বরমা ইউনিয়ন

বরমা বাংলাদেশের চট্টগ্রাম জেলার চন্দনাইশ উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন

বরমা
ইউনিয়ন
৫নং বরমা ইউনিয়ন পরিষদ
বরমা
বাংলাদেশে বরমা ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২২°১১′১২″ উত্তর ৯১°৫৯′১৪″ পূর্ব
দেশ বাংলাদেশ
বিভাগচট্টগ্রাম বিভাগ
জেলাচট্টগ্রাম জেলা
উপজেলাচন্দনাইশ উপজেলা
সরকার
  চেয়ারম্যানমোহাম্মদ নুরুল ইসলাম
আয়তন
  মোট৯.৬১ কিমি (৩.৭১ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
  মোট২২,৯৭০
  জনঘনত্ব২৪০০/কিমি (৬২০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
  মোট৬০.৩৩%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৪৩৮৩
ওয়েবসাইটপ্রাতিষ্ঠানিক ওয়েবসাইট

আয়তন

বরমা ইউনিয়নের আয়তন ২৩৭৫ একর (৯.৬১ বর্গ কিলোমিটার)।[1]

জনসংখ্যা

২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী বরমা ইউনিয়নের লোকসংখ্যা ২২,৯৭০ জন। এর মধ্যে পুরুষ ১১,৪৫৭ জন এবং মহিলা ১১,৫১৩ জন।[2]

অবস্থান ও সীমানা

চন্দনাইশ উপজেলার পশ্চিমাংশে বরমা ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় সাড়ে ৮ কিলোমিটার। এ ইউনিয়নের উত্তরে বরকল ইউনিয়নচন্দনাইশ পৌরসভা; পূর্বে চন্দনাইশ পৌরসভাসাতবাড়িয়া ইউনিয়ন; দক্ষিণে বৈলতলী ইউনিয়নসাতকানিয়া উপজেলার চরতী ইউনিয়ন এবং পশ্চিমে সাতকানিয়া উপজেলার চরতী ইউনিয়ন, সাঙ্গু নদীআনোয়ারা উপজেলার হাইলধর ইউনিয়ন অবস্থিত।

প্রশাসনিক কাঠামো

বরমা ইউনিয়ন চন্দনাইশ উপজেলার আওতাধীন ৫নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম চন্দনাইশ থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৯১নং নির্বাচনী এলাকা চট্টগ্রাম-১৪ এর অংশ। এ ইউনিয়নের গ্রামগুলো হল:

  • শেবন্দী
  • উত্তর কেশুয়া
  • বাইনজুরী
  • পশ্চিম কেশুয়া
  • রাউলিবাগ
  • চর বরমা
  • মাইগাতা
  • বাতাজুরী
  • বরমা
  • দক্ষিণ আড়ালিয়া

[2]

ইতিহাস

বরমা ইউনিয়ন পূর্বে পটিয়া উপজেলাধীন ২০নং বরমা ইউনিয়ন পরিষদ নামে পরিচিত ছিল। বর্তমানে চন্দনাইশ উপজেলাধীন ৫নং বরমা ইউনিয়ন পরিষদ নামে প্রতিষ্ঠিত।[3]

শিক্ষা ব্যবস্থা

বরমা ইউনিয়নের সাক্ষরতার হার ৬০.৩৩%।[1] এ ইউনিয়নে ১টি কলেজ, ১টি মাদ্রাসা, ২টি মাধ্যমিক বিদ্যালয় ও ৯টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।

শিক্ষা প্রতিষ্ঠান

কলেজ
  • বরমা ডিগ্রী কলেজ

[4]

মাদ্রাসা
  • বরমা ইসলামিয়া আলিম মাদ্রাসা

[5]

মাধ্যমিক বিদ্যালয়
  • কেশুয়া উচ্চ বিদ্যালয়
  • বরমা ত্রাহি মেনকা উচ্চ বিদ্যালয়

[6]

প্রাথমিক বিদ্যালয়
  • উত্তর বাইনজুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • কেশুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • দক্ষিণ বাইনজুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • পশ্চিম কেশুয়া আলহাজ্ব দেলওয়ার হোসেন রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
  • পূর্ব কেশুয়া হাজী আবদুল কুদ্দুস সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • বরমা সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • বাতাজুরী এ রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • মাইগাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • শেবন্দী চর বরমা সরকারি প্রাথমিক বিদ্যালয়

