রামপুর ওয়ার্ড
রামপুর বাংলাদেশের চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আওতাধীন একটি ওয়ার্ড।
রামপুর | |
---|---|
চট্টগ্রাম সিটি কর্পোরেশন | |
২৫নং রামপুর ওয়ার্ড | |
![]() ![]() রামপুর | |
স্থানাঙ্ক: ২২°২০′১৬″ উত্তর ৯১°৪৭′৫৬″ পূর্ব ![]() | |
দেশ | ![]() |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | চট্টগ্রাম জেলা |
শহর | চট্টগ্রাম সিটি কর্পোরেশন |
সরকার | |
• কাউন্সিলর | এরশাদ উল্লাহ |
আয়তন | |
• মোট | ১.৮১ কিমি২ (০.৭০ বর্গমাইল) |
জনসংখ্যা (২০০১) | |
• মোট | ৪৪,৮৪৫ |
• জনঘনত্ব | ২৫০০০/কিমি২ (৬৪০০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৬০% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৪২২৪ |
এলাকার টেলিফোন কোড | +৮৮০ ৩১ |
আয়তন
রামপুর ওয়ার্ডের আয়তন ১.৮১ বর্গ কিলোমিটার।[1]
জনসংখ্যা
২০০১ সালের পরিসংখ্যান অনুযায়ী রামপুর ওয়ার্ডের লোকসংখ্যা ৪৪,৮৪৫ জন। এর মধ্যে পুরুষ ২৩,৮৮৩ জন এবং মহিলা ২০,৯৬২ জন।[1]
অবস্থান ও সীমানা
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পশ্চিমাংশে রামপুর ওয়ার্ডের অবস্থান। এর দক্ষিণে ২৪নং উত্তর আগ্রাবাদ ওয়ার্ড, পূর্বে ২৪নং উত্তর আগ্রাবাদ ওয়ার্ড, উত্তরে ১২নং সরাইপাড়া ওয়ার্ড এবং পশ্চিমে ২৬নং উত্তর হালিশহর অবস্থিত।
প্রশাসনিক কাঠামো
রামপুর চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আওতাধীন ২৫নং ওয়ার্ড। এ ওয়ার্ডের প্রশাসনিক কার্যক্রম চট্টগ্রাম সিটি কর্পোরেশনের হালিশহর থানার আওতাধীন। এটি ২৮৭নং চট্টগ্রাম-১০ জাতীয় নির্বাচনী এলাকার অংশ।[2] এ ওয়ার্ডের উল্লেখযোগ্য এলাকাসমূহ হল:
- সবুজবাগ
- গ্রীন ভিউ
- হালিশহর ক্যান্টনমেন্ট
শিক্ষা ব্যবস্থা
রামপুর ওয়ার্ডের সাক্ষরতার হার ৬০%।[1] এ ওয়ার্ডে ১টি স্কুল এন্ড কলেজ, ১টি মাধ্যমিক বিদ্যালয় ও ৩টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।
শিক্ষা প্রতিষ্ঠান
- স্কুল এন্ড কলেজ
- আলহাজ্ব এয়াকুব আলী বালিকা স্কুল এন্ড কলেজ
- মাধ্যমিক বিদ্যালয়
- আলহাজ্ব এয়াকুব আলী ইংলিশ স্কুল
- প্রাথমিক বিদ্যালয়
- ঈদগাহ বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়
- ঈদগাহ মুসলিম বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- রামপুর নতুন বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়
তথ্যসূত্র
- "হালিশহর থানা - বাংলাপিডিয়া"। bn.banglapedia.org।
- "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ১২ মে ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ মে ২০১৭।
- http://180.211.137.51:321/DashboardunionN.aspx?div=4&dis=411&thana=41109&union=05%5B%5D
- "কাউন্সিলরবৃন্দ - চট্টগ্রাম জেলা - চট্টগ্রাম জেলা"। www.chittagong.gov.bd।