নওয়াজিশপুর ইউনিয়ন

নওয়াজিশপুর বাংলাদেশের চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন

নওয়াজিশপুর
ইউনিয়ন
১৫নং নওয়াজিশপুর ইউনিয়ন পরিষদ
নওয়াজিশপুর
বাংলাদেশে নওয়াজিশপুর ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২২°৩২′৪৮″ উত্তর ৯১°৫২′১১″ পূর্ব
দেশ বাংলাদেশ
বিভাগচট্টগ্রাম বিভাগ
জেলাচট্টগ্রাম জেলা
উপজেলারাউজান উপজেলা
সরকার
  চেয়ারম্যানমোহাম্মদ সরোয়ার্দী
আয়তন
  মোট৬.৫৬ কিমি (২.৫৩ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
  মোট১৮,৭৮৬
  জনঘনত্ব২৯০০/কিমি (৭৪০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
  মোট৭০.৭৫%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৪৩৪৩
ওয়েবসাইটপ্রাতিষ্ঠানিক ওয়েবসাইট

আয়তন

নওয়াজিশপুর ইউনিয়নের আয়তন ১৬২০ একর (৬.৫৬ বর্গ কিলোমিটার)।[1]

জনসংখ্যা

২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী নওয়াজিশপুর ইউনিয়নের লোকসংখ্যা ১৮,৭৮৬ জন। এর মধ্যে পুরুষ ৯,৭৮৬ জন এবং মহিলা ৯,০০০ জন।[2]

অবস্থান ও সীমানা

রাউজান উপজেলার উত্তর-পশ্চিমাংশে নওয়াজিশপুর ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় সাড়ে ৬ কিলোমিটার। এ ইউনিয়নের দক্ষিণে গহিরা ইউনিয়ন; পূর্বে চিকদাইর ইউনিয়ন, ডাবুয়া ইউনিয়নহলদিয়া ইউনিয়ন; উত্তরে ফটিকছড়ি উপজেলার আবদুল্লাহপুর ইউনিয়নজাফতনগর ইউনিয়ন এবং পশ্চিমে হালদা নদীহাটহাজারী উপজেলার নাঙ্গলমোড়া ইউনিয়ন অবস্থিত।

প্রশাসনিক কাঠামো

নওয়াজিশপুর ইউনিয়ন রাউজান উপজেলার আওতাধীন ১৫নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম রাউজান মডেল থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৮৩নং নির্বাচনী এলাকা চট্টগ্রাম-৬ এর অংশ। এটি ৩টি মৌজায় বিভক্ত:

  • নওয়াজিশপুর
  • ফতেনগর
  • নদিমপুর

[2]

শিক্ষা ব্যবস্থা

নওয়াজিশপুর ইউনিয়নের সাক্ষরতার হার ৭০.৭৫%।[1] এ ইউনিয়নে ১টি ফাজিল মাদ্রাসা, ২টি মাধ্যমিক বিদ্যালয়, ১টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ও ৬টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।

শিক্ষা প্রতিষ্ঠান

মাদ্রাসা
  • ফতেনগর অদুদিয়া ফাজিল মাদ্রাসা

[3]

মাধ্যমিক বিদ্যালয়
  • ইউনুস আলমাস স্কুল এন্ড কলেজ
  • ফতেনগর নওয়াজিশপুর অদুদিয়া উচ্চ বিদ্যালয়

[4]

নিম্ন মাধ্যমিক বিদ্যালয়
  • নদিমপুর আদর্শ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়
প্রাথমিক বিদ্যালয়
  • উত্তর ফতেনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • কৌশল্যময়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • নওয়াজিশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • নদিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • পশ্চিম নদিমপুর ফতেনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • ফতেনগর নতুনহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়

[5]

যোগাযোগ ব্যবস্থা

নওয়াজিশপুর ইউনিয়নের প্রধান সড়ক গহিরা-ফটিকছড়ি সড়ক। প্রধান যোগাযোগ মাধ্যম সিএনজি চালিত অটোরিক্সা।