[7]

যোগাযোগ ব্যবস্থা

বরমা ইউনিয়নে যোগাযোগের প্রধান সড়ক চন্দনাইশ-বরমা সড়ক। প্রধান যোগাযোগ মাধ্যম সিএনজি চালিত অটোরিক্সা।

ধর্মীয় উপাসনালয়

বরমা ইউনিয়নে ১৭টি মসজিদ, ৩টি ঈদগাহ, ১০টি মন্দির ও ২টি বিহার রয়েছে।

খাল ও নদী

বরমা ইউনিয়নের পশ্চিম প্রান্ত দিয়ে বয়ে চলেছে সাঙ্গু নদী। এছাড়া এ ইউনিয়নে প্রবাহিত হচ্ছে কেশুয়া চাঁনখালী খাল, বাতাজুরী যত খাল এবং নিশি কান্ত যত খাল।[8]

হাট-বাজার

বরমা ইউনিয়নের প্রধান ৩টি হাট/বাজার হল বরমা ধামাইরহাট বাজার, বরমা কালীরহাট বাজার এবং বরমা টিনের হাট।[9]

দর্শনীয় স্থান

  • বরমা শুক্লাম্বর দীঘি

[10]

কৃতী ব্যক্তিত্ব

[11]

জনপ্রতিনিধি

  • বর্তমান চেয়ারম্যান: মোহাম্মদ নুরুল ইসলাম[12]
চেয়ারম্যানগণের তালিকা
ক্রম নং চেয়ারম্যানের নাম সময়কাল
০১ রাবু চৌধুরী
০২ সিরাজুল মোস্তফা
০৩ ফয়েজ আহমদ
০৪ শামসুদ্দিন আহমদ
০৫ আবদুল গাফফার
০৬ গউস মোহাম্মদ
০৭ আহমদ নবী
০৮ সিরাজ আহমদ
০৯ মোহাম্মদ নুরুল ইসলাম ২০০৩-বর্তমান

[13]

আরও দেখুন

তথ্যসূত্র

  1. "চন্দনাইশ উপজেলা - বাংলাপিডিয়া"bn.banglapedia.org
  2. "গ্রামভিত্তিক লোকসংখ্যা - বরমা ইউনিয়ন - বরমা ইউনিয়ন"baramaup.chittagong.gov.bd
  3. "বরমা ইউনিয়নের ইতিহাস - বরমা ইউনিয়ন - বরমা ইউনিয়ন"baramaup.chittagong.gov.bd
  4. "কলেজ - বরমা ইউনিয়ন - বরমা ইউনিয়ন"baramaup.chittagong.gov.bd
  5. "মাদ্রাসা - বরমা ইউনিয়ন - বরমা ইউনিয়ন"baramaup.chittagong.gov.bd
  6. "মাধ্যমিকবিদ্যালয় - বরমা ইউনিয়ন - বরমা ইউনিয়ন"baramaup.chittagong.gov.bd
  7. http://180.211.137.51:321/DashboardunionN.aspx?div=4&dis=411&thana=41110&union=05%5B%5D
  8. "খাল ও নদী - বরমা ইউনিয়ন - বরমা ইউনিয়ন"baramaup.chittagong.gov.bd
  9. "হাটবাজারের তালিকা - বরমা ইউনিয়ন - বরমা ইউনিয়ন"baramaup.chittagong.gov.bd
  10. "দর্শনীয়স্থান - বরমা ইউনিয়ন - বরমা ইউনিয়ন"baramaup.chittagong.gov.bd
  11. "প্রখ্যাত ব্যক্তিত্ব - বরমা ইউনিয়ন - বরমা ইউনিয়ন"baramaup.chittagong.gov.bd
  12. "জনাব মোহাম্মদ নুরুল ইসলাম - বরমা ইউনিয়ন - বরমা ইউনিয়ন"baramaup.chittagong.gov.bd
  13. "ইউনিয়ন পরিষদের পূর্বতন চেয়ারম্যানবৃন্দ - বরমা ইউনিয়ন - বরমা ইউনিয়ন"baramaup.chittagong.gov.bd

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.