খালিশা চাপানী ইউনিয়ন
খালিশা চাপানী ইউনিয়ন বাংলাদেশের নীলফামারী জেলার ডিমলা উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন।[2]
খালিশা চাপানী | |
---|---|
ইউনিয়ন | |
ডাকনাম: খালিশা চাপানী ইউপি | |
দেশ | ![]() |
বিভাগ | রংপুর বিভাগ |
জেলা | নীলফামারী জেলা |
উপজেলা | ডিমলা উপজেলা ![]() |
সরকার | |
• চেয়ারম্যান | আতাউর রহমান সরকার |
উচ্চতা[1] | ৫৩ মিটার (১৭৪ ফুট) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ২৮,৮৩৫ |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৫৩৫০ ![]() |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট ![]() |
অবস্থান
খালিশা চাপানী ইউনিয়ন নীলফামারী জেলার ডিমলা উপজেলা অবস্থিত। চাপানী ইউনিয়নের উত্তরে গয়াবাড়ী ইউনিয়ন ও নাউতারা ইউনিয়ন, পূর্বে হাতীবান্ধা উপজেলা, দক্ষিণে ঝুনাগাছা চাপানী ইউনিয়ন এবং পশ্চিমে নাউতারা ইউনিয়ন অবস্থিত। এ ইউনিয়নের মাঝ বরাবর নাউতারা নদী প্রবাহিত হয়েছে।
প্রশাসনিক এলাকা
খালিশা চাপানী ইউনিয়ন ৫টি মৌজা/গ্রাম নিয়ে গঠিত। মৌজা সমুহ ৯টি প্রশাসনিক ওয়ার্ডে বিভক্ত।[3]
মৌজা সমূহ-
- ছোটখাতা
- ডালিয়া
- বাইশপুকুর
- কাকিনা চাপানী
- খালিশা চাপানী
ইতিহাস
জনসংখ্যা
খালিশা চাপানী ইউনিয়নের মোট জনসংখ্যা= ২৮,৮৩৫ জন।[4]
শিক্ষা
এ ইউনিয়নে কলেজ ১টি, মাধ্যমিক বিদ্যালয় ৪টি, মাদ্রাসা ২টি, প্রাথমিক বিদ্যালয় ১৮টি, কিন্ডারগার্ডেন ২টি রয়েছে।
উল্লেখযোগ্য শিক্ষাপ্রতিষ্ঠান-
- তিস্তা ডিগ্রী কলেজ
- ছোটখাতা বহুমুখী ফাজিল মাদ্রাসা
- ডালিয়া শিশু নিকেতন উচ্চ বিদ্যালয়
অর্থনীতি
কৃতি ব্যক্তিত্ব
তথ্যসূত্র
- "Geographic coordinates of Dalia, Bangladesh" (ইংরেজি ভাষায়)। DATEANDTIME.INFO। সংগ্রহের তারিখ ১৮ জানুয়ারি ২০১৭।
- জাতীয় তথ্য বাতায়ন
- প্রশাসনিক বিভাগ
- "খালিশা চাপানী ইউনিয়নের জনসংখ্যা"। www.lcgbangladesh.org। ২৭ জুলাই ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ সেপ্টেম্বর ২০১৫।
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.