বাগোয়ান ইউনিয়ন, রাউজান
বাগোয়ান বাংলাদেশের চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন।
বাগোয়ান | |
---|---|
ইউনিয়ন | |
![]() | |
![]() ![]() বাগোয়ান | |
স্থানাঙ্ক: ২২°২৫′৫০″ উত্তর ৯১°৫৬′৫২″ পূর্ব ![]() | |
দেশ | ![]() |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | চট্টগ্রাম জেলা |
উপজেলা | রাউজান উপজেলা ![]() |
সরকার | |
• চেয়ারম্যান | ভূপেশ বড়ুয়া |
আয়তন | |
• মোট | ১১.০২ কিমি২ (৪.২৫ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ২২,২৫৩ |
• জনঘনত্ব | ২০০০/কিমি২ (৫২০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৬২.০৪% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৪৩৪৭ ![]() |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট ![]() |
আয়তন
বাগোয়ান ইউনিয়নের আয়তন ২৭২৩ একর (১১.০২ বর্গ কিলোমিটার)।[1]
জনসংখ্যা
২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী বাগোয়ান ইউনিয়নের জনসংখ্যা ২২,২৫৩ জন। এর মধ্যে পুরুষ ১১,২৭০ জন এবং মহিলা ১০, ৯৮৩ জন।[2]
অবস্থান ও সীমানা
রাউজান উপজেলার সর্ব-দক্ষিণে বাগোয়ান ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ১৭ কিলোমিটার। এ ইউনিয়নের পশ্চিমে নোয়াপাড়া ইউনিয়ন, উত্তরে পূর্ব গুজরা ইউনিয়ন ও পাহাড়তলী ইউনিয়ন, পূর্বে পাহাড়তলী ইউনিয়ন ও রাঙ্গুনিয়া উপজেলার বেতাগী ইউনিয়ন এবং দক্ষিণে কর্ণফুলি নদী ও বোয়ালখালী উপজেলার চরণদ্বীপ ইউনিয়ন অবস্থিত।
প্রশাসনিক কাঠামো
বাগোয়ান ইউনিয়ন রাউজান উপজেলার আওতাধীন ১৪নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম রাউজান মডেল থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৮৩নং নির্বাচনী এলাকা চট্টগ্রাম-৬ এর অংশ। ওয়ার্ডভিত্তিক এ ইউনিয়নের গ্রামগুলো হল:
ওয়ার্ড নং | গ্রাম/এলাকার নাম |
---|---|
১নং ওয়ার্ড | গশ্চি |
২নং ওয়ার্ড | গশ্চি |
৩নং ওয়ার্ড | গশ্চি |
৪নং ওয়ার্ড | গশ্চি, পাঁচখাইন |
৫নং ওয়ার্ড | পাঁচখাইন |
৬নং ওয়ার্ড | বাগোয়ান |
৭নং ওয়ার্ড | কোয়েপাড়া |
৮নং ওয়ার্ড | কোয়েপাড়া |
৯নং ওয়ার্ড | কোয়েপাড়া |
শিক্ষা ব্যবস্থা
বাগোয়ান ইউনিয়নের সাক্ষরতার হার ৬২.০৪%।[1] এ ইউনিয়নে ১টি উচ্চ মাধ্যমিক কলেজ, ৪টি মাধ্যমিক বিদ্যালয়, ১টি দাখিল মাদ্রাসা, ১টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, ১৩টি প্রাথমিক বিদ্যালয় ও ৬টি কিন্ডারগার্টেন রয়েছে।[2]
শিক্ষা প্রতিষ্ঠান
- কলেজ
- হাজী বাদশা মাবেয়া কলেজ
- মাধ্যমিক বিদ্যালয়
- কোয়েপাড়া উচ্চ বিদ্যালয়
- কোয়েপাড়া জগৎ চন্দ্র সেন কৃষি ও শিল্প উচ্চ বিদ্যালয়
- গশ্চি উচ্চ বিদ্যালয়
- পাঁচখাইন বাগোয়ান সম্মিলনী উচ্চ বিদ্যালয়
- মাদ্রাসা
- পাঁচখাইন মহিউল উলুম দাখিল মাদ্রাসা
- নিম্ন মাধ্যমিক বিদ্যালয়
- পাঁচখাইন দরগাহ ডাঃ মোহাম্মদ মিয়া চৌধুরী জুনিয়র উচ্চ বিদ্যালয়
- প্রাথমিক বিদ্যালয়
- কোয়েপাড়া বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- কোয়েপাড়া বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়
- কোয়েপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- গরিবউল্লাহ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- গশ্চি পাঠান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পশ্চিম বাগোয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয়
- গশ্চি বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়
