বারৈয়াঢালা ইউনিয়ন
বারৈয়াঢালা বাংলাদেশের চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন।
বারৈয়াঢালা | |
---|---|
ইউনিয়ন | |
![]() | |
![]() ![]() বারৈয়াঢালা | |
স্থানাঙ্ক: ২২°৩৯′৪৮″ উত্তর ৯১°৩৮′১০″ পূর্ব ![]() | |
দেশ | ![]() |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | চট্টগ্রাম জেলা |
উপজেলা | সীতাকুণ্ড উপজেলা ![]() |
সরকার | |
• চেয়ারম্যান | হাজী রেহান উদ্দিন রেহান |
আয়তন | |
• মোট | ২৭.২৭ কিমি২ (১০.৫৩ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ৩৬,০০০ |
• জনঘনত্ব | ১৩০০/কিমি২ (৩৪০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৫১.১৭% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৪৩১১ ![]() |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট ![]() |
আয়তন
বারৈয়াঢালা ইউনিয়নের আয়তন ৬৭৩৮ একর[1] (২৭.২৭ বর্গ কিলোমিটার)।
জনসংখ্যা
২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী বারৈয়াঢালা ইউনিয়নের লোকসংখ্যা ৩৬,০০০ জন। এর মধ্যে পুরুষ ১৭,৯৭০ জন এবং মহিলা ১৮,০৩০ জন।[2]
অবস্থান ও সীমানা
সীতাকুণ্ড উপজেলার সর্ব-উত্তরে বারৈয়াঢালা ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ৭ কিলোমিটার।[3] এ ইউনিয়নের পশ্চিমে সৈয়দপুর ইউনিয়ন; দক্ষিণে সৈয়দপুর ইউনিয়ন ও সীতাকুণ্ড পৌরসভা; পূর্বে ফটিকছড়ি উপজেলার সুয়াবিল ইউনিয়ন, হারুয়ালছড়ি ইউনিয়ন ও বাগানবাজার ইউনিয়ন এবং উত্তরে মীরসরাই উপজেলার করেরহাট ইউনিয়ন, ওয়াহেদপুর ইউনিয়ন ও হাইতকান্দি ইউনিয়ন অবস্থিত।
প্রশাসনিক কাঠামো
বারৈয়াঢালা ইউনিয়ন সীতাকুণ্ড উপজেলার আওতাধীন ২নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম সীতাকুণ্ড মডেল থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৮১নং নির্বাচনী এলাকা চট্টগ্রাম-৪ এর অংশ। এটি ১২টি মৌজায় বিভক্ত।
এ ইউনিয়নের গ্রামগুলো হল:
- পশ্চিম লালানগর
- পূর্ব লালানগর
- ধর্মপুর
- আদর্শগ্রাম
- উত্তর ফেদাইনগর
- দক্ষিণ ফেদাইনগর
- ফরাদপুর
- কলাবাড়িয়া
- মহালঙ্গা
- বহরপুর
- ফুলগাজীপাড়া
- নন্দনপুর
- সাহেব্দীনগর
- উত্তর রহমতনগর
- টেরিয়াইল
- দর্জিগ্রাম
- রহমতনগর
- পূর্ব জাফরাবাদ
- পূর্ব মহালঙ্গা
- পূর্ব রহমতনগর
শিক্ষা ব্যবস্থা
বারৈয়াঢালা ইউনিয়নের সাক্ষরতার হার ৫১.১৭%।[1] এ ইউনিয়নে ২টি মাধ্যমিক বিদ্যালয়, ২টি মাদ্রাসা ও ১১টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।
শিক্ষা প্রতিষ্ঠান
- মাধ্যমিক বিদ্যালয়;
- টেরিয়াইল বহুমুখী উচ্চ বিদ্যালয়
- বড় দারোগাহাট এ আর মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়
- মাদ্রাসা
- বড় দারোগাহাট সিরাজুল উলুম ইসলামিয়া দাখিল মাদ্রাসা
- লালানগর ইসলামিয়া দাখিল মাদ্রাসা
- প্রাথমিক বিদ্যালয়
- কলাবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- টেরিয়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়
- ধর্মপুর আলহাজ্ব এবিএম আবুল কাশেম সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পশ্চিম বহরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পশ্চিম লালানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পূর্ব লালানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- বড় দারোগাহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়
- বারৈয়াঢালা উজির আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়
