আবদুল্লাহপুর ইউনিয়ন, ফটিকছড়ি
আবদুল্লাহপুর বাংলাদেশের চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন।
আবদুল্লাহপুর | |
---|---|
ইউনিয়ন | |
![]() | |
![]() ![]() আবদুল্লাহপুর | |
স্থানাঙ্ক: ২২°৩৪′২২.৮০০″ উত্তর ৯১°৫২′১৫.৬০০″ পূর্ব ![]() | |
দেশ | ![]() |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | চট্টগ্রাম জেলা |
উপজেলা | ফটিকছড়ি উপজেলা ![]() |
সরকার | |
• চেয়ারম্যান | অহিদুল আলম |
আয়তন | |
• মোট | ২.১৪ কিমি২ (০.৮৩ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ৮,৫০০ |
• জনঘনত্ব | ৪০০০/কিমি২ (১০০০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৫৪.৯৮% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৪৩৫১ ![]() |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট ![]() |
আয়তন
আবদুল্লাহপুর ইউনিয়নের আয়তন ৫২৯ একর (২.১৪ বর্গ কিলোমিটার)।[1] এটি ফটিকছড়ি উপজেলার সবচেয়ে ছোট ইউনিয়ন।
জনসংখ্যা
২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী আবদুল্লাহপুর ইউনিয়নের লোকসংখ্যা প্রায় সাড়ে ৮ হাজার। এর মধ্যে পুরুষ প্রায় সাড়ে ৪ হাজার এবং মহিলা প্রায় ৪ হাজার।[2]
অবস্থান ও সীমানা
ফটিকছড়ি উপজেলার সর্ব-দক্ষিণে আবদুল্লাহপুর ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ২০ কিলোমিটার। এ ইউনিয়নের উত্তরে ধর্মপুর ইউনিয়ন, পূর্বে রাউজান উপজেলার হলদিয়া ইউনিয়ন এবং দক্ষিণে ও পশ্চিমে রাউজান উপজেলার নওয়াজিশপুর ইউনিয়ন অবস্থিত।
প্রশাসনিক কাঠামো
আবদুল্লাহপুর ইউনিয়ন ফটিকছড়ি উপজেলার আওতাধীন ২০নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম উপজেলার ফটিকছড়ি থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৭৯নং নির্বাচনী এলাকা চট্টগ্রাম-২ এর অংশ। এটি আবদুল্লাহপুর নামে ১টি মৌজা নিয়েই গঠিত।[2]
শিক্ষা ব্যবস্থা
আবদুল্লাহপুর ইউনিয়নের সাক্ষরতার হার ৫৪.৯৮%।[1] এ ইউনিয়নে ১টি মাধ্যমিক বিদ্যালয় ও ২টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।[2]
শিক্ষা প্রতিষ্ঠান
- মাধ্যমিক বিদ্যালয়
- প্রাথমিক বিদ্যালয়
- আবদুল্লাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- দক্ষিণ আবদুল্লাহপুর রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
যোগাযোগ ব্যবস্থা
আবদুল্লাহপুর ইউনিয়নের প্রধান সড়ক ফটিকছড়ি-গহিরা সড়ক। প্রধান যোগাযোগ মাধ্যম সিএনজি চালিত অটোরিক্সা।
হাট-বাজার
আবদুল্লাহপুর ইউনিয়নের প্রধান হাট/বাজার হল মগের হাট।[5]
দর্শনীয় স্থান
- লাইল্যা-হরাইল্যার মসজিদ
আরও দেখুন
তথ্যসূত্র
- "ফটিকছড়ি উপজেলা - বাংলাপিডিয়া"। bn.banglapedia.org।
- "এক নজরে আবদুল্লাহপুর - আবদুল্লাপুর ইউনিয়ন - আবদুল্লাপুর ইউনিয়ন"। abdullapurup.chittagong.gov.bd।
- "শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা - আবদুল্লাপুর ইউনিয়ন - আবদুল্লাপুর ইউনিয়ন"। abdullapurup.chittagong.gov.bd।
- http://180.211.137.51:321/DashboardunionN.aspx?div=4&dis=411&thana=41104&union=20%5B%5D
- "হাট বাজারের তালিকা - আবদুল্লাপুর ইউনিয়ন - আবদুল্লাপুর ইউনিয়ন"। abdullapurup.chittagong.gov.bd।
- Songbadshomogro.com। "তৃতীয় ধাপের ইউপি নির্বাচনের ফলাফল -"। www.songbadshomogro.com।