নীলফামারী-৩

নীলফামারী-৩ হল বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি নীলফামারী জেলায় অবস্থিত জাতীয় সংসদের ১৪নং আসন।

নীলফামারী-৩
জাতীয় সংসদ-এর
নির্বাচনী এলাকা
জেলানীলফামারী জেলা
বিভাগরংপুর বিভাগ
নির্বাচকমণ্ডলী২,৩৬,১৬৮ (২০১৮)[1]
বর্তমান নির্বাচনী এলাকা
সৃষ্ট১৯৮৪
দলজাতীয় পার্টি (এরশাদ)
বর্তমান সাংসদরানা মোহাম্মদ সোহেল

সীমানা

নীলফামারী-৩ আসনটি নীলফামারী জেলার জলঢাকা উপজেলা নিয়ে গঠিত।[2]

ইতিহাস

নীলফামারী-৩ আসনটি ১৯৮৪ সালে গঠিত হয়, যখন বৃহত্তর রংপুর জেলাকে ভেঙে পাঁচটি জেলায় (নীলফামারী, রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধা) ভাগ করা হয়েছিল।

নির্বাচনী এলাকা গঠনের সময় এটি জলঢাকা উপজেলা ও কিশোরগঞ্জ উপজেলার তিনটি ইউনিয়ন পরিষদ (বড়ভিটা ও পুটিমারি ও রণচণ্ডি) নিয়ে গঠিত ছিল।[3] কিন্তু ২০১৮ সাধারণ নির্বাচনে সীমানা পুনরায় নির্ধারিত করে।[3][4]

নির্বাচিত সাংসদ

নির্বাচনসাংসদরাজনৈতিক দল
১৯৮৬ জোবান উদ্দিন আহমেদ জামায়াতে ইসলামী বাংলাদেশ[5]
১৯৮৮ এমকে আলম চৌধুরী জাতীয় পার্টি[6]
১৯৯১ মোঃ আজহারুল ইসলাম বাংলাদেশ আওয়ামী লীগ
ফেব্রুয়ারি ১৯৯৬ আনোয়ারুল কবির চৌধুরী বাংলাদেশ জাতীয়তাবাদী দল
জুন ১৯৯৬ মিজানুর রহমান চৌধুরী বাংলাদেশ জামায়াতে ইসলামী
২০০১ মিজানুর রহমান চৌধুরী বাংলাদেশ জামায়াতে ইসলামী
২০০৮ কাজী ফারুক কাদের জাতীয় পার্টি (এরশাদ)
২০১৪ গোলাম মোস্তফা বাংলাদেশ আওয়ামী লীগ
২০১৮ রানা মোহাম্মদ সোহেল জাতীয় পার্টি (এরশাদ)

নির্বাচনী ফলাফল

২০১০-এর দশকে

সাধারণ নির্বাচন ২০১৪: নীলফামারী-৩[7]
দল প্রার্থী ভোট % ±%
আওয়ামী লীগ গোলাম মোস্তফা ৭৮,৯১৯ ৭৯.৫ N/A
জাতীয় পার্টি (এ) কাজী ফারুক কাদের ২০,৩৪৫ ২০.৫ -৪৭.৬
সংখ্যাগরিষ্ঠতা ৫৮,৫৭৪ ৫৯.০ +২২.২
ভোটার উপস্থিতি ৯৯,২৬৪ ৩৮.০ -৫৩.২
জাতীয় পার্টি (এ) থেকে আওয়ামী লীগ অর্জন করে

২০০০-এর দশকে

সাধারণ নির্বাচন ২০০৮: নীলফামারী-৩[4][8]
দল প্রার্থী ভোট % ±%
জাতীয় পার্টি (এ) কাজী ফারুক কাদের ১৪৫,৬৮৮ ৬৮.১ N/A
জামায়াতে ইসলামী আজিজুল ইসলাম ৬৬,৮৪৯ ৩১.২ -৬.৮
ইসলামী আন্দোলন মোঃ আব্দুল মোনায়েম ১,৫৪৯ ০.৭ N/A
সংখ্যাগরিষ্ঠতা ৭৮,৮৩৯ ৩৬.৮ +৩১.৪
ভোটার উপস্থিতি ২১৪,০৮৬ ৯১.২ +৯.২
জামায়াতে ইসলামী থেকে জাতীয় পার্টি (এ) অর্জন করে
সাধারণ নির্বাচন ২০০১: নীলফামারী-৩[9]
দল প্রার্থী ভোট % ±%
জামায়াতে ইসলামী মিজানুর রহমান চৌধুরী ৬৪,১৮০ ৩৮.০ +৬.৭
আওয়ামী লীগ দীপেন্দ্রনাথ সরকার ৫৫,০৪৩ ৩২.৬ N/A
ইসলামী জাতীয় ঐক্যফ্রন্ট রশিদুল আলম চৌধুরী ৪৪,০১৪ ২৬.১ N/A
জেপি (মঞ্জু) মোঃ কাজী নুরুন্নবী ৪,০৮১ ২.৪ N/A
কমিউনিস্ট পার্টি মোঃ জাহেদ আলী ৫৫২ ০.৩ -০.২
জাসদ আজিজুল ইসলাম ৪৯৬ ০.৩ N/A
স্বতন্ত্র এ. কে. নজরুল ইসলাম ৩৮৮ ০.২ N/A
সংখ্যাগরিষ্ঠতা ৯,১৩৭ ৫.৪ +৩.৩
ভোটার উপস্থিতি ১৬৮,৭৫৪ ৮২.০ +১১.২
জামায়াতে ইসলামী নির্বাচনী এলাকা ধরে রাখে

