দক্ষিণ মাদার্শা ইউনিয়ন
দক্ষিণ মাদার্শা বাংলাদেশের চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন।
দক্ষিণ মাদার্শা | |
---|---|
ইউনিয়ন | |
![]() | |
![]() ![]() দক্ষিণ মাদার্শা | |
স্থানাঙ্ক: ২২°২৫′৫০″ উত্তর ৯১°৫২′১২″ পূর্ব ![]() | |
দেশ | ![]() |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | চট্টগ্রাম জেলা |
উপজেলা | হাটহাজারী উপজেলা ![]() |
সরকার | |
• চেয়ারম্যান | মোহাম্মদ আবদুল মজিদ |
আয়তন | |
• মোট | ৯.৭৮ কিমি২ (৩.৭৮ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ২৬,১৭০ |
• জনঘনত্ব | ২৭০০/কিমি২ (৬৯০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৬৪.৮৪% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৪৩৩৯ ![]() |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট ![]() |
আয়তন
দক্ষিণ মাদার্শা ইউনিয়নের আয়তন ২৪১৬ একর[1] (৯.৭৮ বর্গ কিলোমিটার)।
জনসংখ্যা
২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী দক্ষিণ মাদার্শা ইউনিয়নের লোকসংখ্যা ২৬,১৭০ জন। এর মধ্যে পুরুষ ১৩,০৭০ জন এবং মহিলা ১৩,১০০ জন।[2]
অবস্থান ও সীমানা
হাটহাজারী উপজেলার দক্ষিণ-পূর্বাংশে দক্ষিণ মাদার্শা ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ১২ কিলোমিটার। এ ইউনিয়নের উত্তরে উত্তর মাদার্শা ইউনিয়ন ও চিকনদণ্ডী ইউনিয়ন, পশ্চিমে চিকনদণ্ডী ইউনিয়ন, দক্ষিণে শিকারপুর ইউনিয়ন ও বুড়িশ্চর ইউনিয়ন এবং পূর্বে হালদা নদী ও রাউজান উপজেলার উরকিরচর ইউনিয়ন অবস্থিত।[2]
প্রশাসনিক কাঠামো
দক্ষিণ মাদার্শা ইউনিয়ন হাটহাজারী উপজেলার ১৩নং ইউনিয়ন পরিষদ। এটি জাতীয় সংসদের ২৮২নং নির্বাচনী এলাকা চট্টগ্রাম-৫ এর অংশ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম হাটহাজারী মডেল থানার আওতাধীন এটি মধ্য মাদার্শা ও দক্ষিণ মাদার্শা এ ২টি মৌজায় বিভক্ত। এ ইউনিয়নের গ্রামগুলো হল:
- বটতলী
- মধ্য মাদার্শা
- দক্ষিণ মাদার্শা
নামকরণ
প্রখ্যাত সুফিসাধক হযরত বদিউদ্দিন শাহ মাদার বা মাদারী শাহ এর নাম অনুসারে মাদার্শা গ্রামের নামকরণ করা হয়েছে।[4]
ইতিহাস
১৯৬০ খ্রিষ্টাব্দের আগে গড়দুয়ারা, উত্তর মাদার্শা ও দক্ষিণ মাদার্শা 'মাদার্শা' নামেই একটি ইউনিয়ন ছিল।[5]
শিক্ষা ব্যবস্থা
দক্ষিণ মাদার্শা ইউনিয়নের সাক্ষরতার হার ৬৪.৮৪%।[1] এ ইউনিয়নে ১টি স্কুল এন্ড কলেজ, ২টি মাদ্রাসা, ১টি মাধ্যমিক বিদ্যালয় ও ৯টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।[2]
শিক্ষা প্রতিষ্ঠান
- স্কুল এন্ড কলেজ
- আকবরিয়া স্কুল এন্ড কলেজ
- মাদ্রাসা
- বটতলী ইসলামিয়া আলিম মাদ্রাসা
- হযরত আকবর শাহ সুন্নিয়া দাখিল মাদ্রাসা
- মাধ্যমিক বিদ্যালয়
- দক্ষিণ মাদার্শা এস এস উচ্চ বিদ্যালয়
- প্রাথমিক বিদ্যালয়
- দক্ষিণ মাদার্শা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- ফতেয়াবাদ বটতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়
- মধ্য মাদার্শা আলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- মধ্য মাদার্শা আকবরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- মধ্য মাদার্শা নবাবিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- মধ্য মাদার্শা নবিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- মধ্য মাদার্শা রহমানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- মাহছুমা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- মুজাফফরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়
