বৈরাগ ইউনিয়ন

বৈরাগ বাংলাদেশের চট্টগ্রাম জেলার আনোয়ারা উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন

বৈরাগ
ইউনিয়ন
১নং বৈরাগ ইউনিয়ন পরিষদ
বৈরাগ
বাংলাদেশে বৈরাগ ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২২°১৪′০″ উত্তর ৯১°৫০′৪৩″ পূর্ব
দেশ বাংলাদেশ
বিভাগচট্টগ্রাম বিভাগ
জেলাচট্টগ্রাম জেলা
উপজেলাআনোয়ারা উপজেলা
সরকার
  চেয়ারম্যানমোহাম্মদ সোলায়মান
আয়তন
  মোট১৬.২৪ কিমি (৬.২৭ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
  মোট২৫,৫৪৭
  জনঘনত্ব১৬০০/কিমি (৪১০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
  মোট৬২.৭%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৪৩৭৬
ওয়েবসাইটপ্রাতিষ্ঠানিক ওয়েবসাইট

আয়তন

বৈরাগ ইউনিয়নের আয়তন ৪০১৩ একর (১৬.২৪ বর্গ কিলোমিটার)।[1]

জনসংখ্যা

২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী বৈরাগ ইউনিয়নের লোকসংখ্যা ২৫,৫৪৭ জন। এর মধ্যে পুরুষ ১৩,২৫৯ জন এবং মহিলা ১২,২৮৮ জন।[2]

অবস্থান ও সীমানা

আনোয়ারা উপজেলার উত্তর-পশ্চিমাংশে বৈরাগ ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ৭ কিলোমিটার। এ ইউনিয়নের দক্ষিণে বারশত ইউনিয়নবটতলী ইউনিয়ন, পূর্বে চাতরী ইউনিয়ন, উত্তরে কর্ণফুলি উপজেলার বড় উঠান ইউনিয়ন এবং পশ্চিমে কর্ণফুলি নদী ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৪১নং দক্ষিণ পতেঙ্গা ওয়ার্ড অবস্থিত।

প্রশাসনিক কাঠামো

বৈরাগ ইউনিয়ন আনোয়ারা উপজেলার আওতাধীন ১নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের আংশিক (কর্ণফুলি তীরবর্তী অংশ) প্রশাসনিক কার্যক্রম চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কর্ণফুলি থানার আওতাধীন এবং বাকি অংশ আনোয়ারা থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৯০নং নির্বাচনী এলাকা চট্টগ্রাম-১৩ এর অংশ। এটি ৫টি মৌজায় বিভক্ত। এ ইউনিয়নের গ্রামগুলো হল:

  • বৈরাগ
  • গুয়াপঞ্চক
  • বদলপুরা
  • মাঝের চর
  • রাঙ্গাদিয়া
  • বন্দর

[2]

ইতিহাস

ব্রিটিশ শাসনামলের আনুমানিক ১৯৪৩ সালে প্রথম মহকুমার অধীনে বর্তমান বৈরাগ এই ১টি গ্রাম নিয়ে বৈরাগ ইউনিয়ন গঠিত হয়। ঐ সময়ে ইউনিয়নের চেয়ারম্যানকে গ্রাম প্রেসিডেন্ট বলা হত। ১৯৫০ সালে পাকিস্তান শাসনামলে গ্রাম প্রেসিডেন্টের পদকে ইউনিয়ন চেয়ারম্যান পদবী ঘোষণা করা হয়। ১৯৫৪ সালে প্রথম গ্রাম প্রেসিডেন্ট হন ওছিউদ্দিন সরকার। তারপর পর্যায়ক্রমে গোলাম হোসেন সরকার, সাদত আলী গ্রাম প্রেসিডেন্ট এর দায়িত্ব পালন করেন। ১৯৬৭ সালে তৎকালীন পাকিস্তান মহকুমা জুরি বোর্ডের সদস্য ডাঃ রেয়াজ উদ্দিন সরকার প্রথম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনোনীত হন এবং তিনিই মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে অত্র ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন। ১৯৮৫ সালে প্রশাসনিক কাজের সুবিধার্থে তৎকালীন প্রশাসক আনোয়ারা ইউনিয়ন থেকে বৈরাগ গ্রামকে পৃথক করে বৈরাগ নামে আলাদা ইউনিয়ন গঠন করেন। বর্তমানে ৯টি ছোট বড় গ্রাম মিলিয়েই বৈরাগ ইউনিয়ন পরিষদ।[3]