- গশ্চি ভানুমতি সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পাঁচখাইন কর্ণফুলি প্রেমদা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পাঁচখাইন দরগাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পাঁচখাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পূর্ব নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পূর্ব বাগোয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয়
- কিন্ডারগার্টেন
- গশ্চি শিশুবাগ
যোগাযোগ ব্যবস্থা
বাগোয়ান ইউনিয়নের প্রধান প্রধান সড়কগুলো হল চট্টগ্রাম-কাপ্তাই মহাসড়ক, গশ্চি নয়াহাট-লাম্বুরহাট সড়ক এবং ব্রাহ্মণহাট-পাঁচখাইন-লাম্বুরহাট ও রামগতির হাট সড়ক। চট্টগ্রাম-কাপ্তাই মহাসড়কে সব ধরনের যানবাহন চলাচল করে। অন্যান্য সড়কের প্রধান যোগাযোগ মাধ্যম সিএনজি চালিত অটোরিক্সা। এছাড়া নৌপথে কালুরঘাট থেকে বাগোয়ান ইউনিয়নে যাতায়াত করা যায়।[2]
স্বাস্থ্য
বাগোয়ান ইউনিয়নের ৪নং ওয়ার্ডে রয়েছে বাগোয়ান পরিবার কল্যাণ কেন্দ্র। এছাড়াও এ ইউনিয়নে ৪টি কমিউনিটি ক্লিনিক রয়েছে।[2]
খাল ও নদী
বাগোয়ান ইউনিয়নের দক্ষিণ পাশ দিয়ে বয়ে চলেছে কর্ণফুলি নদী। এছাড়াও রয়েছে হৃদের খাল, জালিয়া খাল, গশ্চি খাল।[2]
হাট-বাজার
বাগোয়ান ইউনিয়নে রয়েছে শতবর্ষের পুরনো লাম্বুরহাট। এছাড়া প্রধান প্রধান হাট/বাজারগুলো হল গশ্চি নয়াহাট, ফারিকূল বাজার, ব্রাহ্মণহাট এবং খেলারঘাট।[2]
বিদ্যুৎ কেন্দ্র
- রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেড (RPCL)
এ বিদ্যুৎ কেন্দ্র থেকে ২৬ মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হয়।[2]
ধর্মীয় উপাসনালয়
বাগোয়ান ইউনিয়নে ৪১টি মসজিদ, ৬টি মন্দির ও ৫টি বিহার রয়েছে।[2]
কৃতী ব্যক্তিত্ব
- নির্মলকুমার সেন –– ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম ব্যক্তিত্ব।
- ফণী বড়ুয়া –– সঙ্গীতজ্ঞ ও কবি গানের শিল্পী।
জনপ্রতিনিধি
- বর্তমান চেয়ারম্যান: ভূপেশ বড়ুয়া[9]
- চেয়ারম্যানগণের তালিকা
ক্রম নং | চেয়ারম্যানের নাম | সময়কাল |
---|---|---|
০১ | জীবন দাশ বড়ুয়া | |
০২ | মোহাম্মদ অছি মিয়া | ১৯৫৫-১৯৬৫ |
০৩ | হাজী মোহাম্মদ আমিনুল হক মাস্টার | ১৯৬৫-১৯৭০ |
০৪ | মোহাম্মদ মেহেরুজ্জামান (মনোনীত) | ১৯৭০-১৯৭৪ |
০৫ | মোহাম্মদ আমিনুল হক | ১৯৭৪-১৯৭৯ |
০৬ | মোহাম্মদ আবদুল আজিজ | ১৯৮০-১৯৮৭ |
০৭ | মোহাম্মদ বদিউল আলম তালুকদার | ১৯৮৭-১৯৯১ |
০৮ | মোহাম্মদ সামশুল আলম | ১৯৯২-১৯৯৮ |
০৯ | সৈয়দ মোহাম্মদ আবু জাফর | ১৯৯৮-২০১১ |
১০ | ভূপেশ বড়ুয়া | ২০১১-বর্তমান |
আরও দেখুন
তথ্যসূত্র
- "রাউজান উপজেলা - বাংলাপিডিয়া"। bn.banglapedia.org।
- "এক নজরে বাগোয়ান - বাগোয়ান ইউনিয়ন - বাগোয়ান ইউনিয়ন"। bagoanup.chittagong.gov.bd।
- "গ্রাম ভিত্তিক লোকসংখ্যা - বাগোয়ান ইউনিয়ন - বাগোয়ান ইউনিয়ন"। bagoanup.chittagong.gov.bd।
- "কলেজ - বাগোয়ান ইউনিয়ন - বাগোয়ান ইউনিয়ন"। bagoanup.chittagong.gov.bd।
- "মাধ্যমিকবিদ্যালয় - বাগোয়ান ইউনিয়ন - বাগোয়ান ইউনিয়ন"। bagoanup.chittagong.gov.bd।
- "মাদ্রাসা - বাগোয়ান ইউনিয়ন - বাগোয়ান ইউনিয়ন"। bagoanup.chittagong.gov.bd।
- http://180.211.137.51:321/DashboardunionN.aspx?div=4&dis=411&thana=41102&union=22%5B%5D
- "অন্যান্যশিক্ষাপ্রতিষ্ঠান - বাগোয়ান ইউনিয়ন - বাগোয়ান ইউনিয়ন"। bagoanup.chittagong.gov.bd।
- Team, Samakal Online। "SAMAKAL - GET THE LATEST ONLINE BANGLA NEWS !"। SAMAKAL। ৯ জুলাই ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ জুন ২০১৭।
- "পূর্বতন চেয়ারম্যানবৃন্দ - বাগোয়ান ইউনিয়ন - বাগোয়ান ইউনিয়ন"। bagoanup.chittagong.gov.bd।