আন্দরকিল্লা ওয়ার্ড
আন্দরকিল্লা বাংলাদেশের চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আওতাধীন একটি ওয়ার্ড।
আন্দরকিল্লা | |
---|---|
চট্টগ্রাম সিটি কর্পোরেশন | |
৩২নং আন্দরকিল্লা ওয়ার্ড | |
![]() ![]() আন্দরকিল্লা | |
স্থানাঙ্ক: ২২°২০′১২″ উত্তর ৯১°৫০′৩৫″ পূর্ব ![]() | |
দেশ | ![]() |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | চট্টগ্রাম জেলা |
শহর | চট্টগ্রাম সিটি কর্পোরেশন |
সরকার | |
• কাউন্সিলর | জহরলাল হাজারী |
আয়তন | |
• মোট | ০.৭৭ কিমি২ (০.৩০ বর্গমাইল) |
জনসংখ্যা (২০০১) | |
• মোট | ২৩,৫৮৩ |
• জনঘনত্ব | ৩১০০০/কিমি২ (৭৯০০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৭৯.১০% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৪০০০ |
এলাকার টেলিফোন কোড | +৮৮০ ৩১ |
আয়তন
আন্দরকিল্লা ওয়ার্ডের আয়তন ০.৭৭ বর্গ কিলোমিটার।[1]
জনসংখ্যা
২০০১ সালের পরিসংখ্যান অনুযায়ী আন্দরকিল্লা ওয়ার্ডের লোকসংখ্যা ২৩,৫৮৩ জন। এর মধ্যে পুরুষ ১৬,৫৭৪ জন এবং মহিলা ৭,০০৯ জন।[1]
অবস্থান ও সীমানা
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মধ্যাংশে আন্দরকিল্লা ওয়ার্ডের অবস্থান। এর পূর্বে ৩৪নং পাথরঘাটা ওয়ার্ড, ৩৫নং বকশীর হাট ওয়ার্ড ও ২০নং দেওয়ান বাজার ওয়ার্ড; উত্তরে ২০নং দেওয়ান বাজার ওয়ার্ড ও ২১নং জামালখান ওয়ার্ড; পশ্চিমে ২২নং এনায়েত বাজার ওয়ার্ড ও ৩১নং আলকরণ ওয়ার্ড এবং দক্ষিণে ৩৩নং ফিরিঙ্গি বাজার ওয়ার্ড ও ৩৪নং পাথরঘাটা ওয়ার্ড অবস্থিত।
প্রশাসনিক কাঠামো
আন্দরকিল্লা ওয়ার্ড চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আওতাধীন ৩২নং ওয়ার্ড। এ ওয়ার্ডের প্রশাসনিক কার্যক্রম চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কোতোয়ালী থানার আওতাধীন। এটি ২৮৬নং চট্টগ্রাম-৯ জাতীয় নির্বাচনী এলাকার অংশ।[2] এ ওয়ার্ডের উল্লেখযোগ্য এলাকা হল:
- আন্দরকিল্লা
- খাতুনগঞ্জ
- লালদীঘি
- আছাদগঞ্জ
- চেরাগী পাহাড়
শিক্ষা ব্যবস্থা
আন্দরকিল্লা ওয়ার্ডের সাক্ষরতার হার ৭৯.১০%।[1] এ ওয়ার্ডে ১টি আইন কলেজ, ১টি কামিল মাদ্রাসা, ৩টি মাধ্যমিক বিদ্যালয় ও ৪টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।
শিক্ষা প্রতিষ্ঠান
- আইন কলেজ
- চট্টগ্রাম আইন কলেজ
- মাদ্রাসা
- ছোবহানিয়া আলিয়া কামিল মাদ্রাসা
- মাধ্যমিক বিদ্যালয়
- পাথরঘাটা মেনকা সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়
- মুসলিম এডুকেশন সোসাইটি হাই স্কুল
- সেন্ট প্লাসিড্স হাই স্কুল
- প্রাথমিক বিদ্যালয়
- কদম মোবারক সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পাথরঘাটা মেনকা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- বান্ডেল এস কলোনী সরকারি প্রাথমিক বিদ্যালয়
- মিউনিসিপ্যাল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়
গুরুত্বপূর্ণ স্থাপনা
- চট্টগ্রাম কোর্ট
- লালদীঘি ময়দান
তথ্যসূত্র
- "বাংলাপিডিয়া"।
- "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ১২ মে ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ মে ২০১৭।
- http://180.211.137.51:321/DashboardunionN.aspx?div=4&dis=411&thana=41119&union=07%5B%5D
- http://www.chittagong.gov.bd/site/page/983555b9-2144-11e7-8f57-286ed488c766/%E0%A6%95%E0%A6%BE%E0%A6%89%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%B2%E0%A6%B0%E0%A6%AC%E0%A7%83%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A6