুনামগঞ্জ-১

সুনামগঞ্জ-১ হল বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি সুনামগঞ্জ জেলায় অবস্থিত জাতীয় সংসদের ২২৪নং আসন।

সুনামগঞ্জ-১
জাতীয় সংসদ-এর
নির্বাচনী এলাকা
জেলাসুনামগঞ্জ জেলা
বিভাগসিলেট বিভাগ
নির্বাচকমণ্ডলী৩,৯৮,৯৯৪ (২০১৮)[1]
বর্তমান নির্বাচনী এলাকা
সৃষ্ট১৯৮৪
দলবাংলাদেশ আওয়ামী লীগ
বর্তমান সাংসদমোয়াজ্জেম হোসেন রতন

সীমানা

সুনামগঞ্জ-১ আসনটি সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলা, তাহিরপুর উপজেলা, জামালগঞ্জ উপজেলা নিয়ে গঠিত।[2]

নির্বাচিত সাংসদ

নির্বাচনসদস্যদল
১৯৭৩ আবদুল হেকিম চৌধুরী বাংলাদেশ আওয়ামী লীগ[3]
১৯৭৯ সৈয়দ রফিকুল হক বাংলাদেশ জাতীয়তাবাদী দল[4]
১৯৮৬ বরুণ রায় বাংলাদেশ আওয়ামী লীগ[5]
১৯৮৮ (মধ্যবর্তী নির্বাচন) বদরুদ্দোজা আহমেদ সুজা জাতীয় পার্টি[6]
১৯৯১ নজির হোসেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)[7][8]
ফেব্রুয়ারি ১৯৯৬ নজির হোসেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল
জুন ১৯৯৬ সৈয়দ রফিকুল হক বাংলাদেশ আওয়ামী লীগ
২০০১ নজির হোসেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল
২০০৮ মোয়াজ্জেম হোসেন রতন বাংলাদেশ আওয়ামী লীগ
২০১৪ মোয়াজ্জেম হোসেন রতন বাংলাদেশ আওয়ামী লীগ
২০১৮ মোয়াজ্জেম হোসেন রতন বাংলাদেশ আওয়ামী লীগ

নির্বাচন

২০১০-এর দশকে নির্বাচন

সাধারণ নির্বাচন ২০১৪: সুনামগঞ্জ-১[9]
দল প্রার্থী ভোট % ±%
আওয়ামী লীগ মোয়াজ্জেম হোসেন রতন ৮৮,৯৮১ ৭৩.২ +১৪.৯
স্বতন্ত্র সৈয়দ রফিকুল হক ৩২,৫৮১ ২৬.৮ প্র/না
সংখ্যাগরিষ্ঠতা ৫৬,৪০০ ৪৬.৪ +২৩.৬
ভোটার উপস্থিতি ১২১,৫৬২ ৩৪.৬ -৫২.১
আওয়ামী লীগ নির্বাচনী এলাকা ধরে রাখে

২০০০-এর দশকে নির্বাচন

সাধারণ নির্বাচন ২০০৮: সুনামগঞ্জ-১[10][11]
দল প্রার্থী ভোট % ±%
আওয়ামী লীগ মোয়াজ্জেম হোসেন রতন ১৫৫,২৫২ ৫৮.৩ +১৫.৯
বিএনপি রফিক চৌধুরী ৯৪,৪৫৮ ৩৫.৫ -২১.৪
স্বতন্ত্র নজির হোসাইন ১৬,৭১৬ ৬.৩ প্র/না
সংখ্যাগরিষ্ঠতা ৬০,৭৯৪ ২২.৮ +৮.২
ভোটার উপস্থিতি ২৬৬,৪২৬ ৮৬.৭ +১০.৫
বিএনপি থেকে আওয়ামী লীগ অর্জন করে
সাধারণ নির্বাচন ২০০১: সুনামগঞ্জ-১[12]
দল প্রার্থী ভোট % ±%
বিএনপি নজির হোসাইন ১২৮,৪৪৮ ৫৬.৯ +১৬.০
আওয়ামী লীগ সুরঞ্জিত সেন গুপ্ত ৯৫,৫৭৪ ৪২.৪ +০.৬
ইসলামী জাতীয় ঐক্যফ্রন্ট মোঃ আলী হোসাইন ১,২২৪ ০.৫ প্র/না
জেপি (মঞ্জু) বদরুদ্দোজা আহমেদ সুজা ৩২৯ ০.১ প্র/না
সংখ্যাগরিষ্ঠতা ৩২,৮৭৪ ১৪.৬ +১৩.৭
ভোটার উপস্থিতি ২২৫,৫৭৫ ৭৬.২ +৩.০
আওয়ামী লীগ থেকে বিএনপি অর্জন করে