- মধ্য বহরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- মহালঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- শেখপাড়া ওবায়দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- কিন্ডারগার্টেন
- বড় দারোগাহাট জে কে শিশু নিকেতন
যোগাযোগ ব্যবস্থা
বারৈয়াঢালা ইউনিয়নে যোগাযোগের প্রধান সড়ক ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক। সব ধরনের যানবাহনে যোগাযোগ করা যায়। এছাড়া রয়েছে ঢাকা-চট্টগ্রাম রেলপথ (বড়টাকি স্টেশন)।
খাল ও নদী
বারৈয়াঢালা ইউনিয়নের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে নোহাট খোলা খাল এবং বদরখালী খাল।[6]
হাট-বাজার
বারৈয়াঢালা ইউনিয়নের প্রধান ২টি হাট/বাজার হল ছোট দারোগাহাট এবং বড় দারোগাহাট।[7]
দর্শনীয় স্থান
- বড় দারোগাহাট স্কেল; বড় দারোগাহাট এ অবস্থিত।
- বারৈয়াঢালা সহস্রধারা; ছোট দারোগাহাট রাস্তা হতে দুই কিলোমিটার পূর্বে পাহাড়ের চূড়ায় অবস্থিত।[8]
কৃতী ব্যক্তিত্ব
- রাশেদা আকতার –– জেলা প্রশাসনের কার্যালয়ে সহকারী কমিশনার নির্বাহী ম্যাজিস্ট্রেট।
- সৈয়দ ওমর ফারুক সুজন –– সিনিয়র সহকারী জজ, জজ কোর্ট, ঢাকা।
জনপ্রতিনিধি
- বর্তমান চেয়ারম্যান: হাজী মোহাম্মদ রেহান উদ্দীন রেহান[10]
- চেয়ারম্যানগণের তালিকা
ক্রম নং | চেয়ারম্যানের নাম | সময়কাল |
---|---|---|
০১ | মোহাম্মদ শফি চৌধুরী (প্রেসিডেন্ট) | ১৯৩৮-১৯৪২ |
০২ | শরৎচন্দ্র চৌধুরী (প্রেসিডেন্ট) | ১৯৪২-১৯৪৬ |
০৩ | খলিলুর রহমান চৌধুরী (প্রেসিডেন্ট) | ১৯৪৬-১৯৫৪ |
০৪ | ডাঃ মোহাম্মদ হাশেম চৌধুরী (প্রেসিডেন্ট) | ১৯৫৪-১৯৫৮ |
০৫ | ডাঃ মজিবুল হক চৌধুরী (প্রেসিডেন্ট) | ১৯৫৮-১৯৬১ |
০৬ | ডাঃ মজিবুল হক চৌধুরী | ১৯৬১-১৯৬৫ |
০৭ | এম নুরুল ইসলাম | ১৯৬৫-১৯৭২ |
০৮ | মাস্টার আলী হোসেন (নিয়োগপ্রাপ্ত) | ১৯৭২-১৯৭৪ |
০৯ | মোফাক্কর হোসেন | ১৯৭৪-১৯৭৮ |
১০ | মাস্টার বদিউল আলম | ১৯৭৮-১৯৮৫ |
১১ | মোফাক্কর হোসেন | ১৯৮৫-১৯৯২ |
১২ | মৌলভী আবুল মনছুর | ১৯৯২-২০০৩ |
১৩ | হাজী মোহাম্মদ রেহান উদ্দীন রেহান | ২০০৩-বর্তমান |
তথ্যসূত্র
- "সীতাকুন্ড উপজেলা - বাংলাপিডিয়া"। bn.banglapedia.org।
- "গ্রামভিত্তিক লোকসংখ্যা - বারৈয়াঢালা ইউনিয়ন - বারৈয়াঢালা ইউনিয়ন"। baraiyadhalaup.chittagong.gov.bd।
- "যোগাযোগ ব্যবস্থা - বারৈয়াঢালা ইউনিয়ন - বারৈয়াঢালা ইউনিয়ন"। baraiyadhalaup.chittagong.gov.bd।
- "মাধ্যমিকবিদ্যালয় - বারৈয়াঢালা ইউনিয়ন - বারৈয়াঢালা ইউনিয়ন"। baraiyadhalaup.chittagong.gov.bd।
- "প্রাথমিকবিদ্যালয় - বারৈয়াঢালা ইউনিয়ন - বারৈয়াঢালা ইউনিয়ন"। baraiyadhalaup.chittagong.gov.bd।
- "খাল ও নদী - বারৈয়াঢালা ইউনিয়ন - বারৈয়াঢালা ইউনিয়ন"। baraiyadhalaup.chittagong.gov.bd।
- "হাট বাজারের তালিকা - বারৈয়াঢালা ইউনিয়ন - বারৈয়াঢালা ইউনিয়ন"। baraiyadhalaup.chittagong.gov.bd।
- "দর্শনীয়স্থান - বারৈয়াঢালা ইউনিয়ন - বারৈয়াঢালা ইউনিয়ন"। baraiyadhalaup.chittagong.gov.bd।
- "প্রখ্যাত ব্যক্তিত্ব - বারৈয়াঢালা ইউনিয়ন - বারৈয়াঢালা ইউনিয়ন"। baraiyadhalaup.chittagong.gov.bd।
- "- বারৈয়াঢালা ইউনিয়ন - বারৈয়াঢালা ইউনিয়ন"। baraiyadhalaup.chittagong.gov.bd।
- "ইউনিয়ন পরিষদের পূর্বতন চেয়ারম্যানবৃন্দ - বারৈয়াঢালা ইউনিয়ন - বারৈয়াঢালা ইউনিয়ন"। baraiyadhalaup.chittagong.gov.bd।