লেলাং ইউনিয়ন
লেলাং বাংলাদেশের চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন।
লেলাং | |
---|---|
ইউনিয়ন | |
![]() | |
![]() ![]() লেলাং | |
স্থানাঙ্ক: ২২°৩৯′৩″ উত্তর ৯১°৫০′৫৬″ পূর্ব ![]() | |
দেশ | ![]() |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | চট্টগ্রাম জেলা |
উপজেলা | ফটিকছড়ি উপজেলা ![]() |
সরকার | |
• চেয়ারম্যান | মোহাম্মদ সরোয়ার উদ্দীন চৌধুরী শাহীন |
আয়তন | |
• মোট | ৪৪.৭৭ কিমি২ (১৭.২৯ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ৩৫,০০০ |
• জনঘনত্ব | ৭৮০/কিমি২ (২০০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৫১.৮০% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৪৩৫০ ![]() |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট ![]() |
আয়তন
লেলাং ইউনিয়নের আয়তন ১১,০৬২ একর (৪৪.৭৭ বর্গ কিলোমিটার)।[1]
জনসংখ্যা
২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী লেলাং ইউনিয়নের লোকসংখ্যা প্রায় ৩৫ হাজার। এর মধ্যে পুরুষ প্রায় ১৭ হাজার এবং মহিলা প্রায় ১৮ হাজার।[2]
অবস্থান ও সীমানা
ফটিকছড়ি উপজেলার পূর্বাংশে লেলাং ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ৬ কিলোমিটার। এ ইউনিয়নের উত্তরে কাঞ্চননগর ইউনিয়ন, পশ্চিমে ফটিকছড়ি পৌরসভা ও নাজিরহাট পৌরসভা, দক্ষিণে রোসাংগিরী ইউনিয়ন ও নানুপুর ইউনিয়ন এবং পূর্বে খিরাম ইউনিয়ন ও খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলার বর্মাছড়ি ইউনিয়ন অবস্থিত।
প্রশাসনিক কাঠামো
লেলাং ইউনিয়ন ফটিকছড়ি উপজেলার আওতাধীন ১৩নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম উপজেলার ফটিকছড়ি থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৭৯নং নির্বাচনী এলাকা চট্টগ্রাম-২ এর অংশ। এটি ৫টি মৌজায় বিভক্ত। এ ইউনিয়নের গ্রামগুলো হল:
- শাহনগর
- লেলাং
- গোপালঘাটা
- রায়পুর
- দমদমা
- ফেনুয়া
- কুতুবছড়ি
নামকরণ
অত্র ইউনিয়নের অন্তর্ভুক্ত এবং ইউনিয়নের উত্তর ও পশ্চিম সীমান্ত দিয়ে বয়ে যাওয়া লেলাং খালের নামানুসারে এই ইউনিয়নের নামকরণ হয়েছে।
শিক্ষা ব্যবস্থা
লেলাং ইউনিয়নে সাক্ষরতার হার ৫১.৮০%।[1] এ ইউনিয়নে ২টি মাধ্যমিক বিদ্যালয়, ৪টি মাদ্রাসা ও ১০টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।[2]
শিক্ষা প্রতিষ্ঠান
- মাধ্যমিক বিদ্যালয়
- মাদ্রাসা
- নুরুল উলুম গাউছিয়া মুনিরিয়া দাখিল মাদ্রাসা
- বন্দে রেজা আদর্শ মহিলা দাখিল মাদ্রাসা
- শাহনগর দারুল উলুম মাদ্রাসা
- শাহনগর মদিনাতুল উলুম মাদ্রাসা
- প্রাথমিক বিদ্যালয়
- উত্তর গোপালঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- গোপালঘাটা এম আর সি সরকারি প্রাথমিক বিদ্যালয়
