ঢাকা-১১
ঢাকা-১১ হল বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি ঢাকা জেলায় অবস্থিত জাতীয় সংসদের ১৮৪নং আসন।
ঢাকা-১১ | |
---|---|
জাতীয় সংসদ-এর নির্বাচনী এলাকা | |
![]() | |
জেলা | ঢাকা জেলা |
বিভাগ | ঢাকা বিভাগ |
নির্বাচকমণ্ডলী | ৪,১৫,৫৫৫ (২০১৮)[1] |
বর্তমান নির্বাচনী এলাকা | |
সৃষ্ট | ১৯৭৩ |
দল | বাংলাদেশ আওয়ামী লীগ |
বর্তমান সাংসদ | এ.কে.এম. রহমতুল্লাহ |
সীমানা
ঢাকা-১১ আসনটি ঢাকা মেট্রপলিটন বাড্ড থানা ও ভাটারা থানাধীন বেরাইদ ইউনিয়ন ভাটারা ইউনিয়ন ও সাঁতারকুল ইউনিয়ন এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ২১, ২২ ও ২৩ নং ওয়ার্ড নিয়ে গঠিত।[2]
নির্বাচিত সাংসদ
নির্বাচন | সদস্য | দল | |
---|---|---|---|
১৯৭৩ | বোরহান উদ্দিন আহমেদ | বাংলাদেশ আওয়ামী লীগ[3] | |
১৯৭৯ | শামসুল হক | বাংলাদেশ জাতীয়তাবাদী দল[4] | |
১৯৮৬ | এস. এ. খালেক | জাতীয় পার্টি[5][6] | |
১৯৯১ | হারুন রশিদ মোল্লাহ | বাংলাদেশ জাতীয়তাবাদী দল | |
১৯৯৩ উপ-নির্বাচন | সৈয়দ মুহাম্মদ মহসিন | বাংলাদেশ জাতীয়তাবাদী দল | |
ফেব্রুয়ারি ১৯৯৬ | এস, এ, খালেক | বাংলাদেশ জাতীয়তাবাদী দল | |
জুন ১৯৯৬ | কামাল আহমেদ মজুমদার | বাংলাদেশ আওয়ামী লীগ | |
২০০১ | এস. এ. খালেক | বাংলাদেশ জাতীয়তাবাদী দল | |
২০০৮ | আসাদুজ্জামান খাঁন কামাল | বাংলাদেশ আওয়ামী লীগ | |
২০১৪ | এ.কে.এম. রহমতুল্লাহ | বাংলাদেশ আওয়ামী লীগ | |
২০১৮ | এ.কে.এম. রহমতুল্লাহ | বাংলাদেশ আওয়ামী লীগ |
নির্বাচন
২০১০-এর দশকে নির্বাচন
বিরোধীদলগুলি ২০১৪ সালের সাধারণ নির্বাচন বর্জন করে তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নিলে এ.কে.এম. রহমতুল্লাহ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।[7]
২০০০-এর দশকে নির্বাচন
সাধারণ নির্বাচন ২০০৮: ঢাকা-১১[8][9] | ||||||
---|---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
আওয়ামী লীগ | আসাদুজ্জামান খাঁন কামাল | ১৩০,৪২৪ | ৬১.৯ | +১৮.৩ | ||
বিএনপি | মোহাম্মদ শাহাব উদ্দিন | ৭৩,৮৭০ | ৩৫.১ | -১৬.৬ | ||
বিকল্পধারা | আব্দুল মান্নান | ২,২৯০ | ১.১ | প্র/না | ||
স্বতন্ত্র | সাঈদ হোসেন চৌধুরী | ১,৮৭৫ | ০.৯ | প্র/না | ||
ইসলামী আন্দোলন | গাজী মো. আব্দুল বাসেত | ১,৬১৩ | ০.৮ | প্র/না | ||
বাসদ | তাহেরা বেগম জলি | ২২৪ | ০.১ | প্র/না | ||
জেএসডি | মো. কামাল উদ্দিন পাটোয়ারী | ১৩৩ | ০.১ | প্র/না | ||
