হাইতকান্দি ইউনিয়ন

হাইতকান্দি বাংলাদেশের চট্টগ্রাম জেলার মীরসরাই উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন

হাইতকান্দি
ইউনিয়ন
১৪নং হাইতকান্দি ইউনিয়ন পরিষদ
হাইতকান্দি
বাংলাদেশে হাইতকান্দি ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২২°৪২′৩৩″ উত্তর ৯১°৩৫′১০″ পূর্ব
দেশ বাংলাদেশ
বিভাগচট্টগ্রাম বিভাগ
জেলাচট্টগ্রাম জেলা
উপজেলামীরসরাই উপজেলা
সরকার
  চেয়ারম্যানজাহাঙ্গীর কবির চৌধুরী
আয়তন
  মোট১৩.২৪ কিমি (৫.১১ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
  মোট২১,২৩৭
  জনঘনত্ব১৬০০/কিমি (৪২০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
  মোট৫৫.০৩%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৪৩১১
ওয়েবসাইটপ্রাতিষ্ঠানিক ওয়েবসাইট

আয়তন

হাইতকান্দি ইউনিয়নের আয়তন ৩২৭১ একর[1] (১৩.২৪ বর্গ কিলোমিটার)।

জনসংখ্যা

২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী হাইতকান্দি ইউনিয়নের লোকসংখ্যা ২১,২৩৭ জন। এর মধ্যে পুরুষ ১০,৫২২ জন এবং মহিলা ১০,৭১৫ জন।[2]

অবস্থান ও সীমানা

মীরসরাই উপজেলার সর্ব-দক্ষিণে হাইতকান্দি ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ১২ কিলোমিটার। এ ইউনিয়নের পূর্বে ওয়াহেদপুর ইউনিয়ন, উত্তরে খৈয়াছড়া ইউনিয়ন, পশ্চিমে সাহেরখালী ইউনিয়নসীতাকুণ্ড উপজেলার সৈয়দপুর ইউনিয়ন এবং দক্ষিণে সীতাকুণ্ড উপজেলার বারৈয়াঢালা ইউনিয়ন অবস্থিত।

প্রশাসনিক কাঠামো

হাইতকান্দি ইউনিয়ন মীরসরাই উপজেলার আওতাধীন ১৪নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম উপজেলার মীরসরাই থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৭৮নং নির্বাচনী এলাকা চট্টগ্রাম-১ এর অংশ। এটি ৭টি মৌজায় বিভক্ত।

এ ইউনিয়নের গ্রামগুলো হল:

  • উত্তর হাইতকান্দি
  • জোড় পুকুর
  • দক্ষিণ হাইতকান্দি
  • পশ্চিম হাইতকান্দি
  • পূর্ব হাইতকান্দি
  • হাইতকান্দি
  • দক্ষিণ মুরাদপুর
  • কচুয়া
  • তারাকাটিয়া
  • নবাবপুর
  • কুরুয়া
  • জগদীশপুর
  • তুলাবাড়িয়া
  • মহালংকা
  • বালিয়াদি

[2]

শিক্ষা ব্যবস্থা

হাইতকান্দি ইউনিয়নের সাক্ষরতার হার ৫৫.০৩%।[1] এ ইউনিয়নে ৩টি মাধ্যমিক বিদ্যালয়, ১টি মাদ্রাসা, ১২টি প্রাথমিক বিদ্যালয় ও ১টি কিন্ডারগার্টেন ও 6টি নুরানী মাদ্রাসা রয়েছে। রয়েছে।[2]

শিক্ষা প্রতিষ্ঠান

মাধ্যমিক বিদ্যালয়

[3]

মাদ্রাসা
  • বালিয়াদি খাদেমুল উলুম মাদ্রাসা ও এতিমখানা
  • আল-জামেয়া কাছেমুল উলুম কাজীর হাট মাদ্রাসা ও এতিমখানা
প্রাথমিক বিদ্যালয়
  • উত্তর বালিয়াদি সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • উত্তর হাইতকান্দি খায়েরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • কমর আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • কাজির হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • কুরুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • তারাকাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • দক্ষিণ বালিয়াদি সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • দক্ষিণ হাইতকান্দি চৌধুরী পাড়া রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
  • দমদমা সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • পশ্চিম হাইতকান্দি প্রাথমিক বিদ্যালয়
  • পূর্ব হাইতকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • মহালংকা শহীদ মেমোরিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়