যোগাযোগ ব্যবস্থা
দক্ষিণ মাদার্শা ইউনিয়নের প্রধান সড়ক হল চট্টগ্রাম-কাপ্তাই মহাসড়ক। এছাড়া রয়েছে মদুনাঘাট-হাটহাজারী সংযোগ সড়ক এবং উত্তর মাদার্শা-দক্ষিণ মাদার্শা সংযোগ সড়ক। চট্টগ্রাম-কাপ্তাই মহাসড়কে সব ধরনের যানবাহন চলাচল করে। অন্যান্য সড়কগুলোর প্রধান যাতায়াত মাধ্যম সিএনজি চালিত অটোরিক্সা।
স্বাস্থ্য
দক্ষিণ মাদার্শা ইউনিয়নে ১টি কমিউনিটি ক্লিনিক, ১টি উপজেলা স্বাস্থ্যকেন্দ্র ও ২টি দাতব্য চিকিৎসালয় রয়েছে।[2]
ধর্মীয় উপাসনালয়
দক্ষিণ মাদার্শা ইউনিয়নে ৪৭টি মসজিদ, ২টি ঈদগাহ, ৪টি মন্দির ও ২টি প্যাগোডা রয়েছে।[2]
খাল ও নদী
দক্ষিণ মাদার্শা ইউনিয়নের পূর্ব পাশ দিয়ে বয়ে চলেছে হালদা নদী। এছাড়া রয়েছে খন্দকিয়া খাল, কাটাখালী খাল, অলুয়া খাল, মাদারী খাল এবং বোয়ালিয়া খাল।[8]
হাট-বাজার
দক্ষিণ মাদার্শা ইউনিয়নের প্রধান ২টি হাট/বাজার হল মদুনাঘাট বাজার এবং সমিতির হাট।[9]
দর্শনীয় স্থান
- হযরত আকবর শাহ (রাঃ) মসজিদ; মধ্য মাদার্শা গ্রামে অবস্থিত।[10]
জনপ্রতিনিধি
- বর্তমান চেয়ারম্যান: মোহাম্মদ আবদুল মজিদ[11]
- চেয়ারম্যানগণের তালিকা
ক্রম নং | চেয়ারম্যানের নাম | মেয়াদকাল |
---|---|---|
০১ | নগেন্দ্র লাল চৌধুরী | |
০২ | খয়রাতি সরকার | |
০৩ | মোখলেছুর রহমান | |
০৪ | ডাঃ আব্দুল গণি চৌধুরী | ১৯৫৪-১৯৫৮ |
০৫ | একেএম আহমদুল্লাহ চৌধুরী | ১৯৫৯-১৯৬৩ |
০৬ | নাদের আলী খাঁন | ১৯৬৪-১৯৭১ |
০৭ | মোহাম্মদ ইছহাক চৌধুরী (অস্থায়ী) | ১৯৭২-১৯৭৩ |
০৮ | মোহাম্মদ হাবিবুল্লাহ | ১৯৭৪-১৯৭৬ |
০৯ | নাদের আলী খাঁন | ১৯৭৭-১৯৮৬ |
১০ | একেএম আহমদুল্লাহ চৌধুরী | ১৯৮৬-১৯৯২ |
১১ | নাদের আলী খাঁন | ১৯৯২-১৯৯৮ |
১২ | আবুল হাশেম | ১৯৯৮-২০০৩ |
১৩ | মোহাম্মদ আখতার হোসেন | ২০০৩-২০১১ |
১৪ | মোহাম্মদ আবদুল মজিদ | ২০১১-বর্তমান |
তথ্যসূত্র
- "হাটহাজারী উপজেলা - বাংলাপিডিয়া"। bn.banglapedia.org।
- "ইউনিয়ন পরিচিতি - দক্ষিন মাদার্শা ইউনিয়ন - দক্ষিন মাদার্শা ইউনিয়ন"। southmadarshaup.chittagong.gov.bd।
- "গ্রাম ভিত্তিক লোক সংখ্যা - দক্ষিন মাদার্শা ইউনিয়ন - দক্ষিন মাদার্শা ইউনিয়ন"। southmadarshaup.chittagong.gov.bd।
- "ইউনিয়নের ইতিহাস - দক্ষিন মাদার্শা ইউনিয়ন - দক্ষিন মাদার্শা ইউনিয়ন"। southmadarshaup.chittagong.gov.bd।
- "উত্তর মাদার্শা ইউনিয়নের ইতিহাস - উত্তর মাদার্শা ইউনিয়ন - উত্তর মাদার্শা ইউনিয়ন"। northmadarshaup.chittagong.gov.bd।
- "মাধ্যমিকবিদ্যালয় - দক্ষিন মাদার্শা ইউনিয়ন - দক্ষিন মাদার্শা ইউনিয়ন"। southmadarshaup.chittagong.gov.bd।
- http://180.211.137.51:321/DashboardunionN.aspx?div=4&dis=411&thana=41111&union=13%5B%5D
- "খাল ও নদী - দক্ষিন মাদার্শা ইউনিয়ন - দক্ষিন মাদার্শা ইউনিয়ন"। southmadarshaup.chittagong.gov.bd।
- "হাট বাজারের তালিকা - দক্ষিন মাদার্শা ইউনিয়ন - দক্ষিন মাদার্শা ইউনিয়ন"। southmadarshaup.chittagong.gov.bd।
- "দর্শনীয়স্থান - দক্ষিন মাদার্শা ইউনিয়ন - দক্ষিন মাদার্শা ইউনিয়ন"। southmadarshaup.chittagong.gov.bd।
- "- দক্ষিন মাদার্শা ইউনিয়ন - দক্ষিন মাদার্শা ইউনিয়ন"। southmadarshaup.chittagong.gov.bd।
- "পর্বতন চেয়ারম্যানবৃন্দ - দক্ষিন মাদার্শা ইউনিয়ন - দক্ষিন মাদার্শা ইউনিয়ন"। southmadarshaup.chittagong.gov.bd।