কেঁওচিয়া ইউনিয়ন
কেঁওচিয়া বাংলাদেশের চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন।
কেঁওচিয়া | |
---|---|
ইউনিয়ন | |
![]() | |
![]() ![]() কেঁওচিয়া | |
স্থানাঙ্ক: ২২°৭′৫″ উত্তর ৯২°৪′৪৫″ পূর্ব ![]() | |
দেশ | ![]() |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | চট্টগ্রাম জেলা |
উপজেলা | সাতকানিয়া উপজেলা ![]() |
সরকার | |
• চেয়ারম্যান | মনির আহমদ |
আয়তন | |
• মোট | ১৬.০৪ কিমি২ (৬.১৯ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ২৫,০৩১ |
• জনঘনত্ব | ১৬০০/কিমি২ (৪০০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৪৯.৩৭% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৪৩৮৭ ![]() |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট ![]() |
আয়তন
কেঁওচিয়া ইউনিয়নের আয়তন ৩৯৬৩ একর (১৬.০৪ বর্গ কিলোমিটার)।[1]
জনসংখ্যা
২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী কেঁওচিয়া ইউনিয়নের লোকসংখ্যা ২৫,০৩১ জন। এর মধ্যে পুরুষ ১২,৯৯১ জন এবং মহিলা ১২,০৪০ জন।[1]
অবস্থান ও সীমানা
সাতকানিয়া উপজেলার মধ্যভাগে কেঁওচিয়া ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ২ কিলোমিটার। এ ইউনিয়নের উত্তরে ধর্মপুর ইউনিয়ন, কালিয়াইশ ইউনিয়ন ও খাগরিয়া ইউনিয়ন; পশ্চিমে নলুয়া ইউনিয়ন ও ঢেমশা ইউনিয়ন; দক্ষিণে ঢেমশা ইউনিয়ন, সাতকানিয়া পৌরসভা ও ছদাহা ইউনিয়ন এবং পূর্বে ছদাহা ইউনিয়ন ও বাজালিয়া ইউনিয়ন অবস্থিত।
ইতিহাস
১৯৭৪ সালের ৩০ জুন প্রশাসনিক সুবিধার্থে কালিয়াইশ ইউনিয়নকে বিভক্ত করে কেঁওচিয়া ইউনিয়ন পরিষদ গঠন করা হয়।[2]
প্রশাসনিক কাঠামো
কেঁওচিয়া ইউনিয়ন সাতকানিয়া উপজেলার আওতাধীন ১০নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম সাতকানিয়া থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৯১নং নির্বাচনী এলাকা চট্টগ্রাম-১৪ এর অংশ। এটি ৪টি মৌজায় বিভক্ত। এ ইউনিয়নের গ্রামগুলো হল:
- কেঁওচিয়া
- জনার কেঁওচিয়া
- তেমুহানী
- নয়াপাড়া
শিক্ষা ব্যবস্থা
কেঁওচিয়া ইউনিয়নের সাক্ষরতার হার ৪৯.৩৭%।[1] এ ইউনিয়নে ৪টি মাধ্যমিক বিদ্যালয়, ৩টি মাদ্রাসা ও ১০টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।[3]
শিক্ষা প্রতিষ্ঠান
- মাদ্রাসা
- কেরানীহাট জামেউল উলুম ইসলামিয়া ফাজিল মাদ্রাসা
- কেঁওচিয়া মাজহারুল হক ইসলামিয়া দাখিল মাদ্রাসা
- ওবাইদিয়া মাদ্রাসা
- মাধ্যমিক বিদ্যালয়
- কেঁওচিয়া উচ্চ বিদ্যালয়
- ছদাহা কেঁওচিয়া উচ্চ বিদ্যালয়
- জনার কেঁওচিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়
- বায়তুল ইজ্জত রাইফেলস পাবলিক স্কুল
- প্রাথমিক বিদ্যালয়
- উত্তর জনার কেঁওচিয়া কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়
- কেঁওচিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- ছদাহা কেঁওচিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- জনার কেঁওচিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- তেমুহানী সরকারি প্রাথমিক বিদ্যালয়
