সাহেরখালী ইউনিয়ন
সাহেরখালী বাংলাদেশের চট্টগ্রাম জেলার মীরসরাই উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন।
সাহেরখালী | |
---|---|
ইউনিয়ন | |
![]() | |
![]() ![]() সাহেরখালী | |
স্থানাঙ্ক: ২২°৪৩′১৮″ উত্তর ৯১°৩১′৪৫″ পূর্ব ![]() | |
দেশ | ![]() |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | চট্টগ্রাম জেলা |
উপজেলা | মীরসরাই উপজেলা ![]() |
সরকার | |
• চেয়ারম্যান | মোহাম্মদ কামরুল হায়দার চৌধুরী |
আয়তন | |
• মোট | ২১.৫৯ কিমি২ (৮.৩৪ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ২৪,৫০০ |
• জনঘনত্ব | ১১০০/কিমি২ (২৯০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৫৩.২৫% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৪৩২১ ![]() |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট ![]() |
আয়তন
সাহেরখালী ইউনিয়নের আয়তন ৫৩৩৫ একর[1] (২১.৫৯ বর্গ কিলোমিটার)।
জনসংখ্যা
২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী সাহেরখালী ইউনিয়নের লোকসংখ্যা ২৪,৫০০ জন। এর মধ্যে পুরুষ ১১,৮৭৮ জন এবং মহিলা ১২,৬২২ জন।[2]
অবস্থান ও সীমানা
মীরসরাই উপজেলার দক্ষিণ-পশ্চিমাংশে সাহেরখালী ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ২২ কিলোমিটার। এ ইউনিয়নের উত্তরে ইছাখালী ইউনিয়ন, মীরসরাই পৌরসভা ও মায়ানী ইউনিয়ন; পূর্বে ইছাখালী ইউনিয়ন, মায়ানী ইউনিয়ন ও হাইতকান্দি ইউনিয়ন; দক্ষিণে সীতাকুণ্ড উপজেলার সৈয়দপুর ইউনিয়ন এবং পশ্চিমে সন্দ্বীপ চ্যানেল ও সন্দ্বীপ উপজেলার উড়িরচর ইউনিয়ন, নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার চর ফকিরা ইউনিয়ন, ফেনী নদী ও ফেনী জেলার সোনাগাজী উপজেলার সোনাগাজী ইউনিয়ন অবস্থিত।
প্রশাসনিক কাঠামো
সাহেরখালী ইউনিয়ন মীরসরাই উপজেলার আওতাধীন ১৬নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম উপজেলার মীরসরাই থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৭৮নং নির্বাচনী এলাকা চট্টগ্রাম-১ এর অংশ। এটি ৪টি মৌজায় বিভক্ত।
এ ইউনিয়নের গ্রামগুলো হল:
- পশ্চিম সাহেরখালী
- মধ্যম সাহেরখালী
- পূর্ব সাহেরখালী
- গজারিয়া
- ডোমখালী
- দক্ষিণ মঘাদিয়া
- দক্ষিণ মঘাদিয়া কাজীর তালুক
শিক্ষা ব্যবস্থা
সাহেরখালী ইউনিয়নের সাক্ষরতার হার ৫৩.২৫%।[1] এ ইউনিয়নে ২টি মাধ্যমিক বিদ্যালয়, ৩টি মাদ্রাসা, ৯টি প্রাথমিক বিদ্যালয় ও ১টি কিন্ডারগার্টেন রয়েছে।[2]
শিক্ষা প্রতিষ্ঠান
- মাধ্যমিক বিদ্যালয়
- মাদ্রাসা
- আহমদিয়া হাবিবিয়া গণিয়া দাখিল মাদ্রাসা
- খেয়ারহাট নূরিয়া ছিদ্দিকিয়া দাখিল মাদ্রাসা
- নূরুল উলুম ইদ্রিসিয়া দাখিল মাদ্রাসা
- প্রাথমিক বিদ্যালয়
- গজারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- ডোমখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়
- দক্ষিণ মঘাদিয়া ঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পশ্চিম সাহেরখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পূর্ব ডোমখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পূর্ব সাহেরখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়
- ভূঁইয়ার হাট রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
- মধ্য ডোমখালী নাজিরপুর রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
- সাহেরখালী জামাল শফি সরকারি প্রাথমিক বিদ্যালয়
- কিন্ডারগার্টেন
- সাহেরখালী কিন্ডারগার্টেন [6]
যোগাযোগ ব্যবস্থা
সাহেরখালী ইউনিয়নে যোগাযোগের প্রধান সড়ক মীরসরাই-সাহেরখালী সড়ক। প্রধান যোগাযোগ মাধ্যম সিএনজি চালিত অটোরিক্সা।
ধর্মীয় উপাসনালয়
সাহেরখালী ইউনিয়নে ২০টি মসজিদ, ৮টি ঈদগাহ ও ২টি মন্দির রয়েছে।
খাল ও নদী
সাহেরখালী ইউনিয়নের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে অংশ নদী, সাহেরখালী খাল, ডোমখালী খাল, মোল্লাপাড়া খাল, আনন্দ বাজার খাল এবং ডোমখালী সমিতির বাজার খাল।[7]
হাট-বাজার
সাহেরখালী ইউনিয়নের প্রধান প্রধান হাট/বাজারগুলো হল সাহেরখালী ভোরের বাজার, আনন্দবাজার, ডোমখালী সমিতির বাজার, খেয়ার হাট এবং ভূঁইয়ার হাট।[8]
জনপ্রতিনিধি
- বর্তমান চেয়ারম্যান: মোহাম্মদ কামরুল হায়দার চৌধুরী[10]
আরও দেখুন
তথ্যসূত্র
- "মিরসরাই উপজেলা - বাংলাপিডিয়া"। bn.banglapedia.org।
- "এক নজরে - সাহেরখালী ইউনিয়ন - সাহেরখালী ইউনিয়ন"। saherkhaliup.chittagong.gov.bd।
- "মাধ্যমিকবিদ্যালয় - সাহেরখালী ইউনিয়ন - সাহেরখালী ইউনিয়ন"। saherkhaliup.chittagong.gov.bd।
- "মাদ্রাসা - সাহেরখালী ইউনিয়ন - সাহেরখালী ইউনিয়ন"। saherkhaliup.chittagong.gov.bd।
- http://180.211.137.51:321/DashboardunionN.aspx?div=4&dis=411&thana=41113&union=34%5B%5D
- "অন্যান্যশিক্ষাপ্রতিষ্ঠান - সাহেরখালী ইউনিয়ন - সাহেরখালী ইউনিয়ন"। saherkhaliup.chittagong.gov.bd।
- "খাল ও নদী - সাহেরখালী ইউনিয়ন - সাহেরখালী ইউনিয়ন"। saherkhaliup.chittagong.gov.bd।
- "হাট বাজারের তালিকা - সাহেরখালী ইউনিয়ন - সাহেরখালী ইউনিয়ন"। saherkhaliup.chittagong.gov.bd।
- "দর্শনীয়স্থান - সাহেরখালী ইউনিয়ন - সাহেরখালী ইউনিয়ন"। saherkhaliup.chittagong.gov.bd।
- "- সাহেরখালী ইউনিয়ন - সাহেরখালী ইউনিয়ন"। saherkhaliup.chittagong.gov.bd।