লালখান বাজার ওয়ার্ড
লালখান বাজার বাংলাদেশের চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আওতাধীন একটি ওয়ার্ড।
লালখান বাজার | |
---|---|
চট্টগ্রাম সিটি কর্পোরেশন | |
১৪নং লালখান বাজার ওয়ার্ড | |
![]() ![]() লালখান বাজার | |
স্থানাঙ্ক: ২২°২০′৫৭″ উত্তর ৯১°৪৯′২৯″ পূর্ব ![]() | |
দেশ | ![]() |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | চট্টগ্রাম জেলা |
শহর | চট্টগ্রাম সিটি কর্পোরেশন |
সরকার | |
• কাউন্সিলর | আবুল ফজল কবির আহমেদ |
আয়তন | |
• মোট | ১.২৪ কিমি২ (০.৪৮ বর্গমাইল) |
জনসংখ্যা (২০০১) | |
• মোট | ৬৯,৮৬৫ |
• জনঘনত্ব | ৫৬০০০/কিমি২ (১৫০০০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৫৫.৪০% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৪০০০ |
এলাকার টেলিফোন কোড | +৮৮০ ৩১ |
আয়তন
লালখান বাজার ওয়ার্ডের আয়তন ১.২৪ বর্গ কিলোমিটার।[1]
জনসংখ্যা
২০০১ সালের পরিসংখ্যান অনুযায়ী লালখান বাজার ওয়ার্ডের লোকসংখ্যা ৬৯,৮৬৫ জন। এর মধ্যে পুরুষ ৩৮,৫০১ জন এবং মহিলা ৩১,৩৬৪ জন।[1]
অবস্থান ও সীমানা
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মধ্যাংশে লালখান বাজার ওয়ার্ডের অবস্থান। এর পশ্চিমে ১৩নং পাহাড়তলী ওয়ার্ড; দক্ষিণে ২৩নং উত্তর পাঠানটুলী ওয়ার্ড; পূর্বে ১৫নং বাগমনিরাম ওয়ার্ড এবং উত্তরে ৮নং শুলকবহর ওয়ার্ড অবস্থিত।
প্রশাসনিক কাঠামো
লালখান বাজার ওয়ার্ড চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আওতাধীন ১৪নং ওয়ার্ড। এ ওয়ার্ডের প্রশাসনিক কার্যক্রম চট্টগ্রাম সিটি কর্পোরেশনের খুলশী থানার আওতাধীন এবং এটি ২৮৭নং চট্টগ্রাম-১০ জাতীয় নির্বাচনী এলাকার অংশ।[2] এ ওয়ার্ডের উল্লেখযোগ্য এলাকা হল:
- লালখান বাজার
- উত্তর লালখান
- দামপাড়া
শিক্ষা ব্যবস্থা
লালখান বাজার ওয়ার্ডের সাক্ষরতার হার ৫৫.৪০%।[1] এ ওয়ার্ডে ১টি বিশ্ববিদ্যালয়, ১টি কলেজ, ১টি স্কুল এন্ড কলেজ, ৩টি মাধ্যমিক বিদ্যালয় ও ৩টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।
শিক্ষা প্রতিষ্ঠান
- বিশ্ববিদ্যালয়
- কলেজ
- ওমর গণি এমইএস বিশ্ববিদ্যালয় কলেজ
- স্কুল এন্ড কলেজ
- মাধ্যমিক বিদ্যালয়
- চিটাগাং পুলিশ ইনস্টিটিউশন
- টাইগারপাস বহুমুখী উচ্চ বিদ্যালয়
- শহীদনগর সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়
- প্রাথমিক বিদ্যালয়
- নিউ টাইগারপাস সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পূর্ব টাইগারপাস সরকারি প্রাথমিক বিদ্যালয়
- লালখান বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়
আরও দেখুন
তথ্যসূত্র
- "খুলশী থানা - বাংলাপিডিয়া"। bn.banglapedia.org।
- "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ১২ মে ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ মে ২০১৭।
- http://180.211.137.51:321/DashboardunionN.aspx?div=4&dis=411&thana=41109&union=02%5B%5D
- "কাউন্সিলরবৃন্দ - চট্টগ্রাম জেলা - চট্টগ্রাম জেলা"। www.chittagong.gov.bd।