কক্সবাজার-৪

কক্সবাজার-৪ হল বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি কক্সবাজার জেলায় অবস্থিত জাতীয় সংসদের ২৯৭নং আসন।

কক্সবাজার-৪
জাতীয় সংসদ-এর
নির্বাচনী এলাকা
জেলাকক্সবাজার জেলা
বিভাগচট্টগ্রাম বিভাগ
নির্বাচকমণ্ডলী২,৬৫,৮২৪ (২০১৮)[1]
বর্তমান নির্বাচনী এলাকা
সৃষ্ট১৯৮৪
দলবাংলাদেশ আওয়ামী লীগ
বর্তমান সাংসদশাহিনা আক্তার চৌধুরী

ইতিহাস

এই আসনটি ১৯৮৬ সালে গঠিত হয়। পূর্বে এটি রামু উপজেলা-টেকনাফ উপজেলা-উখিয়া উপজেলা নিয়ে গঠিত অবিভক্ত চট্টগ্রাম-১৮ আসন ছিল।

সীমানা

কক্সবাজার-৪ আসনটি কক্সবাজার জেলার উখিয়া উপজেলাটেকনাফ উপজেলা নিয়ে গঠিত।[2]

নির্বাচিত সাংসদ

নির্বাচনসদস্যদল
১৯৭৩ ওসমান সরওয়ার আলম চৌধুরী বাংলাদেশ আওয়ামী লীগ[3][4]
১৯৭৯ শাহজাহান চৌধুরী বাংলাদেশ জাতীয়তাবাদী দল[3][5]
১৯৮৬ আ হ আ গফুর চৌধুরী জাতীয় পার্টি[3][6]
১৯৮৮ আবদুল গণি জাতীয় পার্টি[3][7][8]
১৯৯১ শাহজাহান চৌধুরী ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি[3][9][10]
ফেব্রুয়ারি ১৯৯৬ শাহজাহান চৌধুরী বাংলাদেশ জাতীয়তাবাদী দল[3][11]
জুন ১৯৯৬ মোহাম্মদ আলী বাংলাদেশ আওয়ামী লীগ[3][12]
২০০১ শাহজাহান চৌধুরী বাংলাদেশ জাতীয়তাবাদী দল[3][13]
২০০৮ আব্দুর রহমান বদি বাংলাদেশ আওয়ামী লীগ[3][14]
২০১৪ আব্দুর রহমান বদি বাংলাদেশ আওয়ামী লীগ[3][15]
২০১৮ শাহিনা আক্তার চৌধুরী বাংলাদেশ আওয়ামী লীগ[16]

নির্বাচন

২০১০-এর দশকে নির্বাচন

সাধারণ নির্বাচন ২০১৪: কক্সবাজার-৪[17]
দল প্রার্থী ভোট % ±%
আওয়ামী লীগ আব্দুর রহমান বদি ১০৫,৪৮৯ ৯৩.৬ +৩৭.২
জাতীয় পার্টি (এ) তাহা ইয়াহিয়া ৭,২৩৩ ৬.৪ প্র/না
সংখ্যাগরিষ্ঠতা ৯৮,২৫৬ ৮৭.২ +৭৪.০
ভোটার উপস্থিতি ১১২,৭২২ ৪৮.৩ -৪০.১
আওয়ামী লীগ নির্বাচনী এলাকা ধরে রাখে

২০০০-এর দশকে নির্বাচন

সাধারণ নির্বাচন ২০০৮: কক্সবাজার-৪[18][19]
দল প্রার্থী ভোট % ±%
আওয়ামী লীগ আব্দুর রহমান বদি ১০৩,৬২৬ ৫৬.৪ +২১.২
বিএনপি শাহজাহান চৌধুরী ৭৯,৩১০ ৪৩.২ -২১.৬
স্বতন্ত্র শাহীন আক্তার ৬৭৬ ০.৪ প্র/না
সংখ্যাগরিষ্ঠতা ২৪,৩১৬ ১৩.২ -১৬.৪
ভোটার উপস্থিতি ১৮৩,৬১২ ৮৮.৪ +১৫.২
বিএনপি থেকে আওয়ামী লীগ অর্জন করে
সাধারণ নির্বাচন ২০০১: কক্সবাজার-৪[20]
দল প্রার্থী ভোট % ±%
বিএনপি শাহাজাহান চৌধুরী ৮৯,৭৪৭ ৬৪.৮ +৩৪.৫
আওয়ামী লীগ মোহাম্মদ আলী ৪৮,৭৩৫ ৩৫.২ -৯.১
সংখ্যাগরিষ্ঠতা ৪১,০১২ ২৯.৬ +১৫.৬
ভোটার উপস্থিতি ১৩৮,৪৮২ ৭৩.২ +৪.০
আওয়ামী লীগ থেকে বিএনপি অর্জন করে