বিজেপি | মুহাম্মদ রহমতউল্লাহ | ১১৫ | ০.১ | প্র/না | ||
সংখ্যাগরিষ্ঠতা | ৫৬,৫৫৪ | ২৬.৯ | +১৮.৮ | |||
ভোটার উপস্থিতি | ২১০,৫৪৪ | ৭১.০ | +১১.৩ | |||
বিএনপি থেকে আওয়ামী লীগ অর্জন করে | ||||||
সাধারণ নির্বাচন ২০০১: ঢাকা-১১[10] | ||||||
---|---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
বিএনপি | এস. এ. খালেক | ১৯৩,৯৪৫ | ৫১.৭ | +১৩.৯ | ||
আওয়ামী লীগ | কামাল আহমেদ মজুমদার | ১৬৩,৬৬০ | ৪৩.৬ | -৪.০ | ||
ইসলামী জাতীয় ঐক্যফ্রন্ট | শেখ শওকত হোসেন নিলু | ১৪,৩৮৪ | ৩.৮ | প্র/না | ||
কমিউনিস্ট পার্টি | মো. মোর্শেদ আলী | ৮১৪ | ০.২ | প্র/না | ||
বাংলাদেশ পিপলস কংগ্রেস | মো. মোশাররফ হোসেন | ৭২৪ | ০.২ | প্র/না | ||
জাতীয় দেশপ্রেমিক পার্টি | রাফি আহমেদ বিদ্যুৎ | ৫৫১ | ০.১ | প্র/না | ||
জাসদ | আসিফুর রহমান বাবু | ১৯৭ | ০.১ | প্র/না | ||
বাংলাদেশ প্রগ্রেসিভ পার্টি | মাসুম আহমেদ | ১৮৮ | ০.১ | প্র/না | ||
এলডিপি | এম. এ. মঞ্জুর হোসেন শিকদার | ১৭০ | ০.০ | প্র/না | ||
স্বতন্ত্র | মো. এবাদুল্লাহ | ১৩১ | ০.০ | প্র/না | ||
জেপি (মঞ্জু) | মো. আমানত হোসেন | ১১৮ | ০.০ | প্র/না | ||
সমৃদ্ধ বাংলাদেশ আন্দোলন | মো. আবু সালেহ | ৬২ | ০.০ | প্র/না | ||
সংখ্যাগরিষ্ঠতা | ৩০,২৮৫ | ৮.১ | -১.৭ | |||
ভোটার উপস্থিতি | ৩৭৪,৯৪৪ | ৫৯.৭ | -৭.০ | |||
আওয়ামী লীগ থেকে বিএনপি অর্জন করে | ||||||
১৯৯০-এর দশকে নির্বাচন
সাধারণ নির্বাচন জুন ১৯৯৬: ঢাকা-১১[10] | ||||||
---|---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
আওয়ামী লীগ | কামাল আহমেদ মজুমদার | ১২৮,৭৬৬ | ৪৭.৬ | +১.১ | ||
বিএনপি | এখলাস উদ্দিন মোল্লাহ | ১০২,৩০৭ | ৩৭.৮ | -১০.২ | ||
জাতীয় পার্টি (এ) | মো. তৈয়বুর রহমান রহমান | ২৪,৯৫৮ | ৯.২ | |||
জামায়াতে ইসলামী | খন্দকার এ. মান্নান | ৮,৯৪৬ | ৩.৩ | +৪.৯ | ||
ইসলামী ঐক্য জোট | মো. আবু ইউসুফ | ২,২৯২ | ০.৮ | |||
জাকের পার্টি | মো. আব্দুল লতিফ | ১,৩৭০ | ০.৫ | |||
বাংলাদেশ জনতা পার্টি | মো. ওয়াজেদ আলী যুক্তিবাদী | ৬৮২ | ০.৩ | |||
ওয়ার্কার্স পার্টি | কামরুল আহসান | ৪৬৯ | ০.২ | |||
জন দল | মো. সামশাদ | ১২৯ | ০.০ | |||
জেএসডি | খুরশিদ আলম খসরু | ১১২ | ০.০ | |||
বাংলাদেশ বাস্তুহারা পরিষদ | এম. এ. আওয়াল | ১০৫ | ০.০ | |||
ন্যাপ | নাসিমা হক রুবি | ৭১ | ০.০ | |||
বাংলাদেশ জাতীয় কংগ্রেস | মো. আবু বকর সিদ্দিক | ৬৬ | ০.০ | |||
স্বতন্ত্র | এম. সালাউদ্দিন আহমেদ | ৫১ | ০.০ | |||
