সংগলশী ইউনিয়ন
সংগলশী ইউনিয়ন বাংলাদেশের নীলফামারী জেলার সদর উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন।[1] রংপুর বিভাগ তথা উত্তরাঞ্চলের একমাত্র ইপিজেড উত্তরা ইপিজেড এ ইউনিয়নে অবস্থিত।
সংগলশী | |
---|---|
ইউনিয়ন | |
দেশ | ![]() |
বিভাগ | রংপুর বিভাগ |
জেলা | নীলফামারী জেলা |
উপজেলা | নীলফামারী সদর উপজেলা ![]() |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট ![]() |
অবস্থান
সংগলশী ইউনিয়নের পূর্ব- দক্ষিণে সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ি ইউনিয়ন, উত্তর-পূর্ব দিকে সদর উপজেলার চড়াইখোলা ইউনিয়ন, উত্তরে সদর উপজেলার চড়াইখোলা-কুন্দুপুকুর ইউনিয়ন এবং পশ্চিমে সোনারায় ইউনিয়ন অবস্থিত।
প্রশাসনিক এলাকা
সংগলশী ইউনিয়ন ৯টি মৌজা/গ্রাম নিয়ে গঠিত। মৌজা সমুহ ৯টি প্রশাসনিক ওয়ার্ডে বিভক্ত।[2]
- বড় সংগলশী
- ছোট সংগলশী
- বড় এলংমারী
- ছোট এলংমারী
- দক্ষিণ বালাপাড়া
- মুশরত কুখাপাড়া
- কাদিকোল
- সূবর্ণখুলী
- দিঘলডাঙ্গী
ইতিহাস
শিক্ষা
সংগলশী ইউনিয়নের শিক্ষার হার ৬৫%।[4] এ ইউনিয়নে ১টি কলেজ, ১টি মাদ্রাসা, মাধ্যমিক বিদ্যালয় ২টি এবং ৮টি প্রাথমিক বিদ্যালয় আছে।
গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠান সমুহঃ-
- ডাঃ সাইফুর রহমান মহিলা কলেজ
- সংগলশী হাজিপাড়া আলিম মাদ্রাসা
- কাজী আঃ রশীদ উচ্চ বিদ্যালয়
- বারুনীরডাঙ্গা আদর্শ উচ্চ বিদ্যালয়
- সংগলশী সরকারি প্রাথমিক বিদ্যালয়
- এস. কে. আইডিয়াল কিণ্ডার গার্টেন স্কুল
- দক্ষিণ বালাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
অর্থনীতি
হাট ও বাজার
- বড় সংগলশী কাছারী বাজার
- সংগলশী কাজীর হাট
- ঢেলাপীরের হাট
কৃতি ব্যক্তিত্ব
- হরলাল রায়, ভাওয়াইয়া শিল্পী;
- রথীন্দ্রনাথ রায়, ভাওয়াইয়া শিল্পী;
তথ্যসূত্র
- সংগলশী ইউনিয়ন তথ্য বাতায়ন
- বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন (জুন ২০১৪)। "এক নজরে সংগলশী ইউনিয়ন"। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৪।
- "সংগলশীর জনসংখ্যা"। www.lcgbangladesh.org। ২৭ জুলাই ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ আগস্ট ২০১৫।
- সংগলশী ইউনিয়নের শিক্ষাপ্রতিষ্ঠান
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.