নামকরণ

বৈরাগ ইউনিয়নের নাম নিয়ে দুটি জনশ্রুতি রয়েছে, পুর্বে বৈরাগ ইউনিয়নের অধিকাংশ গ্রামেই হিন্দুদের আধিপত্য ছিল। রাধা রমন সিংহ ও আশু সিংহ ছিলেন বৈরাগ গ্রামের ধনাঢ্য ব্যক্তিদের মধ্যে অন্যতম। তারাই প্রথম বৈরাগ ইউনিয়ন নামের প্রস্তাবকারী ছিলেন।

অন্যটি হল উত্তর বন্দর, দক্ষিণ বন্দর, বদলপুরা, গুয়াপঞ্চক, আমানউল্লাহ পাড়া, মোহাম্মদপুর সহ আরো কয়েকটি গ্রাম নিয়ে একটি বড় জঙ্গল+পাহাড়ে বিভিন্ন মানুষের আনাগুনা থাকায় নাকি বৈরাগ নামকরণ করা হয়। তবে ঐ সময়ে নৌকাই ছিল বৈরাগ ইউনিয়নে একমাত্র যোগাযোগ স্থাপনকারী বাহন।[3]

শিক্ষা ব্যবস্থা

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী বৈরাগ ইউনিয়নের সাক্ষরতার হার ৬২.৭%।[4] এ ইউনিয়নে ২টি স্কুল এন্ড কলেজ, ১টি মাধ্যমিক বিদ্যালয়, ৩টি মাদ্রাসা ও ১০টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।

শিক্ষা প্রতিষ্ঠান

স্কুল এন্ড কলেজ

[5]

মাধ্যমিক বিদ্যালয়
  • গুয়াপঞ্চক উচ্চ বিদ্যালয়

[6]

মাদ্রাসা
  • উত্তর বন্দর নঈম উদ্দীন আল-কাদেরীয়া মাদ্রাসা
  • গুয়াপঞ্চক সুমাইয়া মাদ্রাসা
  • পূর্ব বৈরাগ আঞ্জুমানে আল-কাদেরীয়া মাদ্রাসা

[7]

প্রাথমিক বিদ্যালয়
  • উত্তর গুয়াপঞ্চক সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • উত্তর বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • গুয়াপঞ্চক সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • দক্ষিণ বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • পশ্চিম বৈরাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • বদলপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • বৈরাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • মধ্য বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • মেরিন একাডেমী সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়

[8]

যোগাযোগ ব্যবস্থা

বৈরাগ ইউনিয়নে যোগাযোগের প্রধান সড়ক শিকলবাহা-রায়পুর সড়ক। সব ধরনের যানবাহনে যোগাযোগ করা যায়। এছাড়া চট্টগ্রাম মহানগরী থেকে ১৪নং ও ১৫নং ঘাট দিয়ে এ ইউনিয়নে নৌপথে যোগাযোগের ব্যবস্থা রয়েছে।

ধর্মীয় উপাসনালয়

বৈরাগ ইউনিয়নে ৩৯টি মসজিদ, ১০টি ঈদগাহ ও ৯টি মন্দির রয়েছে।

খাল ও নদী

বৈরাগ ইউনিয়নের উত্তর-পশ্চিম পাশ দিয়ে বয়ে চলেছে কর্ণফুলি নদী।[9]

হাট-বাজার

বৈরাগ ইউনিয়নের প্রধান ৩টি হাট/বাজার হল চাতরী চৌমুহনী বাজার, মহালখান বাজার এবং দেয়াং বাজার।[10]

