চট্টগ্রাম-১৪

চট্টগ্রাম-১৪ হল বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি চট্টগ্রাম জেলায় অবস্থিত জাতীয় সংসদের ২৯১নং আসন।

চট্টগ্রাম-১৪
জাতীয় সংসদ-এর
নির্বাচনী এলাকা
জেলাচট্টগ্রাম জেলা
বিভাগচট্টগ্রাম বিভাগ
নির্বাচকমণ্ডলী২,৪৯,০০৫ (২০১৮)[1]
বর্তমান নির্বাচনী এলাকা
সৃষ্ট১৯৭৩
দলবাংলাদেশ আওয়ামী লীগ
বর্তমান সাংসদনজরুল ইসলাম চৌধুরী

সীমানা

চট্টগ্রাম-১৪ আসনটি চট্টগ্রাম জেলার চন্দনাইশ উপজেলা এবং সাতকানিয়া উপজেলার কেঁওচিয়া ইউনিয়ন, কালিয়াইশ ইউনিয়ন, বাজালিয়া ইউনিয়ন, ধর্মপুর ইউনিয়ন, পুরানগড় ইউনিয়নখাগরিয়া ইউনিয়ন নিয়ে গঠিত।[2]

নির্বাচিত সাংসদ

নির্বাচনসদস্যদল
১৯৭৩ এম সিদ্দিকী বাংলাদেশ আওয়ামী লীগ[3]
১৯৭৯ মোস্তাক আহমেদ চৌধুরী বাংলাদেশ জাতীয়তাবাদী দল[4]
১৯৮৬ ইব্রাহিম বিন খলিল বাংলাদেশ আওয়ামী লীগ[5][6]
১৯৯১ শাহজাহান চৌধুরী বাংলাদেশ জামায়াতে ইসলামী
ফেব্রুয়ারি ১৯৯৬ অলি আহমেদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল
জুন ১৯৯৬ অলি আহমেদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল
২০০১ শাহজাহান চৌধুরী বাংলাদেশ জামায়াতে ইসলামী
২০০৮ শামসুল ইসলাম বাংলাদেশ জামায়াতে ইসলামী
২০১৪ নজরুল ইসলাম চৌধুরী বাংলাদেশ আওয়ামী লীগ
২০১৮ নজরুল ইসলাম চৌধুরী বাংলাদেশ আওয়ামী লীগ

নির্বাচন

২০১০-এর দশকে নির্বাচন

বিরোধীদলগুলি ২০১৪ সালের সাধারণ নির্বাচন বর্জন করে তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নিলে নজরুল ইসলাম চৌধুরী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।[7]

২০০০-এর দশকে নির্বাচন

সাধারণ নির্বাচন ২০০৮: চট্টগ্রাম-১৪[8][9]
দল প্রার্থী ভোট % ±%
জামায়াতে ইসলামী সামছুল ইসলাম ১২০,৩৩৯ ৫১.১ +৩.২
এলডিপি অলি আহমেদ ৬৩,৪১২ ২৬.৯ প্র/না
আওয়ামী লীগ একেএম সিরাজুল ইসলাম চৌধুরী ৪৯,৪৭২ ২১.০ -১.২
স্বতন্ত্র জাফর আহমেদ চৌধুরী ৯২৪ ০.৪ প্র/না
গণফোরাম আব্দুল চৌধুরী ৮৯৩ ০.৪ প্র/না
বাংলাদেশ কল্যাণ পার্টি এনামুল হক চৌধুরী ৩৯৩ ০.২ প্র/না
সংখ্যাগরিষ্ঠতা ৫৬,৯২৭ ২৪.২ +৫.৪
ভোটার উপস্থিতি ২৩৫,৪৩৩ ৮৬.৯ +১২.৩
জামায়াতে ইসলামী নির্বাচনী এলাকা ধরে রাখে
সাধারণ নির্বাচন ২০০১: চট্টগ্রাম-১৪[10]
দল প্রার্থী ভোট % ±%
জামায়াতে ইসলামী শাহজাহান চৌধুরী ১০৫,৭৭৩ ৪৭.৯ +২১.১
বিএনপি অলি আহমেদ ৬৪,১৮৪ ২৯.১ -১৯.১
আওয়ামী লীগ জাফর আহমেদ চৌধুরী ৪৮,৯৩২ ২২.২ -০.৩
ইসলামী জাতীয় ঐক্যফ্রন্ট ইব্রাহিম বিন খলিল ১,২০৬ ০.৬ প্র/না
কমিউনিস্ট পার্টি অপুর্ব চরণ দাস ৪৫৮ ০.২ প্র/না
বাংলাদেশ প্রগ্রেসিভ পার্টি সৈয়দ মোস্তফা জামাল ৩৩৮ ০.২ প্র/না
সংখ্যাগরিষ্ঠতা ৪১,৫৮৯ ১৮.৮ -২.৮
ভোটার উপস্থিতি ২২০,৮৯১ ৭৪.৬ +৪.১
বিএনপি থেকে জামায়াতে ইসলামী অর্জন করে