স্বতন্ত্র | মো. হেমায়েত উদ্দিন | ৪৫ | ০.০ | |||
স্বতন্ত্র | মো. নুরুল আমিন | ৪৩ | ০.০ | |||
সামাজিক গণতান্ত্রিক পার্টি | শেখ মোস্তাক আহমেদ | ৩২ | ০.০ | |||
জাতীয় জনতা পার্টি (আসাদ) | মৃধা মুনিরা আক্তার | ৩২ | ০.০ | |||
জাতীয় দেশপ্রেমিক পার্টি | রাফি আহমেদ বিদ্যুৎ | ৩১ | ০.০ | |||
সংখ্যাগরিষ্ঠতা | ২৬,৪৫৯ | ৯.৮ | +৮.২ | |||
ভোটার উপস্থিতি | ২৭০,৫০৭ | ৬৬.৭ | +৬.৪ | |||
বিএনপি থেকে আওয়ামী লীগ অর্জন করে | ||||||
১৯৯২ সালের নভেম্বরে হারুন রশীদ মোল্লা মৃত্যুবরণ করেন। ১৯৯৩ সালের ফেব্রুয়ারির উপ-নির্বাচনে বিএনপির সৈয়দ মুহম্মদ মশিন নির্বাচিত হন।[11]
ঢাকা-১১ উপ-নির্বাচন, ১৯৯৩[12] | |||||
---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | |
বিএনপি | সৈয়দ মুহাম্মদ মহসিন | ৮০,২৭৬ | ৪৮.০ | +৫.২ | |
আওয়ামী লীগ | কামাল আহমেদ মজুমদার | ৭৭,৬৫১ | ৪৬.৫ | +৫.৫ | |
জাতীয় পার্টি (এ) | বেলাল আহমেদ | ৭,১৪৯ | ৪.৩ | -১.৩ | |
স্বতন্ত্র ও অন্যান্য | অন্যান্য ১৪ প্রার্থী | ২,০৪৩ | ১.২ | প্র/না | |
সংখ্যাগরিষ্ঠতা | ২,৬২৫ | ১.৬ | -০.২ | ||
ভোটার উপস্থিতি | ১৬৭,১১৯ | ৬০.৩ | +১২.০ | ||
বিএনপি নির্বাচনী এলাকা ধরে রাখে | |||||
সাধারণ নির্বাচন ১৯৯১: ঢাকা-১১[10] | ||||||
---|---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
বিএনপি | হারুন রশিদ মোল্লাহ | ৪৯,৮৮৬ | ৪২.৮ | |||
আওয়ামী লীগ | কামাল হোসেন | ৪৭,৭৫০ | ৪১.০ | |||
জামায়াতে ইসলামী | এ. গাফ্ফার | ৮,১৯১ | ৭.০ | |||
জাতীয় পার্টি (এ) | মো. তৈয়বুর রহমান রহমান | ৬,৫০৪ | ৫.৬ | |||
জাকের পার্টি | মো. আব্দুল কবির | ১,৯৩২ | ১.৭ | |||
স্বতন্ত্র | মো. বদিউজ্জামান | ৬৪৪ | ০.৬ | |||
ওয়ার্কার্স পার্টি | কামরুল হাসান | ৪৩০ | ০.৪ | |||
বিকেএ | মো. জাফরুল্লাহ খান | ৩১৬ | ০.৩ | |||
বাংলাদেশ জাতীয় তাঁতি দল | এ. সাত্তার | ১৭৫ | ০.২ | |||
স্বতন্ত্র | সৈয়দ নাজিম উদ্দিন আহমেদ | ১৬৯ | ০.১ | |||
বাকশাল | শফিকুল আলম | ১৩৮ | ০.১ | |||
স্বতন্ত্র | মো. হামিদুজ্জামান | ১৩৩ | ০.১ | |||
বাংলাদেশ মানবতাবাদী দল | মো. জুলফিকার আলী ভুট্টো | ১৩০ | ০.১ | |||
স্বতন্ত্র | এবিএম শামসুদ্দৌলা | ৯৭ | ০.১ | |||
বাংলাদেশ বেকার সমাজ | আফরোজা বেগম | ৩৫ | ০.০ | |||
জাতীয়তাবাদী গণতান্ত্রিক চাষী দল | আব্দুল লতিফ | ১৬ | ০.০ | |||
সংখ্যাগরিষ্ঠতা | ২,১৩৬ | ১.৮ | ||||
ভোটার উপস্থিতি | ১১৬,৫৪৬ | ৪৮.৩ | ||||