দর্শনীয় স্থান

  • ঐতিহাসিক চাঁদ সওদাগরের দীঘি
  • বাংলাদেশ মেরিন একাডেমী
  • চট্টগ্রাম ইউরিয়া সার কারখানা (সিইউএফএল)
  • কর্ণফুলি ফার্টিলাইজার লিমিটেড (কাফকো)
  • ডি.এ.পি সার কারখানা - ১ ও ২
  • কোরিয়ান ইপিজেড
  • কর্ণফুলি নদীর মোহনা

[11]

কৃতী ব্যক্তিত্ব

  • আবুল মনসুর চৌধুরী – বীর মুক্তিযোদ্ধা।
  • অধ্যাপক ডাঃ এম এ ফয়েজ – প্রাক্তন মহাপরিচালক, স্বাস্থ্য অধিদপ্তর।
  • এডভোকেট শাহাদাত হোসেন চৌধুরী - প্রাক্তন সংসদ সদস্য ও উপজেলা চেয়ারম্যান।

[12]

জনপ্রতিনিধি

  • বর্তমান চেয়ারম্যান: মোহাম্মদ সোলায়মান[13]
চেয়ারম্যানগণের তালিকা
ক্রম নং চেয়ারম্যানের নাম সময়কাল
০১ আবুল মনসুর চৌধুরী
০২ নূর হোসেন
০৩ এডভোকেট শাহাদাত হোসেন চৌধুরী
০৪ নোয়াব আলী ২০১১-২০১৬
০৫ মোহাম্মদ সোলায়মান ২০১৬-বর্তমান

[14]

আরও দেখুন

তথ্যসূত্র

  1. "আনোয়ারা উপজেলা - বাংলাপিডিয়া"bn.banglapedia.org
  2. "গ্রামভিত্তিক লোকসংখ্যা - বৈরাগ ইউনিয়ন - বৈরাগ ইউনিয়ন"boiragup.chittagong.gov.bd
  3. "১নং বৈরাগ ইউনিয়নের ইতিহাস - বৈরাগ ইউনিয়ন - বৈরাগ ইউনিয়ন"boiragup.chittagong.gov.bd
  4. "National Reports Union Statistics" (PDF)web.archive.org। Wayback Machine। সংগ্রহের তারিখ ২৬ অক্টোবর ২০১৯
  5. "কলেজ - বৈরাগ ইউনিয়ন - বৈরাগ ইউনিয়ন"boiragup.chittagong.gov.bd
  6. "উচ্চ মাধ্যমিক বিদ্যালয় - বৈরাগ ইউনিয়ন - বৈরাগ ইউনিয়ন"boiragup.chittagong.gov.bd
  7. "মাদ্রাসা - বৈরাগ ইউনিয়ন - বৈরাগ ইউনিয়ন"boiragup.chittagong.gov.bd
  8. http://180.211.137.51:321/DashboardunionN.aspx?div=4&dis=411&thana=41106&union=01%5B%5D
  9. "খাল ও নদী - বৈরাগ ইউনিয়ন - বৈরাগ ইউনিয়ন"boiragup.chittagong.gov.bd
  10. "হাট বাজার - বৈরাগ ইউনিয়ন - বৈরাগ ইউনিয়ন"boiragup.chittagong.gov.bd
  11. "দর্শণীয় স্থান - বৈরাগ ইউনিয়ন - বৈরাগ ইউনিয়ন"boiragup.chittagong.gov.bd
  12. "প্রখ্যাত ব্যক্তিত্ব - বৈরাগ ইউনিয়ন - বৈরাগ ইউনিয়ন"boiragup.chittagong.gov.bd
  13. Eibela.Com। "আনোয়ারা আওয়ামীলীগের ফলাফল দশে দশ"
  14. "ইউনিয়ন পরিষদের পূর্বতন চেয়ারম্যানবৃন্দ - বৈরাগ ইউনিয়ন - বৈরাগ ইউনিয়ন"boiragup.chittagong.gov.bd

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.