দক্ষিণ ভূর্ষি ইউনিয়ন
দক্ষিণ ভূর্ষি বাংলাদেশের চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন।
দক্ষিণ ভূর্ষি | |
---|---|
ইউনিয়ন | |
![]() | |
![]() ![]() দক্ষিণ ভূর্ষি | |
স্থানাঙ্ক: ২২°১৮′৫৩″ উত্তর ৯১°৫৯′১৪″ পূর্ব ![]() | |
দেশ | ![]() |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | চট্টগ্রাম জেলা |
উপজেলা | পটিয়া উপজেলা ![]() |
সরকার | |
• চেয়ারম্যান | সেলিম চৌধুরী |
আয়তন | |
• মোট | ৫.২৯ কিমি২ (২.০৪ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ১২,৫৬৬ |
• জনঘনত্ব | ২৪০০/কিমি২ (৬২০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৬১.০৬% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৪৩৭০ ![]() |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট ![]() |
আয়তন
দক্ষিণ ভূর্ষি ইউনিয়নের আয়তন ১৩০৭ একর (৫.২৯ বর্গ কিলোমিটার)।[1]
জনসংখ্যা
২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী দক্ষিণ ভূর্ষি ইউনিয়নের লোকসংখ্যা ১২,৫৬৬ জন। এর মধ্যে পুরুষ ৬,৩৯৭ জন এবং মহিলা ৬,১৬৯ জন।[2]
অবস্থান ও সীমানা
পটিয়া উপজেলার উত্তরাংশে দক্ষিণ ভূর্ষি ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ৩ কিলোমিটার। এ ইউনিয়নের পূর্বে কেলিশহর ইউনিয়ন ও ধলঘাট ইউনিয়ন, উত্তরে ধলঘাট ইউনিয়ন, পশ্চিমে ধলঘাট ইউনিয়ন ও জঙ্গলখাইন ইউনিয়ন এবং দক্ষিণে পটিয়া পৌরসভা অবস্থিত।
প্রশাসনিক কাঠামো
দক্ষিণ ভূর্ষি ইউনিয়ন পটিয়া উপজেলার আওতাধীন ১৩নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম পটিয়া থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৮৯নং নির্বাচনী এলাকা চট্টগ্রাম-১২ এর অংশ। এ ইউনিয়নের গ্রামগুলো হল:
- দক্ষিণ ভূর্ষি
- কেচিয়াপাড়া
- ডেঙ্গাপাড়া
- খানমোহনা
- পশ্চিম ডেঙ্গাপাড়া
ইতিহাস
দক্ষিণ ভূর্ষি পটিয়া উপজেলার একটি ঐতিহ্যবাহী ইউনিয়ন। পটিয়া পৌরসভা গঠনের পূর্বে এ ইউনিয়নের নাম ছিল ১৩নং সুচক্রদণ্ডী ইউনিয়ন পরিষদ। ১৯৯০ সালে পৌরসভা সৃষ্টির কারণে মূল সুচক্রদণ্ডী গ্রামটি পৌরসভার অন্তর্ভুক্ত হওয়ায় ইউনিয়নের অন্য প্রধান গ্রামের নামানুসারে এটি ১৩নং দক্ষিণ ভূর্ষি ইউনিয়ন পরিষদ হিসেবে পরিচিতি লাভ করে।[4]
নামকরণ
কথিত আছে এ এলাকায় একসময় বহু সংখ্যক ঋষির বাসস্থান ছিল বিধায় এ স্থানের নাম হয় ভূর্ষি। ভূর্ষি এলাকার উত্তরাংশ কেলিশহর ইউনিয়ন ও বোয়ালখালী উপজেলার আহলা করলডেঙ্গা ইউনিয়নে অবস্থিত, আর দক্ষিণ ভূর্ষি পটিয়া উপজেলার বর্তমানে আলাদা একটি ইউনিয়ন।[5]
শিক্ষা ব্যবস্থা
দক্ষিণ ভূর্ষি ইউনিয়নের সাক্ষরতার হার ৬১.০৬%।[1] এ ইউনিয়নে ১টি মাধ্যমিক বিদ্যালয় ও ৫টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।[2]
শিক্ষা প্রতিষ্ঠান
- মাধ্যমিক বিদ্যালয়
- দক্ষিণ ভূর্ষি উচ্চ বিদ্যালয়
- প্রাথমিক বিদ্যালয়
- খানমোহনা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- দক্ষিণ ভূর্ষি কেচিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- দক্ষিণ ভূর্ষি সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পশ্চিম ডেঙ্গাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পূর্ব ডেঙ্গাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
যোগাযোগ ব্যবস্থা
দক্ষিণ ভূর্ষি ইউনিয়নে যোগাযোগের প্রধান সড়ক পটিয়া-ধরলা সড়ক। প্রধান যোগাযোগ মাধ্যম সিএনজি চালিত অটোরিক্সা।
দর্শনীয় স্থান
- শ্রী শ্রী ঠাকুর অনুকুল চন্দ্র আশ্রম[8]
কৃতী ব্যক্তিত্ব
- অমরেন্দ্রলাল নন্দী –– ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম ব্যক্তিত্ব।
- জীবন আলী (জীবন পণ্ডিত) –– সঙ্গীতজ্ঞ ও পুঁথি সাহিত্যিক।
- ফণিভূষণ নন্দী –– ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম ব্যক্তিত্ব।
- শশাঙ্কশেখর দত্ত –– ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম ব্যক্তিত্ব।
জনপ্রতিনিধি
- বর্তমান চেয়ারম্যান: সেলিম চৌধুরী
আরও দেখুন
তথ্যসূত্র
- "পটিয়া উপজেলা - বাংলাপিডিয়া"। bn.banglapedia.org।
- "এক নজরে - দক্ষিণ ভূর্ষি ইউনিয়ন - দক্ষিণ ভূর্ষি ইউনিয়ন"। dakhinbhurshiup.chittagong.gov.bd।
- "গ্রামভিত্তিক লোকসংখ্যা - দক্ষিণ ভূর্ষি ইউনিয়ন - দক্ষিণ ভূর্ষি ইউনিয়ন"। dakhinbhurshiup.chittagong.gov.bd।
- "পটিয়ায় ভূর্ষি ইউপি চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ - সারাদেশ - ABnews24"।
- "দক্ষিণভুর্ষি ইউনিয়নের ইতিহাস - দক্ষিণ ভূর্ষি ইউনিয়ন - দক্ষিণ ভূর্ষি ইউনিয়ন"। dakhinbhurshiup.chittagong.gov.bd।
- "মাধ্যমিকবিদ্যালয় - দক্ষিণ ভূর্ষি ইউনিয়ন - দক্ষিণ ভূর্ষি ইউনিয়ন"। dakhinbhurshiup.chittagong.gov.bd।
- http://180.211.137.51:321/DashboardunionN.aspx?div=4&dis=411&thana=41105&union=26%5B%5D
- "দর্শনীয়স্থান - দক্ষিণ ভূর্ষি ইউনিয়ন - দক্ষিণ ভূর্ষি ইউনিয়ন"। dakhinbhurshiup.chittagong.gov.bd।