জাতীয় পার্টি (এ) থেকে বিএনপি অর্জন করে | ||||||
তথ্যসূত্র
- এমরান হোসাইন শেখ (১০ অক্টোবর ২০১৮)। "কোন আসনে কত ভোটার"। বাংলা ট্রিবিউন। ২৭ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা।
- "জাতীয় সংসদীয় আসনবিন্যাস (২০১৩) গেজেট" (PDF)। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১৬ জুন ২০১৫ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৫।
- "১ম জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (PDF)। বাংলাদেশ সংসদ। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- "২য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (PDF)। বাংলাদেশ সংসদ। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- "৩য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (PDF)। বাংলাদেশ সংসদ। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- "৪র্থ জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (PDF)। বাংলাদেশ সংসদ। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- "১৫৩ আসনে জয়ী যারা"। দৈনিক সমকাল। ৪ জানুয়ারি ২০১৪। ৬ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ ডিসেম্বর ২০১৮।
- "৯ম জাতীয় সংসদ নির্বাচন" (PDF)। বাংলাদেশ নির্বাচন কমিশন। ২৮ নভেম্বর ২০১৮ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৮।
- "মনোনয়ন জমাদানের তালিকা"। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১১ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৮।
- "Parliament Election Result of 1991,1996,2001 Bangladesh Election Information and Statistics"। ভোট মনিটর নেটওয়ার্ক (ইংরেজি ভাষায়)। ২৮ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৮।
- চৌধুরী, মাহফুযুল এইচ (২০০৩)। Democratization in South Asia: Lessons from American Institutions [দক্ষিণ এশিয়ায় গণতান্ত্রিকীকরণ: আমেরিকান প্রতিষ্ঠান থেকে শিক্ষা] (ইংরেজি ভাষায়)। অ্যাশগেট। পৃষ্ঠা ৬৬। আইএসবিএন 0-7546-3423-X।
- হাকিম, মোহাম্মদ এ. (আগস্ট ১৯৯৪)। "The মীরpur Parliamentary by-Election in Bangladesh" [বাংলাদেশে মিরপুর সংসদীয় উপ-নির্বাচন]। এশিয়ান সার্ভে (ইংরেজি ভাষায়)। ৩৪ (৮): ৭৪২, ৭৪৬। জেস্টোর 2645261।
বহিঃসংযোগ
- সেফোস "গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ" (ইংরেজি)
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.