দেওয়ান বাজার ওয়ার্ড

দেওয়ান বাজার বাংলাদেশের চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আওতাধীন একটি ওয়ার্ড।

দেওয়ান বাজার
চট্টগ্রাম সিটি কর্পোরেশন
২০নং দেওয়ান বাজার ওয়ার্ড
দেওয়ান বাজার
বাংলাদেশে দেওয়ান বাজার ওয়ার্ডের অবস্থান
স্থানাঙ্ক: ২২°২০′১৭″ উত্তর ৯১°৫০′১৯″ পূর্ব
দেশ বাংলাদেশ
বিভাগচট্টগ্রাম বিভাগ
জেলাচট্টগ্রাম জেলা
শহরচট্টগ্রাম সিটি কর্পোরেশন
সরকার
  কাউন্সিলরচৌধুরী হাসান মাহমুদ হাসনী
আয়তন
  মোট০.৪৪ কিমি (০.১৭ বর্গমাইল)
জনসংখ্যা (২০০১)
  মোট৩০,৩৬১
  জনঘনত্ব৬৯০০০/কিমি (১৮০০০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
  মোট৮২%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৪০০০
এলাকার টেলিফোন কোড+৮৮০ ৩১

আয়তন

দেওয়ান বাজার ওয়ার্ডের আয়তন ০.৪৪ বর্গ কিলোমিটার।[1]

জনসংখ্যা

২০০১ সালের পরিসংখ্যান অনুযায়ী দেওয়ান বাজার ওয়ার্ডের লোকসংখ্যা ৩০,৩৬১ জন। এর মধ্যে পুরুষ ১৭,৫৩৪ জন এবং মহিলা ১২,৮২৭ জন।[1]

অবস্থান ও সীমানা

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মধ্যাংশে দেওয়ান বাজার ওয়ার্ডের অবস্থান। এর পূর্বে ১৯নং দক্ষিণ বাকলিয়া ওয়ার্ড১৭নং পশ্চিম বাকলিয়া ওয়ার্ড, উত্তরে ১৬নং চকবাজার ওয়ার্ড, পশ্চিমে ২১নং জামালখান ওয়ার্ড৩২নং আন্দরকিল্লা ওয়ার্ড এবং দক্ষিণে ৩২নং আন্দরকিল্লা ওয়ার্ড৩৫নং বকশীর হাট ওয়ার্ড অবস্থিত।

প্রশাসনিক কাঠামো

দেওয়ান বাজার ওয়ার্ড চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আওতাধীন ২০নং ওয়ার্ড। এ ওয়ার্ডের প্রশাসনিক কার্যক্রম চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কোতোয়ালী থানার আওতাধীন। এটি ২৮৬নং চট্টগ্রাম-৯ জাতীয় নির্বাচনী এলাকার অংশ[2] এ ওয়ার্ডের উল্লেখযোগ্য এলাকা হল:

  • দেওয়ান বাজার
  • ঘাট ফরহাদবেগ
  • বালুয়ার দীঘি

শিক্ষা ব্যবস্থা

দেওয়ান বাজার ওয়ার্ডের সাক্ষরতার হার ৮২%।[1] এ ওয়ার্ডে ১টি কলেজ, ২টি মাধ্যমিক বিদ্যালয় ও ২টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।

শিক্ষা প্রতিষ্ঠান

কলেজ
  • চট্টগ্রাম সিটি কর্পোরেশন কায়সার নিলুফার কলেজ
মাধ্যমিক বিদ্যালয়
  • কদম মোবারক এম ওয়াই উচ্চ বিদ্যালয়
  • বালুয়ারদীঘি সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়
প্রাথমিক বিদ্যালয়
  • ঘাটফরহাদবেগ সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • বালুয়ারদীঘি সরকারি প্রাথমিক বিদ্যালয়

[3]

কাউন্সিলর

কাউন্সিলররাজনৈতিক দলনির্বাচন সন
চৌধুরী হাসান মাহমুদ হাসনীবাংলাদেশ আওয়ামী লীগ২০১৫

[4]

আরও দেখুন

তথ্যসূত্র

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.