- দক্ষিণ কেঁওচিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- বানিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- বায়তুল ইজ্জত সরকারি প্রাথমিক বিদ্যালয়
- মাদারবাড়ী নয়াপাড়া রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
- হরিণতোয়া বর্ডার গার্ড রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
যোগাযোগ ব্যবস্থা
কেঁওচিয়া ইউনিয়নে যোগাযোগের প্রধান সড়ক চট্টগ্রাম-বান্দরবান মহাসড়ক। সব ধরণের যানবাহনে যোগাযোগ করা যায়।
ধর্মীয় উপাসনালয়
কেঁওচিয়া ইউনিয়নে ৪৯টি মসজিদ, ৩টি ঈদগাহ ও ৮টি মন্দির রয়েছে।[3]
অর্থনীতি
কেঁওচিয়া ইউনিয়নের অধিকাংশ মানুষ ব্যবসার সাথে জড়িত। এখানকার প্রায় ৭৪% মানুষ ব্যবসায়ী। এখানে ভাল কৃষিজাত পণ্য উৎপাদন হয়। তার মধ্যে অন্যতম হল ধান, আলু, মরিচ, টমেটো, মুলা। এছাড়াও এখানে মৎস্য চাষ হয় প্রচুর।
খাল ও নদী
কেঁওচিয়া ইউনিয়নের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে নয়াখাল এবং হাঙ্গর খাল।[7]
হাট-বাজার
কেঁওচিয়া ইউনিয়নের প্রধান ২টি হাট/বাজার হল কেরানীহাট এবং দস্তিদারহাট বাজার।[8]
জনপ্রতিনিধি
- বর্তমান চেয়ারম্যান: মনির আহমদ[11]
- চেয়ারম্যানগণের তালিকা
ক্রম নং | চেয়ারম্যানের নাম | সময়কাল |
---|---|---|
০১ | জিয়াউল হক | ১৯৭৪-১৯৭৭ |
০২ | মুন্সি আবদুছ ছাত্তার | ১৯৭৭-১৯৮৪ |
০৩ | আবদুল হক | ১৯৮৪-১৯৮৮ |
০৪ | এ জি এম শাহজাহান | ১৯৮৮-১৯৯২ |
০৫ | ছৈয়দ আহমদ | ১৯৯২-১৯৯৮ |
০৬ | নুর হোসেন (ফোরক কোম্পানী) | ১৯৯৯-২০০৩ |
০৭ | মোহাম্মদ হোসেন (ভারপ্রাপ্ত) | ২০০৩ |
০৮ | আবদুল মোনাফ সওদাগর | ২০০৩-২০০৯ |
০৯ | মুন্সি মাহবুবুল আলম (ভারপ্রাপ্ত) | ২০০৯ |
১০ | আবদুল মোনাফ সওদাগর | ২০০৯-২০১০ |
১১ | মুন্সি মাহবুবুল আলম (ভারপ্রাপ্ত) | ২০১০ |
১২ | নুর হোসেন (ফোরক কোম্পানী) | ২০১১-২০১৬ |
১৩ | মনির আহমদ | ২০১৬-বর্তমান |
আরও দেখুন
তথ্যসূত্র
- "সাতকানিয়া উপজেলা - বাংলাপিডিয়া"। bn.banglapedia.org।
- "কেঁওচিয়া ইউনিয়নের ইতিহাস - কেঁওচিয়া ইউনিয়ন - কেঁওচিয়া ইউনিয়ন"। keochiaup.chittagong.gov.bd।
- http://keochiaup.chittagong.gov.bd/site/page/b6d93517-2144-11e7-8f57-286ed488c766
- "মাদ্রাসা - কেঁওচিয়া ইউনিয়ন - কেঁওচিয়া ইউনিয়ন"। keochiaup.chittagong.gov.bd।
- "মাধ্যমিকবিদ্যালয় - কেঁওচিয়া ইউনিয়ন - কেঁওচিয়া ইউনিয়ন"। keochiaup.chittagong.gov.bd।
- http://180.211.137.51:321/DashboardunionN.aspx?div=4&dis=411&thana=41120&union=19%5B%5D
- "খাল ও নদী - কেঁওচিয়া ইউনিয়ন - কেঁওচিয়া ইউনিয়ন"। keochiaup.chittagong.gov.bd।
- "হাট বাজারের তালিকা - কেঁওচিয়া ইউনিয়ন - কেঁওচিয়া ইউনিয়ন"। keochiaup.chittagong.gov.bd।
- "দর্শনীয়স্থান - কেঁওচিয়া ইউনিয়ন - কেঁওচিয়া ইউনিয়ন"। keochiaup.chittagong.gov.bd।
- "প্রখ্যাত ব্যক্তিত্ব - কেঁওচিয়া ইউনিয়ন - কেঁওচিয়া ইউনিয়ন"। keochiaup.chittagong.gov.bd।
- "মনির আহমদ - কেঁওচিয়া ইউনিয়ন - কেঁওচিয়া ইউনিয়ন"। keochiaup.chittagong.gov.bd।
- "ইউনিয়ন পরিষদের পূর্বতন চেয়ারম্যানবৃন্দ - কেঁওচিয়া ইউনিয়ন - কেঁওচিয়া ইউনিয়ন"। keochiaup.chittagong.gov.bd।