চট্টগ্রাম-১৬

চট্টগ্রাম-১৬ হল বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি চট্টগ্রাম জেলায় অবস্থিত জাতীয় সংসদের ২৯৩নং আসন। এ আসনে বর্তমান এমপি মোস্তাফিজুর রহমান চৌধুরী।

চট্টগ্রাম-১৬
জাতীয় সংসদ-এর
নির্বাচনী এলাকা
জেলাচট্টগ্রাম জেলা
বিভাগচট্টগ্রাম বিভাগ
নির্বাচকমণ্ডলী৩,০৩,০৭২ (২০১৮)[1]
বর্তমান নির্বাচনী এলাকা
দলবাংলাদেশ আওয়ামী লীগ
বর্তমান সাংসদমোস্তাফিজুর রহমান চৌধুরী

সীমানা

চট্টগ্রাম-১৬ আসনটি চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলা নিয়ে গঠিত।[2]

ইতিহাস

২০০১ সালের বাংলাদেশ আদমশুমারিতে জনসংখ্যা বৃদ্ধি লক্ষ করার পর, বাংলাদেশ নির্বাচন কমিশন ২০০৮ সালের সাধারণ নির্বাচনের পূর্বে জনসংখ্যার পরিবর্তন প্রতিফলিত করার জন্য জাতীয় সংসদের নির্বাচনী এলাকার সীমানা পুনঃনির্ধারণ করে এই নির্বাচনী আসন সৃষ্টি করে। এ পুনর্নির্ধারণের ফলে চট্টগ্রাম জেলায় ১টি নতুন আসন যোগ করা হয়, যার ফলে এ বন্দরনগরীতে আসন বৃদ্ধি পেয়ে ১৬টি হয়।

নির্বাচিত সাংসদ

নির্বাচনসদস্যদল
২০০৮ মোস্তফা কামাল পাশা বাংলাদেশ জাতীয়তাবাদী দল
২০১৪ মোস্তাফিজুর রহমান চৌধুরী বাংলাদেশ আওয়ামী লীগ
২০১৮ মোস্তাফিজুর রহমান চৌধুরী বাংলাদেশ আওয়ামী লীগ

নির্বাচন

২০১০-এর দশকে নির্বাচন

সাধারণ নির্বাচন ২০১৪: চট্টগ্রাম-১৬[3]
দল প্রার্থী ভোট % ±%
আওয়ামী লীগ মোস্তাফিজুর রহমান চৌধুরী ১৪৭,৮৫৫ ৯৫.৬ +৭৮.৩
জেপি (মঞ্জু) এএএম হায়দার আলী চৌধুরী ৬,৮৪৮ ৪.৪ প্র/না
সংখ্যাগরিষ্ঠতা ১৪১,০০৭ ৯১.১ +৬৬.৪
ভোটার উপস্থিতি ১৫৪,৭০৩ ৫৭.৬ -১৮.৭
বিএনপি থেকে আওয়ামী লীগ অর্জন করে

২০০০-এর দশকে নির্বাচন

সাধারণ নির্বাচন ২০০৮: চট্টগ্রাম-১৬[4][5]
দল প্রার্থী ভোট % ±%
বিএনপি মোস্তফা কামাল পাশা ৬২,৩৯৭ ৫৩.৪ প্র/না
স্বতন্ত্র মাহফুজুর রহমান ৩৩,৫৪৪ ২৮.৭ প্র/না
আওয়ামী লীগ জামাল উদ্দিন চৌধুরী ২০,২৪৫ ১৭.৩ প্র/না
ইসলামী আন্দোলন দিদারুল মাওলা ৫৬৫ ০.৫ প্র/না
সংখ্যাগরিষ্ঠতা ২৮,৮৫৩ ২৪.৭ প্র/না
ভোটার উপস্থিতি ১১৬,৭৫১ ৭৬.৩ প্র/না
বিএনপি জয়ী (নতুন আসন)

তথ্যসূত্র

  1. এমরান হোসাইন শেখ (১০ অক্টোবর ২০১৮)। "কোন আসনে কত ভোটার"বাংলা ট্রিবিউন। ২৭ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা।
  2. "জাতীয় সংসদীয় আসনবিন্যাস (২০১৩) গেজেট" (PDF)বাংলাদেশ নির্বাচন কমিশন। ১৬ জুন ২০১৫ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৫
  3. "Chittagong-16"বাংলাদেশের নির্বাচনের ফলাফল ২০১৪ (ইংরেজি ভাষায়)। ঢাকা ট্রিবিউন। ১৩ জুলাই ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০১৮
  4. "৯ম জাতীয় সংসদ নির্বাচন" (PDF)বাংলাদেশ নির্বাচন কমিশন। ২৮ নভেম্বর ২০১৮ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৮
  5. "মনোনয়ন জমাদানের তালিকা"বাংলাদেশ নির্বাচন কমিশন। ১১ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৮

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.