নীলফামারী সদর উপজেলা

নীলফামারী সদর বাংলাদেশের নীলফামারী জেলার অন্তর্গত একটি উপজেলা

নীলফামারী সদর
উপজেলা
নীলফামারী সদর
বাংলাদেশে নীলফামারী সদর উপজেলার অবস্থান
স্থানাঙ্ক: ২৫°৫৬′৩৬″ উত্তর ৮৮°৫০′৫৫″ পূর্ব
দেশ বাংলাদেশ
বিভাগরংপুর বিভাগ
জেলানীলফামারী জেলা
সংসদীয় আসননীলফামারী-২
সরকার
  সাংসদআসাদুজ্জামান নূর (বাংলাদেশ আওয়ামী লীগ)
আয়তন
  মোট২৩৯.১৪ কিমি (৯২.৩৩ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)[1]
  মোট৪,২৭,৯১৩
  জনঘনত্ব১৮০০/কিমি (৪৬০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
  মোট৬৫%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
প্রশাসনিক
বিভাগের কোড
৫৫ ৭৩ ৬৪
ওয়েবসাইটপ্রাতিষ্ঠানিক ওয়েবসাইট

অবস্থান

নীলফামারী সদর উপজেলার ভৌগোলিক অবস্থান অক্ষাংশ ২৩°২৯' উত্তর এবং ২৩°৪২' উত্তর; দ্রাঘিমাংশ ২৬°১৯ পূর্ব এবং ৯১°০৫' পূর্ব। আয়তন ২৩৯.১৪ বর্গ কিলোমিটার। এই উপজেলার উত্তরে ডোমার উপজেলাজলঢাকা উপজেলা, দক্ষিণে সৈয়দপুর উপজেলা, পূর্বে কিশোরগঞ্জ উপজেলাজলঢাকা উপজেলা, পশ্চিমে খানসামা উপজেলা ও দেবীগঞ্জ উপজেলা।

প্রশাসনিক এলাকা

ইউনিয়ন সমূহঃ

  1. চওড়া বড়গাছা
  2. গোড়গ্রাম
  3. খোকশাবাড়ি
  4. পলাশবাড়ী
  5. রামনগর
  6. কচুকাটা
  7. পঞ্চপুকুর
  8. ইটাখোলা
  9. কুন্দুপুকুর
  10. সোনারায়
  11. সংগলশী
  12. চড়াইখোলা
  13. চাপড়া সরমজানী
  14. টুপামারী
  15. লক্ষীচাপ

ইতিহাস

নীলফামারী সদর উপজেলা নীলফামারী জেলার অন্তর্গত। এটি ১৫টি ইউনিয়ন নিয়ে গঠিত। প্রাচীনকালে এখানে নীল চাষ করা হত। ১৯৭৫ সালে নীলফামারী থানা বর্তমান উপজেলার অন্তর্গত ১৩নং চড়াইখোলা ইউনিয়নের দারোয়ানি মৌজায় (জে,এল নং-৮৭) সর্বপ্রথম স্থাপিত হয়।এবং পরে থানা সদর নীলফামারী টাউন মৌজায় (যে, এল, নং-৫৮) স্থানান্তর করা হয়। ১৯৮৪ সালের ১লা ফেব্রুয়ারি তারিখে নীলফামারী থানা, নীলফামারী সদর উপজেলা হিসেবে তার প্রশাসনিক কার্যক্রম শুরু করে।

ব্রিটিশ উপনিবেশিক শাসনামিলে রংপুর অঞ্চলের অন্তর্গত নীলফামারীতে নীল চাষের অনূকুল পরিবেশ ছিল। ব্রিটিশরা নীলফামারীতে নীলের খামার স্থাপিত করে। এখানে বিরাট নীলের খামার ছিল। বর্তমান নীলফামারী স্টেশন থেকে অদূরে এটি অবস্থিত। কথিত আছে, ‘নীল খামার’ থেকে “নীলফামারী” নামের উৎপত্তি। [2]

জনসংখ্যার উপাত্ত

শিক্ষা

শিক্ষা প্রতিষ্ঠান

অর্থনীতি

প্রাকৃতিক সম্পদ সমূহঃ

ক্রমিক নংশিরোনামউপাত্ত
০১মোট জমির পরিমাণ২৩,৮৩৪ হেক্টর
০২নীট ফসলী জমি১৬,৫০০ হেক্টর
০৩মোট ফসলী জমি৩৯,১০৩ হেক্টর
০৪এক ফসলী জমি৩,০১৫ হেক্টর
০৫দুই ফসলী জমি৪,৩৬৭ হেক্টর
০৬তিন ফসলী জমি৯,১১৮ হেক্টর
০৭বস্নক সংখ্যা৫৪ টি
০৮বাৎসরিক খাদ্য চাহিদা৭৮,২৬৭ মেঃ টন

[3]

কৃতী ব্যক্তিত্ব

দর্শনীয় স্থান

নীলসাগর: নীলফামারী সদর উপজেলা থেকে উত্তর-পশ্চিম কোণে ১৪ কিমিঃ দূরত্বে গোড়গ্রাম ইউনিয়নে অবস্থিত৷।

বিবিধ

আরও দেখুন

তথ্যসূত্র

  1. বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন (জুন, ২০১৪)। "এক নজরে নীলফামারী সদর"। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। ১৭ এপ্রিল ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৪ এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ= (সাহায্য)
  2. "নীলফামারী সদর উপজেলার ইতিহাস"nilphamari.gov.bd
  3. "প্রাকৃতিক সম্পদ সমূহ"http://nilphamarisadar.nilphamari.gov.bd |কর্ম= এ বহিঃসংযোগ দেয়া (সাহায্য)

বহিঃসংযোগ

  • {{বাংলাপিডিয়া}} টেমপ্লেটে আইডি অনুপস্থিত ও উইকিউপাত্তেও তা উপস্থিত নেই।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.