১৯৯০-এর দশকে নির্বাচন

সাধারণ নির্বাচন জুন ১৯৯৬: কক্সবাজার-৪[20]
দল প্রার্থী ভোট % ±%
আওয়ামী লীগ মোহাম্মদ আলী ৪৪,৭০৬ ৪৪.৩ +০.৪
বিএনপি শাহজাহান চৌধুরী ৩০,৫৯৪ ৩০.৩ -১৮.৪
জামায়াতে ইসলামী শাহ জালাল চৌধুরী ১৭,৬০৭ ১৭.৪ +১৬.৯
ইসলামী ঐক্য জোট শাহ আবুল মন্জুর ৮,০৪৮ ৮.০ প্র/না
সংখ্যাগরিষ্ঠতা ১৪,১১২ ১৪.০ +৯.১
ভোটার উপস্থিতি ১০০,৯৫৫ ৬৯.২ +১৬.২
বিএনপি থেকে আওয়ামী লীগ অর্জন করে
সাধারণ নির্বাচন ১৯৯১: কক্সবাজার-৪[20]
দল প্রার্থী ভোট % ±%
বিএনপি শাহজাহান চৌধুরী ৩৬,৮৭২ ৪৮.৭
আওয়ামী লীগ মোহাম্মদ আলী ৩৩,১৭৬ ৪৩.৯
স্বতন্ত্র এইচ আব্দুল গনী ৪,১৩০ ৫.৫
জাতীয় পার্টি (এ) আবুল ফজল চৌধুরী ৯১৯ ১.২
জামায়াতে ইসলামী শাহ জালাল চৌধুরী ৩৯৭ ০.৫
স্বতন্ত্র মুহাম্মাদুল হক চৌধুরী ১৪৮ ০.২
সংখ্যাগরিষ্ঠতা ৩,৬৯৬ ৪.৯
ভোটার উপস্থিতি ৭৫,৬৪২ ৫৩.০
[[|প্রযোজ্য নয়]] থেকে বিএনপি অর্জন করে

তথ্যসূত্র

  1. এমরান হোসাইন শেখ (১০ অক্টোবর ২০১৮)। "কোন আসনে কত ভোটার"বাংলা ট্রিবিউন। ২৭ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা।
  2. "জাতীয় সংসদীয় আসনবিন্যাস (২০১৩) গেজেট" (PDF)বাংলাদেশ নির্বাচন কমিশন। ১৬ জুন ২০১৫ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৫
  3. "কক্সবাজার-৪: পুনরুদ্ধারে মরিয়া বিএনপি"Jugantor। সংগ্রহের তারিখ ২০১৯-১০-২৯
  4. "১ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (PDF)জাতীয় সংসদবাংলাদেশ সরকার। ৯ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা।
  5. "২য় জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (PDF)জাতীয় সংসদবাংলাদেশ সরকার। ৪ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা।
  6. "৩য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (PDF)বাংলাদেশ সংসদ। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪
  7. কক্সসবাজার, বিশেষ সংবাদদাতা। "ইন্তেকাল করেছেন উখিয়া-টেকনাফের সাবেক এমপি হাজী আব্দুল গনি"DailyInqilabOnline। সংগ্রহের তারিখ ২০১৯-১০-২৯
  8. "৪র্থ জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (PDF)বাংলাদেশ সংসদ। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪
  9. "৫ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (PDF)জাতীয় সংসদবাংলাদেশ সরকার। ১৭ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা।
  10. "শাহজাহান চৌধুরী"প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০১৯-১০-২৮
  11. "৬ষ্ঠ জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (PDF)জাতীয় সংসদবাংলাদেশ সরকার। ১৫ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা।
  12. "৭ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (PDF)জাতীয় সংসদবাংলাদেশ সরকার। ২৪ সেপ্টেম্বর ২০১৫ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা।
  13. "৮ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (PDF)জাতীয় সংসদবাংলাদেশ সরকার। ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা।
  14. "৯ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা"জাতীয় সংসদবাংলাদেশ সরকার
  15. "১০ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা"জাতীয় সংসদবাংলাদেশ সরকার
  16. "বাংলাদেশ গেজেট, অতিরিক্ত, জানুয়ারি ১, ২০১৯" (PDF)ecs.gov.bdবাংলাদেশ নির্বাচন কমিশন। ১ জানুয়ারি ২০১৯। ২ জানুয়ারি ২০১৯ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০১৯
  17. "Cox's Bazar-4"বাংলাদেশের নির্বাচনের ফলাফল ২০১৪ (ইংরেজি ভাষায়)। ঢাকা ট্রিবিউন। ১২ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০১৮
  18. "৯ম জাতীয় সংসদ নির্বাচন" (PDF)বাংলাদেশ নির্বাচন কমিশন। ২৮ নভেম্বর ২০১৮ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৮
  19. "মনোনয়ন জমাদানের তালিকা"বাংলাদেশ নির্বাচন কমিশন। ১১ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৮
  20. "Parliament Election Result of 1991,1996,2001 Bangladesh Election Information and Statistics"ভোট মনিটর নেটওয়ার্ক (ইংরেজি ভাষায়)। ২৯ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৮

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.