- তোফেল আহমদ চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পাট্টিলাকুল শাহ হাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- ফেনুয়া টি এস্টেট সরকারি প্রাথমিক বিদ্যালয়
- মাইজভাণ্ডার আহমদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- রায়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- লেলাং সরকারি প্রাথমিক বিদ্যালয়
- শাহনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- সন্ন্যাসীর হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়
যোগাযোগ ব্যবস্থা
লেলাং ইউনিয়নে যোগাযোগের প্রধান সড়ক ফটিকছড়ি-রাউজান সড়ক। প্রধান যোগাযোগ মাধ্যম সিএনজি চালিত অটোরিক্সা।
ধর্মীয় উপাসনালয়
লেলাং ইউনিয়নে ৪১টি মসজিদ ও ১টি মন্দির রয়েছে।[2]
হাট-বাজার
লেলাং ইউনিয়নের প্রধান প্রধান হাট/বাজার হল আদর্শ বাজার, আনন্দ বাজার, ইসলামিয়া বাজার, চাড়ালিয়া হাট, নয়াহাট বাজার এবং সন্যাসীর হাট বাজার।[5]
দর্শনীয় স্থান
- ফেনুয়া চা বাগান; ফেনুয়া গ্রামে অবস্থিত।
- হাদী বাদশাহ আউলিয়ার মাজার; শাহনগর গ্রামে অবস্থিত।[6]
কৃতী ব্যক্তিত্ব
- ডাঃ তারেক মঈনুল ইসলাম –– লেখক ও সমাজসেবক।
- নুরুল আলম চৌধুরী –– রাজনীতিবিদ ও প্রাক্তন সংসদ সদস্য।
- মোহাম্মদ বশিরুল আলম –– সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা।
জনপ্রতিনিধি
- বর্তমান চেয়ারম্যান: মোহাম্মদ সরোয়ার উদ্দীন চৌধুরী শাহীন[8]
- চেয়ারম্যানগণের তালিকা
ক্রম নং | চেয়ারম্যানের নাম | সময়কাল |
---|---|---|
০১ | আলহাজ্ব মিঞা মোহাম্মদ ইদ্রিস চৌধুরী | |
০২ | আলহাজ্ব আবুল কাসেম মাস্টার | |
০৩ | মোহাম্মদ জয়নাল আবেদীন (রাজা মিয়া) | |
০৪ | মোহাম্মদ শহিদুল আলম সিরাজ | |
০৫ | ছাবের আহমদ | |
০৬ | মোহাম্মদ এজাহার মিঞা মুহুরী | |
০৭ | শফিকুল ইসলাম চৌধুরী | |
০৮ | মোহাম্মদ আবু তাহের (ভারপ্রাপ্ত) | |
০৯ | মোহাম্মদ কুতুব উদ্দিন মুহুরী | |
১০ | মোহাম্মদ সরোয়ার উদ্দীন চৌধুরী শাহীন | ২০১১-বর্তমান |
আরও দেখুন
তথ্যসূত্র
- "ফটিকছড়ি উপজেলা - বাংলাপিডিয়া"। bn.banglapedia.org।
- "এক নজরে লেলাং ইউনিয়ন - লেলাং ইউনিয়ন - লেলাং ইউনিয়ন"। lelangup.chittagong.gov.bd।
- "মাধ্যমিকবিদ্যালয় - লেলাং ইউনিয়ন - লেলাং ইউনিয়ন"। lelangup.chittagong.gov.bd।
- http://180.211.137.51:321/DashboardunionN.aspx?div=4&dis=411&thana=41104&union=13%5B%5D
- "হাট বাজারের তালিকা - লেলাং ইউনিয়ন - লেলাং ইউনিয়ন"। lelangup.chittagong.gov.bd।
- "দর্শনীয়স্থান - লেলাং ইউনিয়ন - লেলাং ইউনিয়ন"। lelangup.chittagong.gov.bd।
- "প্রখ্যাত ব্যক্তিত্ব - লেলাং ইউনিয়ন - লেলাং ইউনিয়ন"। lelangup.chittagong.gov.bd।
- Songbadshomogro.com। "তৃতীয় ধাপের ইউপি নির্বাচনের ফলাফল -"। www.songbadshomogro.com।
- "ইউনিয়ন পরিষদের পূর্বতন চেয়ারম্যানবৃন্দ - লেলাং ইউনিয়ন - লেলাং ইউনিয়ন"। lelangup.chittagong.gov.bd।