১৯৯০-এর দশকে নির্বাচন

সাধারণ নির্বাচন জুন ১৯৯৬: চট্টগ্রাম-১৪[10]
দল প্রার্থী ভোট % ±%
বিএনপি অলি আহমেদ ৭৫,৮৫৫ ৪৮.২ +২৫.৩
জামায়াতে ইসলামী শাহজাহান চৌধুরী ৪১,৮৬০ ২৬.৬ -৩.৩
আওয়ামী লীগ মইনুদ্দিন হাসান চৌধুরী ৩৫,৪৩২ ২২.৫ -৭.৪
ইসলামী ঐক্য জোট আব্দুল হালিম বোখারী ২,০৫৬ ১.৩ প্র/না
জাতীয় পার্টি (এ) ইব্রাহিম বিন খলিল ১,২০৮ ০.৮ প্র/না
ন্যাপ (ভাসানী) খন্দকার ফকরে আলম ৭৬১ ০.৫ প্র/না
জাকের পার্টি মোহাম্মদ শাহেদুল আলম চৌধুরী ১৮৩ ০.১ প্র/না
সংখ্যাগরিষ্ঠতা ৩৩,৯৯৫ ২১.৬ +৫.৩
ভোটার উপস্থিতি ১৫৭,৩৫৫ ৭০.৫ ২১.০
জামায়াতে ইসলামী থেকে বিএনপি অর্জন করে
সাধারণ নির্বাচন ১৯৯১: চট্টগ্রাম-১৪[10]
দল প্রার্থী ভোট % ±%
জামায়াতে ইসলামী শাহজাহান চৌধুরী ৬২,৮৯৭ ৪৬.২
আওয়ামী লীগ আখতারুজ্জামান চৌধুরী বাবু ৪০,৬৫৯ ২৯.৯
বিএনপি মোস্তাফিজুর রহমান চৌধুরী ৩১,১৪৫ ২২.৯
বাকশাল মাহফুজুর রহমান চৌধুরী ১,৪৪৯ ১.১
সংখ্যাগরিষ্ঠতা ২২,২৩৮ ১৬.৩
ভোটার উপস্থিতি ১৩৬,১৫০ ৪৯.৫
আওয়ামী লীগ থেকে জামায়াতে ইসলামী অর্জন করে

তথ্যসূত্র

  1. এমরান হোসাইন শেখ (১০ অক্টোবর ২০১৮)। "কোন আসনে কত ভোটার"বাংলা ট্রিবিউন। ২৭ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা।
  2. "জাতীয় সংসদীয় আসনবিন্যাস (২০১৩) গেজেট" (PDF)বাংলাদেশ নির্বাচন কমিশন। ১৬ জুন ২০১৫ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৫
  3. "১ম জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (PDF)বাংলাদেশ সংসদ। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪
  4. "২য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (PDF)বাংলাদেশ সংসদ। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪
  5. "৩য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (PDF)বাংলাদেশ সংসদ। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪
  6. "৪র্থ জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (PDF)বাংলাদেশ সংসদ। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪
  7. "১৫৩ আসনে জয়ী যারা"দৈনিক সমকাল। ৪ জানুয়ারি ২০১৪। ৬ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ ডিসেম্বর ২০১৮
  8. "৯ম জাতীয় সংসদ নির্বাচন" (PDF)বাংলাদেশ নির্বাচন কমিশন। ২৮ নভেম্বর ২০১৮ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৮
  9. "মনোনয়ন জমাদানের তালিকা"বাংলাদেশ নির্বাচন কমিশন। ১১ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৮
  10. "Parliament Election Result of 1991,1996,2001 Bangladesh Election Information and Statistics"ভোট মনিটর নেটওয়ার্ক (ইংরেজি ভাষায়)। ২৮ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৮

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.