১৯৯০-এর দশকে

[9]}}

সাধারণ নির্বাচন, জুন ১৯৯৬: নীলফামারী-৩
দল প্রার্থী ভোট % ±%
জামায়াতে ইসলামী মিজানুর রহমান চৌধুরী ৩৭,৫৪৬ ৩১.৩ +৫.৫
জাতীয় পার্টি (এ) রশিদুল আলম চৌধুরী ৩৫,০৩০ ২৯.২ +২.২
আওয়ামী লীগ মোঃ আজহারুল ইসলাম ৩৪,৪৩৯ ২৮.৭ -৪.৬
বিএনপি আনোয়ারুল কবির চৌধুরী ৮,৭০২ ৭.৩ +২.৩
সমৃদ্ধ বাংলাদেশ আন্দোলন মোঃ কামরুল আলম কবির ১,৮১০ ১.৫ N/A
গণফোরাম মোঃ আব্দুল হাকিম ৭৩১ ০.৬ N/A
কমিউনিস্ট পার্টি মোঃ জাহেদ আলী ৫৭৭ ০.৫ N/A
স্বতন্ত্র মোঃ আব্দুল গফুর ৫৭২ ০.৫ N/A
জাকের পার্টি মোঃ মোজাফ্ফর হোসেন ৪৪৬ ০.৪ +০.১
সংখ্যাগরিষ্ঠতা ২,৫১৬ ২.১ -৪.২
ভোটার উপস্থিতি ১১৯,৮৫৩ ৭০.৮ +১২.১
আওয়ামী লীগ থেকে জামায়াতে ইসলামী অর্জন করে
সাধারণ নির্বাচন ১৯৯১: নীলফামারী-৩[9]
দল প্রার্থী ভোট % ±%
আওয়ামী লীগ মোঃ আজহারুল ইসলাম ৩৭,১৩১ ৩৩.৩
জাতীয় পার্টি (এ) মোঃ নুরুল হক ৩০,০৬৪ ২৭.০
জামায়াতে ইসলামী জোবান উদ্দিন আহমেদ ২৮,৮০৬ ২৫.৮
বিএনপি মোঃ মমিনুর রহমান চৌধুরী ৫,৫৩৮ ৫.০
বাংলাদেশ মুসলিম লীগ (কাদের) কাজী আব্দুল কাদের ৪,৮৩৪ ৪.৩
স্বতন্ত্র মোঃ কামরুল আলম কবির ৩,৪১৪ ৩.১
বাকশাল মোঃ নুরুজ্জামান ১,০৭৬ ১.০
জাকের পার্টি মোঃ আব্দুর রউফ প্রামাণিক ৪৪৬ ০.৩
স্বতন্ত্র মোঃ হামিদুল এহেসান ১৫৫ ০.২
সংখ্যাগরিষ্ঠতা ৭,০৬৭ ৬.৩
ভোটার উপস্থিতি ১১১,৪৬৪ ৫৮.৭
জাতীয় পার্টি (এ) থেকে আওয়ামী লীগ অর্জন করে

টীকা

  1. এমরান হোসাইন শেখ (১০ অক্টোবর ২০১৮)। "কোন আসনে কত ভোটার"বাংলা ট্রিবিউন। ২৭ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা।
  2. "জাতীয় সংসদীয় আসনপূর্ণবিন্যাস (২০১৮) গেজেট" (PDF)। বাংলাদেশ নির্বাচন কমিশন। ৩০ এপ্রিল ২০১৮। ৭ মে ২০১৮ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ মে ২০১৮
  3. "জাতীয় সংসদীয় আসনবিন্যাস (২০১৩) গেজেট" (PDF)। নির্বাচন কমিশন বাংলাদেশ। ১৬ জুন ২০১৫ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৫
  4. "Constituency Maps of Bangladesh" (PDF)Bangladesh Election Commission। ২০১০। ১৪ আগস্ট ২০১৪ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪
  5. "List of 3rd Parliament Members" (PDF)Bangladesh Parliament। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪
  6. "List of 4th Parliament Members" (PDF)Bangladesh Parliament। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪
  7. "Nilphamari-3"Bangladesh Election Result 2014। Dhaka Tribune। ৩০ এপ্রিল ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০১৮
  8. "Nomination submission List"Bangladesh Election Commission। ১১ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৮
  9. "Parliament Election Result of 1991,1996,2001 Bangladesh Election Information and Statistics"Vote Monitor Networks। ২৪ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৮

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.