১৯৯০-এর দশকে নির্বাচন

সাধারণ নির্বাচন জুন ১৯৯৬: সুনামগঞ্জ-১[12]
দল প্রার্থী ভোট % ±%
আওয়ামী লীগ সৈয়দ রফিকুল হক ৬৮,৭৮৭ ৪১.৮ প্র/না
বিএনপি নজির হোসাইন ৬৭,৩১২ ৪০.৯ +২৩.০
জাতীয় পার্টি (এ) আলী আমজাদ ১৬,৬৬৮ ১০.১ প্র/না
জামায়াতে ইসলামী মোসলেম উদ্দিন ৬,৩৪৫ ৩.৯ -৩.১
গণফোরাম মোঃ মোসারফ হোসাইন ৪,১৫৪ ২.৫ প্র/না
জাকের পার্টি জয়নাল আবেদীন ৭১০ ০.৪ প্র/না
ওয়ার্কার্স পার্টি তারেক-আল-মইন ৪৩৮ ০.৩ প্র/না
সংখ্যাগরিষ্ঠতা ১,৪৭৫ ০.৯ -১০.৮
ভোটার উপস্থিতি ১৬৪,৪১৪ ৭৩.২ +২৫.৩
কমিউনিস্ট পার্টি থেকে আওয়ামী লীগ অর্জন করে
সাধারণ নির্বাচন ১৯৯১: সুনামগঞ্জ-১[12]
দল প্রার্থী ভোট % ±%
কমিউনিস্ট পার্টি নজির হোসাইন ৪৪,১১৭ ৩৬.৯
জেএসডি আলী আমজাদ ৩০,১৮৭ ২৫.৩
বিএনপি মুক্তার হোসাইন ২১,৩৯১ ১৭.৯
স্বতন্ত্র শাহ্জাহান ১৩,২২৪ ১১.১
জামায়াতে ইসলামী মোসলেম উদ্দিন ৮,৩৭১ ৭.০
স্বতন্ত্র সৈয়দ রফিকুল হক ১,১৫০ ১.০
স্বতন্ত্র এ নুর অখঞ্জিত ৯৬১ ০.৮
এনডিপি বদরুদ্দোজা আহমেদ সুজা ১৩২ ০.১
সংখ্যাগরিষ্ঠতা ১৩,৯৩০ ১১.৭
ভোটার উপস্থিতি ১১৯,৫৩৩ ৪৭.৯
প্রযোজ্য নয় থেকে কমিউনিস্ট পার্টি অর্জন করে

তথ্যসূত্র

  1. এমরান হোসাইন শেখ (১০ অক্টোবর ২০১৮)। "কোন আসনে কত ভোটার"বাংলা ট্রিবিউন। ২৭ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা।
  2. "জাতীয় সংসদীয় আসনবিন্যাস (২০১৩) গেজেট" (PDF)বাংলাদেশ নির্বাচন কমিশন। ১৬ জুন ২০১৫ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৫
  3. "১ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (PDF)জাতীয় সংসদবাংলাদেশ সরকার। ৯ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা।
  4. "২য় জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (PDF)জাতীয় সংসদবাংলাদেশ সরকার। ৪ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা।
  5. "৩য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (PDF)বাংলাদেশ সংসদ। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪
  6. "৪র্থ জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (PDF)বাংলাদেশ সংসদ। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪
  7. "৫ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (PDF)জাতীয় সংসদবাংলাদেশ সরকার। ১৭ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা।
  8. "সুনামগঞ্জ-১: বিএনপির মনোনয়ন পেলেন সাবেক এমপি নজির হোসেন"Jugantor। সংগ্রহের তারিখ ২০১৯-০৮-২৩
  9. "Sunamganj-1"বাংলাদেশের নির্বাচনের ফলাফল ২০১৪ (ইংরেজি ভাষায়)। ঢাকা ট্রিবিউন। ২১ মে ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০১৮
  10. "৯ম জাতীয় সংসদ নির্বাচন" (PDF)বাংলাদেশ নির্বাচন কমিশন। ২৮ নভেম্বর ২০১৮ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৮
  11. "মনোনয়ন জমাদানের তালিকা"বাংলাদেশ নির্বাচন কমিশন। ১১ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৮
  12. "Parliament Election Result of 1991,1996,2001 Bangladesh Election Information and Statistics"ভোট মনিটর নেটওয়ার্ক (ইংরেজি ভাষায়)। ২৮ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৮

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.