[4]

কিন্ডারগার্টেন
  • দমদমা কিন্ডারগার্টেন স্কুল
নুরানী মাদ্রাসা
  • বালিয়াদি খাদেমুল উলুম মাদ্রাসা ও এতিমখানা ( নুরানী মাদ্রাসা)
  • কাজীর হাট নুরানী মাদ্রাসা।
  • উত্তর হাইতকান্দী নুরানী মাদ্রাসা।
  • হাইতকান্দী নুরানী মাদ্রাসা।
  • দক্ষিণ হাইতকান্দী নুরানী মাদ্রাসা।
কওমী মাদ্রাসা
  • আল জামেয়াতুল কাজীর হাট মাদ্রাসা

যোগাযোগ ব্যবস্থা

হাইতকান্দি ইউনিয়নে যোগাযোগের প্রধান সড়ক মীরসরাই-হাইতকান্দি সড়ক। প্রধান যোগাযোগ মাধ্যম সিএনজি চালিত অটোরিক্সা।

খাল ও নদী

হাইতকান্দি ইউনিয়নের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে কমর আলী বাজার সংযোগ খাল, নবাবপুর খাল, কুরুয়া চৌধুরীপাড়া সংযোগ খাল এবং বালিয়াদি ডোমখালী সংযোগ খাল।[5]

হাট-বাজার

হাইতকান্দি ইউনিয়নের প্রধান প্রধান হাট/বাজারগুলো হল কমর আলী বাজার, দমদমা বাজার এবং বালিয়াদি নতুন হাট বাজার।[6]

কৃতী ব্যক্তিত্ব

  • মিয়াজান বিবি – শিক্ষানুরাগী ও সমাজসেবী।[7]

জনপ্রতিনিধি

  • বর্তমান চেয়ারম্যান: জাহাঙ্গীর কবির চৌধুরী[8]
চেয়ারম্যানগণের তালিকা
ক্রম নং.চেয়ারম্যানের নামসময়কাল
০১শেখ সোলাইমান (রিলিপ কমিটির চেয়ারম্যান)১৯৭২-১৯৭৩
০২আবদুর রহমান১৯৭৪-১৯৭৯
০৩আবদুল মালেক১৯৭৯-১৯৮৪
০৪আবু জাফর১৯৮৪-১৯৯৪
০৫নুরুল হুদা১৯৯৪-১৯৯৯
০৬জাহাঙ্গীর কবির চৌধুরী১৯৯৯-বর্তমান

[9]

আরও দেখুন

তথ্যসূত্র

  1. "মিরসরাই উপজেলা - বাংলাপিডিয়া"bn.banglapedia.org
  2. "এক নজরে হাইতকান্দি - হাইতকান্দি ইউনিয়ন - হাইতকান্দি ইউনিয়ন"haitkandiup.chittagong.gov.bd
  3. "মাধ্যমিকবিদ্যালয় - হাইতকান্দি ইউনিয়ন - হাইতকান্দি ইউনিয়ন"haitkandiup.chittagong.gov.bd
  4. http://180.211.137.51:321/DashboardunionN.aspx?div=4&dis=411&thana=41113&union=32%5B%5D
  5. "খাল ও নদী - হাইতকান্দি ইউনিয়ন - হাইতকান্দি ইউনিয়ন"haitkandiup.chittagong.gov.bd
  6. "হাট বাজারের তালিকা - হাইতকান্দি ইউনিয়ন - হাইতকান্দি ইউনিয়ন"haitkandiup.chittagong.gov.bd
  7. "প্রখ্যাত ব্যক্তিত্ব - হাইতকান্দি ইউনিয়ন - হাইতকান্দি ইউনিয়ন"haitkandiup.chittagong.gov.bd
  8. "জাহাঙ্গীর কবির চৌধুরী - হাইতকান্দি ইউনিয়ন - হাইতকান্দি ইউনিয়ন"haitkandiup.chittagong.gov.bd
  9. "ইউনিয়ন পরিষদের পূর্বতন চেয়ারম্যানবৃন্দ - হাইতকান্দি ইউনিয়ন - হাইতকান্দি ইউনিয়ন"haitkandiup.chittagong.gov.bd

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.