ধর্মীয় উপাসনালয়

নওয়াজিশপুর ইউনিয়নে ২৫টি মসজিদ[6], ৫টি ঈদগাহ[7], ২টি মন্দির[8] ও ২টি বিহার[9] রয়েছে।

খাল ও নদী

নওয়াজিশপুর ইউনিয়নের পশ্চিম পাশ দিয়ে বয়ে চলেছে হালদা নদী। এছাড়াও রয়েছে সর্ত্তার খাল।[10]

হাট-বাজার

নওয়াজিশপুর ইউনিয়নের প্রধান প্রধান হাট/বাজারগুলো হল নতুনহাট বাজার, বাঁশডুয়াতল চৌমুহনী বাজার এবং সারাং বাজার।[11]

দর্শনীয় স্থান

  • ইউসুফের দীঘি

চট্টগ্রাম-রাঙ্গামাটি মহাসড়কের গহিরা থেকে ২ কিলোমিটার উত্তরে নওয়াজিশপুর ১নং ওয়ার্ডে ঐতিহাসিক ইউসুফের দীঘি অবস্থিত।[12]

কৃতী ব্যক্তিত্ব

[13]

জনপ্রতিনিধি

  • বর্তমান চেয়ারম্যান: মোহাম্মদ সরোয়ার্দী[14]

আরও দেখুন

তথ্যসূত্র

  1. "রাউজান উপজেলা - বাংলাপিডিয়া"bn.banglapedia.org
  2. "গ্রাম ভিত্তিক লোকসংখ্যা - নোয়াজিষপুর ইউনিয়ন - নোয়াজিষপুর ইউনিয়ন"noajishpur.chittagong.gov.bd
  3. "মাদ্রাসা - নোয়াজিষপুর ইউনিয়ন - নোয়াজিষপুর ইউনিয়ন"noajishpur.chittagong.gov.bd
  4. "মাধ্যমিকবিদ্যালয় - নোয়াজিষপুর ইউনিয়ন - নোয়াজিষপুর ইউনিয়ন"noajishpur.chittagong.gov.bd
  5. http://180.211.137.51:321/DashboardunionN.aspx?div=4&dis=411&thana=41102&union=23%5B%5D
  6. "মসজিদ - নোয়াজিষপুর ইউনিয়ন - নোয়াজিষপুর ইউনিয়ন"noajishpur.chittagong.gov.bd
  7. "ঈদগাহ - নোয়াজিষপুর ইউনিয়ন - নোয়াজিষপুর ইউনিয়ন"noajishpur.chittagong.gov.bd
  8. "মন্দির - নোয়াজিষপুর ইউনিয়ন - নোয়াজিষপুর ইউনিয়ন"noajishpur.chittagong.gov.bd
  9. "বেীদ্ধ বিহার - নোয়াজিষপুর ইউনিয়ন - নোয়াজিষপুর ইউনিয়ন"noajishpur.chittagong.gov.bd
  10. "খাল ও নদী - নোয়াজিষপুর ইউনিয়ন - নোয়াজিষপুর ইউনিয়ন"noajishpur.chittagong.gov.bd
  11. "হাট বাজারের তালিকা - নোয়াজিষপুর ইউনিয়ন - নোয়াজিষপুর ইউনিয়ন"noajishpur.chittagong.gov.bd
  12. "দর্শনীয়স্থান - নোয়াজিষপুর ইউনিয়ন - নোয়াজিষপুর ইউনিয়ন"noajishpur.chittagong.gov.bd
  13. "প্রখ্যাত ব্যক্তিত্ব - নোয়াজিষপুর ইউনিয়ন - নোয়াজিষপুর ইউনিয়ন"noajishpur.chittagong.gov.bd
  14. Team, Samakal Online। "SAMAKAL - GET THE LATEST ONLINE BANGLA NEWS !"SAMAKAL। ৯ জুলাই ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ জুন ২০১৭

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.